ETV Bharat / state

গাইঘাটায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ, নমুনা সংগ্রহ ফরেনসিক দলের - GAIGHATA RAPE CASE

গাইঘাটায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় দু'টি স্থানই ফরেনসিক দলের সদস্যরা পরিদর্শন করেন ৷ সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা ।

Gaighata rape case
গাইঘাটায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় নমুনা সংগ্রহ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 7:10 PM IST

গাইঘাটা, 9 নভেম্বর: নাবালিকা ধর্ষণের অভিযোগের সাতদিন পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম । শনিবার দুপুরে দুই সদস্যর একটি দল গাইঘাটায় আসে । তারা ঘটনাস্থলে পরিদর্শন করে এবং সেখানকার ভিডিয়োগ্রাফি করে নিয়ে যায় ।

চলতি মাসের 2 তারিখে গাইঘাটা থানায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দায়ের করে তার পরিবার । তাদের অভিযোগ, 1 তারিখে সন্ধ্যায় নাবালিকা বাড়ি থেকে পড়তে যাচ্ছিল ৷ সেই সময় মাঝ রাস্তা থেকে তাকে হাত বেঁধে ভয় দেখিয়ে বাইকের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার প্রতিবেশী এক যুবক । অভিযোগ পেয়ে ওই রাতেই যুবককে গ্রেফতার করে পুলিশ । বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে ।

Gaighata rape case
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার সময় যে বাইকটি ব্যবহার করা হয়েছিল ৷ শুক্রবার রাতে অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেটি উদ্ধার করে পুলিশ । পাশাপাশি, অভিযোগ হওয়ার পর পুলিশের তরফে দু’টি ঘটনাস্থল চিহ্নিত করা হয় ।

Gaighata rape case
দুই সদস্যর দল গাইঘাটায় আসে (নিজস্ব ছবি)

অভিযোগ, নির্যাতিতার বাড়ির হাফ কিলোমিটার দূরে একটি জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করা হয় । সেখান থেকে সেই পালানোর চেষ্টা করলে প্রথম স্থান থেকে 100 মিটার দূরে, অপর একটি স্থানে তাকে ধর্ষণ করা হয় । অভিযোগ হওয়ার পর দু’টি স্থানই পুলিশ ঘিরে রেখেছিল । শনিবার এখানে আসে ফরেনসিক দল । তাদের সঙ্গে ছিল গাইঘাটা থানার পুলিশ । দু'টি স্থানই ফরেনসিক দলের সদস্যরা পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা ।

Gaighata rape case
ঘটনাস্থলে ফরেনসিক দল (নিজস্ব ছবি)

ফরেনসিক দলের এক সদস্য বলেন, "আমরা ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছি । এগুলি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে । তারপরেই কী ধরনের তথ্য আমরা পেয়েছেন, তা পরিষ্কার করা হবে ।"

গাইঘাটা, 9 নভেম্বর: নাবালিকা ধর্ষণের অভিযোগের সাতদিন পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম । শনিবার দুপুরে দুই সদস্যর একটি দল গাইঘাটায় আসে । তারা ঘটনাস্থলে পরিদর্শন করে এবং সেখানকার ভিডিয়োগ্রাফি করে নিয়ে যায় ।

চলতি মাসের 2 তারিখে গাইঘাটা থানায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দায়ের করে তার পরিবার । তাদের অভিযোগ, 1 তারিখে সন্ধ্যায় নাবালিকা বাড়ি থেকে পড়তে যাচ্ছিল ৷ সেই সময় মাঝ রাস্তা থেকে তাকে হাত বেঁধে ভয় দেখিয়ে বাইকের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার প্রতিবেশী এক যুবক । অভিযোগ পেয়ে ওই রাতেই যুবককে গ্রেফতার করে পুলিশ । বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে ।

Gaighata rape case
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার সময় যে বাইকটি ব্যবহার করা হয়েছিল ৷ শুক্রবার রাতে অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেটি উদ্ধার করে পুলিশ । পাশাপাশি, অভিযোগ হওয়ার পর পুলিশের তরফে দু’টি ঘটনাস্থল চিহ্নিত করা হয় ।

Gaighata rape case
দুই সদস্যর দল গাইঘাটায় আসে (নিজস্ব ছবি)

অভিযোগ, নির্যাতিতার বাড়ির হাফ কিলোমিটার দূরে একটি জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করা হয় । সেখান থেকে সেই পালানোর চেষ্টা করলে প্রথম স্থান থেকে 100 মিটার দূরে, অপর একটি স্থানে তাকে ধর্ষণ করা হয় । অভিযোগ হওয়ার পর দু’টি স্থানই পুলিশ ঘিরে রেখেছিল । শনিবার এখানে আসে ফরেনসিক দল । তাদের সঙ্গে ছিল গাইঘাটা থানার পুলিশ । দু'টি স্থানই ফরেনসিক দলের সদস্যরা পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা ।

Gaighata rape case
ঘটনাস্থলে ফরেনসিক দল (নিজস্ব ছবি)

ফরেনসিক দলের এক সদস্য বলেন, "আমরা ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছি । এগুলি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে । তারপরেই কী ধরনের তথ্য আমরা পেয়েছেন, তা পরিষ্কার করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.