ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদকে সমর্থন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের মিছিলকে সমর্থন জানালেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন ৷ তিনিও এই স্কুলের প্রাক্তন ছাত্র ৷ নিজে উপস্থিত হতে না পারলেও, আরজি কর হাসপাতালে ঘটা অপরাধের প্রতিবাদ মিছিলকে সমর্থন জানালেন তিনি ৷

RG Kar Doctor Rape and Murder
শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের মিছিলকে সমর্থন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনের৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 6:45 PM IST

কলকাতা, 24 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ যেন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছ পড়ছে ৷ যা এখন স্বাস্থ্যক্ষেত্র, আমজনতার প্রতিবাদকে ছাপিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যেও ছড়াচ্ছে ৷ এই পরিস্থিতিতে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীরা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছিলেন ৷ আর তাঁদের এই প্রতিবাদ মিছিলে সমর্থন জানালেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন ৷

আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (ইটিভি ভারত)

চিঠি লিখে এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়েছেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনী প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামল সেন ৷ তিনি প্রতিবাদ মিছিলের আয়োজক প্রাক্তনীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ নিজে মিছিলে হাজির না থাকলেও, একটি লিখিত বার্তা পাঠিয়েছেন প্রাক্তন রাজ্যপাল ৷

RG Kar Doctor Rape and Murder
শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের মিছিলকে সমর্থন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনের৷ (নিজস্ব চিত্র)

চিঠিতে তিনি লিখেছেন, "আজ দুপুর 2-ঘটিকায় উত্তর কলকাতার শ্যামপুকুরে অবস্থিত শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে স্টার থিয়েটার পর্যন্ত গত 9 অগস্ট 2024 তারিখে ঘটে যাওয়া আরজি কর কলেজ ও হাসপাতালে এমডি. পাঠরতা জনৈকা চিকিৎসকের উপর ডিউটিকালীন পাশবিক অত্যাচার ও তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এক শাস্তিপূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে ৷ বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা আয়োজিত এই মিছিলের জন্য আমার শুভকামনা জানাই ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে 2008 সালের মাধ্যমিকের ছাত্রদের উদ্যোগে আজকের এই মিছিল ছিল ৷ বেশ কয়েকজন ছাত্র বাড়তি উদ্যোগ শিক্ষক এবং অভিভাবকদের আজকের প্রতিবাদ মিছিলের যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ একেবারেই অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিলে সামিল হতে শিক্ষকদেরও আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন ছাত্ররা ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

তবে, স্কুলের তরফে জানানো হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে নানারকম চাপ আছে ৷ তাই স্কুল কর্তৃপক্ষের তরফে এই প্রতিবাদ মিছিলে পথে নামা কঠিন ৷ তবে, প্রাক্তন ছাত্রদের ডাকে এই প্রতিবাদ মিছিলে ইচ্ছুক শিক্ষকরা পা মেলাতেই পারেন, বলে জানান হয় ৷ তবে, সরকারি নির্দেশে বর্তমান ছাত্রদের এই মিছিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে আবেদন করা হয়েছে ৷ তবে, স্কুলের সহ-প্রধান শিক্ষক হরিনাথ নন্দ এবং বেশ কয়েকজন কর্মী এ দিনের মিছিলে অংশ নেন ৷ মিছিল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শ্যামপুকুর স্থির ধরে টাউন স্কুল সামনে আসে সেখান থেকে বিধান সরণি ধরে কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হাতিবাগান মোড় স্টার থিয়েটারের সামনে শেষ হয় ৷

কলকাতা, 24 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ যেন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছ পড়ছে ৷ যা এখন স্বাস্থ্যক্ষেত্র, আমজনতার প্রতিবাদকে ছাপিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যেও ছড়াচ্ছে ৷ এই পরিস্থিতিতে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীরা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছিলেন ৷ আর তাঁদের এই প্রতিবাদ মিছিলে সমর্থন জানালেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন ৷

আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (ইটিভি ভারত)

চিঠি লিখে এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়েছেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনী প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামল সেন ৷ তিনি প্রতিবাদ মিছিলের আয়োজক প্রাক্তনীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ নিজে মিছিলে হাজির না থাকলেও, একটি লিখিত বার্তা পাঠিয়েছেন প্রাক্তন রাজ্যপাল ৷

RG Kar Doctor Rape and Murder
শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের মিছিলকে সমর্থন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনের৷ (নিজস্ব চিত্র)

চিঠিতে তিনি লিখেছেন, "আজ দুপুর 2-ঘটিকায় উত্তর কলকাতার শ্যামপুকুরে অবস্থিত শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে স্টার থিয়েটার পর্যন্ত গত 9 অগস্ট 2024 তারিখে ঘটে যাওয়া আরজি কর কলেজ ও হাসপাতালে এমডি. পাঠরতা জনৈকা চিকিৎসকের উপর ডিউটিকালীন পাশবিক অত্যাচার ও তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এক শাস্তিপূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে ৷ বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা আয়োজিত এই মিছিলের জন্য আমার শুভকামনা জানাই ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে 2008 সালের মাধ্যমিকের ছাত্রদের উদ্যোগে আজকের এই মিছিল ছিল ৷ বেশ কয়েকজন ছাত্র বাড়তি উদ্যোগ শিক্ষক এবং অভিভাবকদের আজকের প্রতিবাদ মিছিলের যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ একেবারেই অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিলে সামিল হতে শিক্ষকদেরও আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন ছাত্ররা ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

তবে, স্কুলের তরফে জানানো হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে নানারকম চাপ আছে ৷ তাই স্কুল কর্তৃপক্ষের তরফে এই প্রতিবাদ মিছিলে পথে নামা কঠিন ৷ তবে, প্রাক্তন ছাত্রদের ডাকে এই প্রতিবাদ মিছিলে ইচ্ছুক শিক্ষকরা পা মেলাতেই পারেন, বলে জানান হয় ৷ তবে, সরকারি নির্দেশে বর্তমান ছাত্রদের এই মিছিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে আবেদন করা হয়েছে ৷ তবে, স্কুলের সহ-প্রধান শিক্ষক হরিনাথ নন্দ এবং বেশ কয়েকজন কর্মী এ দিনের মিছিলে অংশ নেন ৷ মিছিল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শ্যামপুকুর স্থির ধরে টাউন স্কুল সামনে আসে সেখান থেকে বিধান সরণি ধরে কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হাতিবাগান মোড় স্টার থিয়েটারের সামনে শেষ হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.