দার্জিলিং, 27 সেপ্টেম্বর: মঙ্গলবার থেকে চলছে টানা বৃষ্টি । তার উপর গত 24 ঘণ্টায় নতুন করে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে । সবমিলিয়ে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন ।
শুক্রবার সিকিম, কালিম্পং ও মিরিকে নতুন করে ধসের ঘটনা ঘটে । জানা গিয়েছে, সিকিমের মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তা ধসের কারণে বন্ধ রয়েছে । পাশাপাশি ফিডাং থেকে সাঙ্গেকেলাং যাওয়ার রাস্তায় শিপগিয়ারে ধসের ঘটনা ঘটেছে । এদিকে, দার্জিলিং জেলার মিরিকেও ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে । মিরিকের ডাডা গ্রাম পঞ্চায়েতের থরবু গ্রামে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি । আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বহু ঘরবাড়ি । স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ সেইসব বাড়ির লোকেদের অন্যত্র নিরাপদ স্থানে সরানো হয়েছে ।
একই পরিস্থিতি বিজনবাড়ি এলাকাতেও । সেখানেও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি ৷ আরও পাঁচটি বাড়ি আশঙ্কাজনক অবস্থায় থাকায় সেইসব বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরানো হয়েছে । মিরিকের বাসিন্দা সুজিত রাই বলেন, "আমার প্রতিবেশী নেওয়াং রাইয়ের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর যা বৃষ্টি হচ্ছে, তাতে আরও ধসের আশঙ্কা রয়েছে । গতকালও ধসের ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা নিজেরা সেটা পরিষ্কার করে নিয়েছি । কিন্তু এদিন সকালবেলা থেকে নতুন করে ধসের ঘটনা ঘটায় আমরা উদ্বিগ্ন । উপরে তো আরও বড় গ্রাম রয়েছে, যারা আরও বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ।"
অন্যদিকে, একই ছবি কালিম্পংয়েও । নতুন করে ধসের কারণে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । এদিন সকালে বিড়িকদাড়ায় নতুন করে ধসের ঘটনা ঘটেছে । জেলা প্রশাসনের তরফে বিকল্প লাভা, আলগাড়ার রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । কালিম্পংয়ের ইয়াংমাকুম গ্রামের গোটা ট্রান্সফর্মার ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । যে কারণে গোটা গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে । আগামী সাতদিনেও ওই পরিস্থিতি ঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।