ETV Bharat / state

পদ্মশিবির নাকি ঘাসফুল ? দলবদলের জল্পনা নিয়ে অকপট জন বারলা - POLITICAL STAND OF JOHN BARLA

মাদারিহাট বিধানসভার উপ-নির্বাচনে এখনও বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা যায়নি জন বারলাকে ৷ এমনকি তৃণমূলের প্রার্থীর সঙ্গেও দেখা গিয়েছিল আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদকে ৷

POLITICAL STAND OF JOHN BARLA
আলিপুরদুয়ার লোকসভার প্রাক্তন সাংসদ জন বারলা ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 5:57 PM IST

জলপাইগুড়ি, 9 নভেম্বর: প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলার রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে ঠিক কী ? তিনি কি বিজেপিতেই আছেন, নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ? এমন নানা প্রশ্ন সাম্প্রতিক সময়ে উঠে এসেছে ৷ সেই সব জল্পনার অবসান ঘটালেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ নিজেই ৷ বারলা জানালেন, তিনি বিজেপিতেই রয়েছেন ৷ পরিবারের অসুস্থতার কারণে রাজনীতিতে সময় দিতে পারছেন না ৷

আর মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচন নিয়ে জন বারলা বলেন, "মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচনে খুব কঠিন লড়াই হবে ৷" কিন্তু, মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের হয়ে প্রচারেও নামেননি তিনি ৷ আর বারলাকে ছাড়াই ভোটের প্রচারে নেমে পড়েছেন আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা ৷ উল্লেখ্য, জন বারলাকে সরিয়ে মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে প্রার্থী করা নিয়ে, দু’জনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল ৷ কার্যত প্রাক্তনের সহযোগিতা ছাড়াই লোকসভা নির্বাচনে জয়ী হন টিগ্গা ৷

Political Stand of John Barla
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের সঙ্গে জন বারলা ৷ (ইটিভি ভারত)

এই পরিস্থিতিতে উপ-নির্বাচনেও তাই খুব একটা গুরুত্ব জন বারলাকে দিচ্ছেন না বিজেপির জেলা সভাপতি ৷ এসবের মাঝেই জন বারলার লক্ষ্মীপাড়ার বাড়িতে আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্ব গিয়ে পৌঁছায় ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জলপাইগুড়ি জেলার নেতা দুলাল দেবনাথ সেখানে গিয়েছিলেন ৷ তারপরেই জন বারলার দলবদলের জল্পনা তৈরি হয় ৷ এমনকি, বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্পোর ভোটপ্রচারের মাঝেই সৌজন্য সাক্ষাৎ করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ৷

যদিও, বিজেপির প্রার্থী হওয়ার পর জন বারলার আর্শীবাদ নিতে গিয়েছিলেন রাহুল লোহার ৷ ব্যস ওইটুকুই ৷ পরবর্তী সময়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্য নেতারা তাঁকে প্রচারে সামিল হতে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ কিন্তু, তাতেও কোনও ফল হয়নি ৷ এই সব মিলিয়ে জোরালো হয় জন বারলার 'ফুল' বদলের জল্পনা ৷ কিন্তু, সেই সব জল্পনার অবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই করলেন ৷ সঙ্গে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদকে নিয়ে তাঁর উষ্মাও প্রকাশ পেল ৷

জন বারলা বলেন, "আমি বিজেপিতেই আছি ৷ তবে, রাজনীতিতে পুরোপুরি নামতে পারছি না ৷ আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয় ৷ আমি সেই নিয়ে সমস্যায় রয়েছি ৷ তাঁকে ছেড়ে আমি বাইরে যাচ্ছি না দীর্ঘদিন ধরে ৷ তবে, মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে লড়াই হবে ৷ আমাদের সংগঠন আগের জায়গায় নেই ৷ মনোজ টিগ্গা কীভাবে ভোট করছেন, তা আমার জানা নেই ৷ একবারও মনোজ টিগ্গা আমাকে ভোট প্রচারে ডাকেননি ৷’’

Political Stand of John Barla
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সঙ্গে জন বারলা ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, ‘‘রাহুল এসেছিল আমার সঙ্গে দেখা করতে ৷ আমিও চাই বিজেপি প্রার্থী জয়ী হোক ৷ কিন্তু, সংগঠন আগের মতো নেই ৷ মাদারিহাট বিজেপির শক্তঘাঁটি ছিল ৷ এবার সেই জায়গায় ফাটল দেখা দিয়েছে ৷ এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে ৷ আমাকে বিজেপি সাংসদ রাজু বিস্তা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোটের প্রচারের জন্য বলেছেন ৷ কিন্তু, পারিবারিক কারণে তা পারিনি ৷"

