ETV Bharat / state

প্রতিবাদ দমিয়ে দেওয়ার চেষ্টা ! ক্ষোভ বর্ধমান মেডিক্যাল কলেজে - Burdwan Medical College - BURDWAN MEDICAL COLLEGE

Burdwan Medical Students Protest: আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ অধ্যক্ষের কাছে ডেপুটেশনও জমা দিলেন আন্দোলনকারীরা ৷

Burdwan Medical Students Protest
বর্ধমানে আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 3:27 PM IST

বর্ধমান, 31 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যেজুরে এখনও আন্দোলন করছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ৷ এই আবহে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ৷ অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের চিকিৎসক লবির এক ডাক্তারের অনুগামীদের বিরুদ্ধে । তাঁদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত ছাত্রছাত্রী রয়েছেন বলেও অভিযোগ । এই নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা । ইতিমধ্যে, বিষয়টি নিয়ে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ।

বর্ধমানে মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন (ইটিভি ভারত)

বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ । আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, শুক্রবার মেডিক্যাল কলেজে জিবি মিটিং চলাকালীন বেশ কয়েকজন বহিরাগত ও কলেজের কয়েকজন প্রাক্তনী তাঁদের আন্দোলন বন্ধ করার জন্য অকথ্য মন্তব্য করতে শুরু করেন । শুধু তাই নয় ৷ আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ সেই সঙ্গে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন । যদিও তাঁদের এই আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না, তা সাফ জানিয়ে দেন বিক্ষুব্দ চিকিৎসকরা ৷

আন্দোলনকারীদের আরও অভিযোগ, উত্তরবঙ্গ লবির চিকিৎসক ডাক্তার অভীক দে বর্ধমান মেডিক্যালের সঙ্গে যুক্ত না হয়েও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে দেখা করে যান ৷ জুনিয়র চিকিৎসক ডাক্তার রিজওয়ান বলেন, "বর্ধমান মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন । এই মূহুর্তে তাঁরা কোনওভাবেই কলেজের সঙ্গে যুক্ত নন ৷ অথচ তাঁরা আন্দোলনকারী চিকিৎসকদের দিকে আঙুল তুলে কুরুচিরকর মন্তব্য করছেন । তাঁদের ভয় দেখানো হচ্ছে ।" তাঁর আরও অভিযোগ, "উত্তরবঙ্গের এক চিকিৎসকের নাম উঠে আসছে আরজি করের ঘটনায় ৷ সেই চিকিৎসকের অনুগামীরাই এই হুমকি দিচ্ছে । আমরা তাঁদের বিরুদ্ধে অধ্য়ক্ষের কাছে অভিযোগ করেছি । আইনি পদক্ষেপে নেওয়া হবে । ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষ বলেন, "এটা আমার জানা ছিল না ৷ তবে চিকিৎসকদের একটা ডেপুটেশন আমি পেয়েছি । আমি বিষয়টি খতিয়ে দেখব । জরুরি ভিত্তিতে আমি কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছি । আলোচনা হবে । অভিযোগ খতিয়ে দেখা হবে । এখানে সবাই পড়াশোনা করতে এসেছে । সেই পরিবেশ রাখার দায়িত্ব আমার । ডাক্তার অভীক দে-কে নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটাও খতিয়ে দেখা হবে । কারণ উনি এই কলেজের সঙ্গে যুক্ত নন ৷"

বর্ধমান, 31 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যেজুরে এখনও আন্দোলন করছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ৷ এই আবহে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ৷ অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের চিকিৎসক লবির এক ডাক্তারের অনুগামীদের বিরুদ্ধে । তাঁদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত ছাত্রছাত্রী রয়েছেন বলেও অভিযোগ । এই নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা । ইতিমধ্যে, বিষয়টি নিয়ে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ।

বর্ধমানে মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন (ইটিভি ভারত)

বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ । আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, শুক্রবার মেডিক্যাল কলেজে জিবি মিটিং চলাকালীন বেশ কয়েকজন বহিরাগত ও কলেজের কয়েকজন প্রাক্তনী তাঁদের আন্দোলন বন্ধ করার জন্য অকথ্য মন্তব্য করতে শুরু করেন । শুধু তাই নয় ৷ আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ সেই সঙ্গে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন । যদিও তাঁদের এই আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না, তা সাফ জানিয়ে দেন বিক্ষুব্দ চিকিৎসকরা ৷

আন্দোলনকারীদের আরও অভিযোগ, উত্তরবঙ্গ লবির চিকিৎসক ডাক্তার অভীক দে বর্ধমান মেডিক্যালের সঙ্গে যুক্ত না হয়েও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে দেখা করে যান ৷ জুনিয়র চিকিৎসক ডাক্তার রিজওয়ান বলেন, "বর্ধমান মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন । এই মূহুর্তে তাঁরা কোনওভাবেই কলেজের সঙ্গে যুক্ত নন ৷ অথচ তাঁরা আন্দোলনকারী চিকিৎসকদের দিকে আঙুল তুলে কুরুচিরকর মন্তব্য করছেন । তাঁদের ভয় দেখানো হচ্ছে ।" তাঁর আরও অভিযোগ, "উত্তরবঙ্গের এক চিকিৎসকের নাম উঠে আসছে আরজি করের ঘটনায় ৷ সেই চিকিৎসকের অনুগামীরাই এই হুমকি দিচ্ছে । আমরা তাঁদের বিরুদ্ধে অধ্য়ক্ষের কাছে অভিযোগ করেছি । আইনি পদক্ষেপে নেওয়া হবে । ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষ বলেন, "এটা আমার জানা ছিল না ৷ তবে চিকিৎসকদের একটা ডেপুটেশন আমি পেয়েছি । আমি বিষয়টি খতিয়ে দেখব । জরুরি ভিত্তিতে আমি কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছি । আলোচনা হবে । অভিযোগ খতিয়ে দেখা হবে । এখানে সবাই পড়াশোনা করতে এসেছে । সেই পরিবেশ রাখার দায়িত্ব আমার । ডাক্তার অভীক দে-কে নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটাও খতিয়ে দেখা হবে । কারণ উনি এই কলেজের সঙ্গে যুক্ত নন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.