ETV Bharat / state

সরকারি ব্লাড ব্যাঙ্কে সক্রিয় প্রতারণা চক্র ! টাকা খোয়ালেন ক্যানসার আক্রান্ত শিশুর বাবা - NRS Medical College and Hospital - NRS MEDICAL COLLEGE AND HOSPITAL

Fraud Allegation in Hospital Blood Bank: গত তিন বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত সাত বছরের এক শিশু ৷ ঝাড়গ্রাম থেকে কলকাতার সরকারি হাসপাতালে তার চিকিৎসা করাতে এসে ব্লাড ব্যাঙ্কে প্রতারণার শিকার হলেন শিশুটির বাবা ৷

NRS MEDICAL COLLEGE AND HOSPITAL
সরকারি ব্লাড ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 8:28 AM IST

কলকাতা, 15 জুলাই: জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে সমস্যায় রোগী পরিবার। কলকাতার এক সরকারি হাসপাতালে প্রতারকের ফাঁদে পরিবার। ছেলের চিকিৎসা করাতে গিয়ে আড়াই হাজার টাকা খোয়ালেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক । অভিযোগ, হাসপাতালে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয় । ব্যক্তিটি নিজেকে হাসপাতালের কর্মীর পরিচয় দেন । রক্ত খুঁজে দেওয়ার আশ্বাসও দেন ৷ সেই কাজের জন্য আড়াই হাজার টাকা নেয় রোগী পরিবারের থেকে । তবে তারপর আর কোনও হদিস মেলেনি তাঁর ৷ সরকারি হাসপাতালে দালাল চক্রের বাড়বাড়ন্তের অভিযোগ নতুন কোনও ঘটনা নয় ৷ তবে এবার উঠল প্রতারণার অভিযোগ ৷

সাত বছরের এক শিশু গত তিন বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত । গত 5 জুলাই থেকে ভর্তি এনআরএস মেডিক্যাল কলেজে । প্রত্যেকদিনই তার রক্তের প্রয়োজন হয় । সেজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন শিবমের বাবা । কিন্তু 12 জুলাই কোনওভাবেই রক্তের জোগাড় হচ্ছিল না । তখনই নদিয়ার বাসিন্দা রিপন মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের আলাপ হয় হাসপাতালে ৷

রোগীর বাবা সনাতন কারক বলেন, "এনআরএস হাসপাতাল থেকে কিছুতেই রক্ত পাওয়া যাচ্ছিল না । মানিকতলায় ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পরেও রক্ত মিলছিল না । ওই ব্যক্তি সবটাই আমার থেকে শোনেন । তারপর আমাকে বলেন উনি নীলরতন সরকার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী । তবে আড়াই হাজার টাকা তাঁকে দিতে হবে । নয়তো তিনি রক্তের ব্যবস্থা করে দেবেন না ৷ আমার ছেলের সুস্থতার জন্য সেই টাকা আমি তখনই দিয়ে দিই । তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন । তিনি আশ্বাস দিয়ে যান রক্ত নিয়ে আসছেন । কিন্তু আর ফিরে আসেননি ।" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার । যদিও এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে মত নীলরতন সরকার হাসপাতালের সুপার ইন্দিরা দে-র ৷

কলকাতা, 15 জুলাই: জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে সমস্যায় রোগী পরিবার। কলকাতার এক সরকারি হাসপাতালে প্রতারকের ফাঁদে পরিবার। ছেলের চিকিৎসা করাতে গিয়ে আড়াই হাজার টাকা খোয়ালেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক । অভিযোগ, হাসপাতালে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয় । ব্যক্তিটি নিজেকে হাসপাতালের কর্মীর পরিচয় দেন । রক্ত খুঁজে দেওয়ার আশ্বাসও দেন ৷ সেই কাজের জন্য আড়াই হাজার টাকা নেয় রোগী পরিবারের থেকে । তবে তারপর আর কোনও হদিস মেলেনি তাঁর ৷ সরকারি হাসপাতালে দালাল চক্রের বাড়বাড়ন্তের অভিযোগ নতুন কোনও ঘটনা নয় ৷ তবে এবার উঠল প্রতারণার অভিযোগ ৷

সাত বছরের এক শিশু গত তিন বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত । গত 5 জুলাই থেকে ভর্তি এনআরএস মেডিক্যাল কলেজে । প্রত্যেকদিনই তার রক্তের প্রয়োজন হয় । সেজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন শিবমের বাবা । কিন্তু 12 জুলাই কোনওভাবেই রক্তের জোগাড় হচ্ছিল না । তখনই নদিয়ার বাসিন্দা রিপন মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের আলাপ হয় হাসপাতালে ৷

রোগীর বাবা সনাতন কারক বলেন, "এনআরএস হাসপাতাল থেকে কিছুতেই রক্ত পাওয়া যাচ্ছিল না । মানিকতলায় ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পরেও রক্ত মিলছিল না । ওই ব্যক্তি সবটাই আমার থেকে শোনেন । তারপর আমাকে বলেন উনি নীলরতন সরকার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী । তবে আড়াই হাজার টাকা তাঁকে দিতে হবে । নয়তো তিনি রক্তের ব্যবস্থা করে দেবেন না ৷ আমার ছেলের সুস্থতার জন্য সেই টাকা আমি তখনই দিয়ে দিই । তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন । তিনি আশ্বাস দিয়ে যান রক্ত নিয়ে আসছেন । কিন্তু আর ফিরে আসেননি ।" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার । যদিও এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে মত নীলরতন সরকার হাসপাতালের সুপার ইন্দিরা দে-র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.