একই রকমভাবে জন বারলাকে গুরুত্ব দিতে চাইলেন না আলিপুরদুয়ার জেলার বিজেপির সভাপতি ৷ মনোজ টিগ্গার বক্তব্য, "জন বারলা কেন প্রচারে আসছেন না, সেটা তিনিই বলতে পারবেন ৷ আমরা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছি দলীয় প্রার্থীর সমর্থনে ৷ গত দু’বারের মতো, এবারেও আমরা এই আসনে জয় নিয়ে আশাবাদী ৷"

জলপাইগুড়ি, 9 নভেম্বর: প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলার রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে ঠিক কী ? তিনি কি বিজেপিতেই আছেন, নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ? এমন নানা প্রশ্ন সাম্প্রতিক সময়ে উঠে এসেছে ৷ সেই সব জল্পনার অবসান ঘটালেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ নিজেই ৷ বারলা জানালেন, তিনি বিজেপিতেই রয়েছেন ৷ পরিবারের অসুস্থতার কারণে রাজনীতিতে সময় দিতে পারছেন না ৷

আর মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচন নিয়ে জন বারলা বলেন, "মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচনে খুব কঠিন লড়াই হবে ৷" কিন্তু, মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের হয়ে প্রচারেও নামেননি তিনি ৷ আর বারলাকে ছাড়াই ভোটের প্রচারে নেমে পড়েছেন আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা ৷ উল্লেখ্য, জন বারলাকে সরিয়ে মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে প্রার্থী করা নিয়ে, দু’জনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল ৷ কার্যত প্রাক্তনের সহযোগিতা ছাড়াই লোকসভা নির্বাচনে জয়ী হন টিগ্গা ৷

Political Stand of John Barla
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের সঙ্গে জন বারলা ৷ (ইটিভি ভারত)

এই পরিস্থিতিতে উপ-নির্বাচনেও তাই খুব একটা গুরুত্ব জন বারলাকে দিচ্ছেন না বিজেপির জেলা সভাপতি ৷ এসবের মাঝেই জন বারলার লক্ষ্মীপাড়ার বাড়িতে আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্ব গিয়ে পৌঁছায় ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জলপাইগুড়ি জেলার নেতা দুলাল দেবনাথ সেখানে গিয়েছিলেন ৷ তারপরেই জন বারলার দলবদলের জল্পনা তৈরি হয় ৷ এমনকি, বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্পোর ভোটপ্রচারের মাঝেই সৌজন্য সাক্ষাৎ করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ৷

যদিও, বিজেপির প্রার্থী হওয়ার পর জন বারলার আর্শীবাদ নিতে গিয়েছিলেন রাহুল লোহার ৷ ব্যস ওইটুকুই ৷ পরবর্তী সময়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্য নেতারা তাঁকে প্রচারে সামিল হতে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ কিন্তু, তাতেও কোনও ফল হয়নি ৷ এই সব মিলিয়ে জোরালো হয় জন বারলার 'ফুল' বদলের জল্পনা ৷ কিন্তু, সেই সব জল্পনার অবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই করলেন ৷ সঙ্গে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদকে নিয়ে তাঁর উষ্মাও প্রকাশ পেল ৷

জন বারলা বলেন, "আমি বিজেপিতেই আছি ৷ তবে, রাজনীতিতে পুরোপুরি নামতে পারছি না ৷ আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয় ৷ আমি সেই নিয়ে সমস্যায় রয়েছি ৷ তাঁকে ছেড়ে আমি বাইরে যাচ্ছি না দীর্ঘদিন ধরে ৷ তবে, মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে লড়াই হবে ৷ আমাদের সংগঠন আগের জায়গায় নেই ৷ মনোজ টিগ্গা কীভাবে ভোট করছেন, তা আমার জানা নেই ৷ একবারও মনোজ টিগ্গা আমাকে ভোট প্রচারে ডাকেননি ৷’’

Political Stand of John Barla
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সঙ্গে জন বারলা ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, ‘‘রাহুল এসেছিল আমার সঙ্গে দেখা করতে ৷ আমিও চাই বিজেপি প্রার্থী জয়ী হোক ৷ কিন্তু, সংগঠন আগের মতো নেই ৷ মাদারিহাট বিজেপির শক্তঘাঁটি ছিল ৷ এবার সেই জায়গায় ফাটল দেখা দিয়েছে ৷ এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে ৷ আমাকে বিজেপি সাংসদ রাজু বিস্তা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোটের প্রচারের জন্য বলেছেন ৷ কিন্তু, পারিবারিক কারণে তা পারিনি ৷"

একই রকমভাবে জন বারলাকে গুরুত্ব দিতে চাইলেন না আলিপুরদুয়ার জেলার বিজেপির সভাপতি ৷ মনোজ টিগ্গার বক্তব্য, "জন বারলা কেন প্রচারে আসছেন না, সেটা তিনিই বলতে পারবেন ৷ আমরা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছি দলীয় প্রার্থীর সমর্থনে ৷ গত দু’বারের মতো, এবারেও আমরা এই আসনে জয় নিয়ে আশাবাদী ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.