মালদা, 1 মে: দ্বিতীয় দফার ভোট শেষে এখন তৃতীয় দফার অপেক্ষা। মালদা জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে 9 কেজি বোমা তৈরির মশলা-সহ গ্রেফতার চার যুবক। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে এত পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধারের ঘটনায় নানা এলাকার আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে চকবাহাদুরপুর এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা দয়াল মণ্ডল নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 9 কেজি বোমার মশলা। দয়ালকে জেরা করে এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। দয়ালের বয়ানের ভিত্তিতে জয়চাঁদ ঘোষ, নারদ মণ্ডল ও প্রভাস মণ্ডল নামে আরও তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা চকবাহাদুরপুর, আশ্রমপাড়া ও লক্ষ্মীপুর নতুনটোলা এলাকার বাসিন্দা। ধৃতদের আজ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, ভোট মরশুমে সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতীরা। সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্রের কারবারীরাও। এর আগে একাধিক ঘটনায় বিহারের মুঙ্গেরের যোগসূত্রও মিলেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও মালদা জেলায় ব্যাপক বোমাবাজির ঘটনা সামনে এসেছিল। ভোটের কয়েকদিন আগে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে কি নির্বাচনে ব্যবহারের জন্যই বোমা তৈরির মশলা মজুত করা হয়েছিল? কোথা থেকে এই বোমা তৈরির মশলা মালদায় এসেছে? জেলার আর কোথাও বোমা তৈরির মশলা মজতু করা হয়েছে কিনা? আর কেউ এই কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে কি না? ভোটের মুখে ধৃতদের জেরা করে এমনই একগুচ্ছ প্রশ্নের জবাব পেতে চাইছে পুলিশ।
আরও পড়ুন: