ETV Bharat / state

খড়গপুর আইআইটির ছাত্রকে গুলি করে খুন ! ফরেনসিক তদন্তে অনুমান ঘিরে হইচই - IIT Kharagpur Student Death - IIT KHARAGPUR STUDENT DEATH

IIT Kharagpur Student Death: 2022 সালের 14 অক্টোবর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্র ফাইজানের আহমেদের পচাগলা দেহ উদ্ধার হয় ৷ আদালতের নির্দেশে ফরেনসিক তদন্ত হয় ৷ ফরেনসিক বিশেষজ্ঞের অনুমান, ফাইজানকে গুলি করে ও ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয় ৷ সুবিচার পাওয়ার আশায় ফাইজানের মা রেহানা আহমেদ ৷

IIT Kharagpur Student Death
খড়গপুর আইআইটি (বাঁদিকে)৷ মৃত ছাত্র ফাইজান আহমেদ (ডানদিকে)৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 8:21 PM IST

কলকাতা, 15 জুন: খড়গপুর আইআইটি-তে অসমের ছাত্র ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ফরেনসিক বিশেষজ্ঞের অনুমান, ফাইজানকে গুলি করা হয়েছিল এবং ভারী কোনও বস্তু দিয়ে তাঁকে আঘাতও করা হয় ৷ এই ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আদালতের তরফে নিযুক্ত করা ফরেনসিক বিশেষজ্ঞ শনিবার এই কথা জানিয়েছেন ৷ ফাইজানের পচাগলা দেহ প্রায় দু’বছর আগে খড়গপুর আইআইটির একটি হস্টেলের ঘর থেকে পাওয়া যায় ৷

এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছিল ৷ সেই সিটের কাছে ফরেনসিক তদন্তের রিপোর্ট জমা পড়েছে ৷ একই রিপোর্ট কলকাতা হাইকোর্টেও জমা দেওয়া হয়েছে ৷ ফরেনসিক বিশেষজ্ঞ ড. এ কে গুপ্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "ওই শিক্ষার্থীর দেহের ফুটেজ অনুসারে, চোয়ালের কাছে কানের নিচে প্রচুর রক্ত ​​এবং একটি ক্ষতের চিহ্ন ছিল, যা একটি অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয় । ময়নাতদন্ত পরীক্ষার রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মৃত্যুর দু'দিন পর পচাগলা লাশ পাওয়া গিয়েছে ।"

তিনি আরও বলেন, "আমি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও ফুটেজ খুঁজছি । কিন্তু ওই পড়ুয়ার শরীরের চিহ্নগুলি ইঙ্গিত দেয় যে এটি একটি সাধারণ মৃত্যু নয় । তাঁকে আঘাত করা এবং গুলি করা হতে পারে । আমি এগুলিই নিশ্চিত হওয়ার চেষ্টা করছি ৷ আদালত নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ হিসাবে, আমি ভবিষ্যতের শুনানিতে আমার মতামত জানাব ৷ কারণ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ।"

এর আগে আদালতে ফরেনসিক বিশেষজ্ঞের তরফে আরও ভিডিয়ো ও ছবি চাওয়া হয়েছিল ৷ সেই মতো আদালত সিটকে প্রয়োজনীয় ভিডিয়ো ও ছবি সরাবরাহ করতে বলে ৷ সেসব দেখেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ ৷ আদালত তাঁকে জানিয়েছে যে পরবর্তী শুনানিতে এই নিয়ে চূড়ান্ত মতামত জানাতে হবে ৷ আগামী সপ্তাহে পরবর্তী শুনানি হতে পারে ৷ তখনই ফাইজান আহমেদের মৃত্যুর বিষয়টি আরও স্পষ্ট হবে ৷

খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয় 2022 সালের 14 অক্টোবর ৷ প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্য়া বলে মনে হলেও মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয় ৷ প্রথম ময়নাতদন্তেও মৃতের মাথার পিছনে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷ মৃতের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ আদালতের নির্দেশে মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তও হয় ৷ বিশেষ তদন্তকারী দল বা সিটও গঠন করা হয় ৷

আইআইটি খড়গপুরের এক আধিকারিক বলেছেন, "আমরা চাই সত্য বেরিয়ে আসুক । আমরা সবসময় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি এবং আদালতের নির্দেশ মেনে চলেছি ।" অন্যদিকে মৃত ফাইজানের মা রেহানা আহমেদের আশা, তিনি নিশ্চয় সুবিচার পাবেন ৷ তিনি বলেন, "আমরা সকলেই বলে আসছি যে আমার ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে । আমাকে বলুন, আইআইটি খড়গপুরের মতো উচ্চ-নিরাপত্তা অঞ্চলে কীভাবে একজন ছাত্র ক্যাম্পাসে বন্দুক বা ছুরি বহন করতে পারে ? শুরু থেকে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ।’’

ছেলের মৃত্যুতে সুবিচার চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রেহানা আহমেদ ৷ তিনি বলেন, ‘‘সত্যি সামনে এলে এটাই নিদর্শন হয়ে থাকবে ৷’’ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রমৃত্যু নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন ৷

কলকাতা, 15 জুন: খড়গপুর আইআইটি-তে অসমের ছাত্র ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ফরেনসিক বিশেষজ্ঞের অনুমান, ফাইজানকে গুলি করা হয়েছিল এবং ভারী কোনও বস্তু দিয়ে তাঁকে আঘাতও করা হয় ৷ এই ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আদালতের তরফে নিযুক্ত করা ফরেনসিক বিশেষজ্ঞ শনিবার এই কথা জানিয়েছেন ৷ ফাইজানের পচাগলা দেহ প্রায় দু’বছর আগে খড়গপুর আইআইটির একটি হস্টেলের ঘর থেকে পাওয়া যায় ৷

এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছিল ৷ সেই সিটের কাছে ফরেনসিক তদন্তের রিপোর্ট জমা পড়েছে ৷ একই রিপোর্ট কলকাতা হাইকোর্টেও জমা দেওয়া হয়েছে ৷ ফরেনসিক বিশেষজ্ঞ ড. এ কে গুপ্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "ওই শিক্ষার্থীর দেহের ফুটেজ অনুসারে, চোয়ালের কাছে কানের নিচে প্রচুর রক্ত ​​এবং একটি ক্ষতের চিহ্ন ছিল, যা একটি অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয় । ময়নাতদন্ত পরীক্ষার রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মৃত্যুর দু'দিন পর পচাগলা লাশ পাওয়া গিয়েছে ।"

তিনি আরও বলেন, "আমি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও ফুটেজ খুঁজছি । কিন্তু ওই পড়ুয়ার শরীরের চিহ্নগুলি ইঙ্গিত দেয় যে এটি একটি সাধারণ মৃত্যু নয় । তাঁকে আঘাত করা এবং গুলি করা হতে পারে । আমি এগুলিই নিশ্চিত হওয়ার চেষ্টা করছি ৷ আদালত নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ হিসাবে, আমি ভবিষ্যতের শুনানিতে আমার মতামত জানাব ৷ কারণ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ।"

এর আগে আদালতে ফরেনসিক বিশেষজ্ঞের তরফে আরও ভিডিয়ো ও ছবি চাওয়া হয়েছিল ৷ সেই মতো আদালত সিটকে প্রয়োজনীয় ভিডিয়ো ও ছবি সরাবরাহ করতে বলে ৷ সেসব দেখেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ ৷ আদালত তাঁকে জানিয়েছে যে পরবর্তী শুনানিতে এই নিয়ে চূড়ান্ত মতামত জানাতে হবে ৷ আগামী সপ্তাহে পরবর্তী শুনানি হতে পারে ৷ তখনই ফাইজান আহমেদের মৃত্যুর বিষয়টি আরও স্পষ্ট হবে ৷

খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয় 2022 সালের 14 অক্টোবর ৷ প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্য়া বলে মনে হলেও মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয় ৷ প্রথম ময়নাতদন্তেও মৃতের মাথার পিছনে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷ মৃতের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ আদালতের নির্দেশে মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তও হয় ৷ বিশেষ তদন্তকারী দল বা সিটও গঠন করা হয় ৷

আইআইটি খড়গপুরের এক আধিকারিক বলেছেন, "আমরা চাই সত্য বেরিয়ে আসুক । আমরা সবসময় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি এবং আদালতের নির্দেশ মেনে চলেছি ।" অন্যদিকে মৃত ফাইজানের মা রেহানা আহমেদের আশা, তিনি নিশ্চয় সুবিচার পাবেন ৷ তিনি বলেন, "আমরা সকলেই বলে আসছি যে আমার ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে । আমাকে বলুন, আইআইটি খড়গপুরের মতো উচ্চ-নিরাপত্তা অঞ্চলে কীভাবে একজন ছাত্র ক্যাম্পাসে বন্দুক বা ছুরি বহন করতে পারে ? শুরু থেকে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ।’’

ছেলের মৃত্যুতে সুবিচার চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রেহানা আহমেদ ৷ তিনি বলেন, ‘‘সত্যি সামনে এলে এটাই নিদর্শন হয়ে থাকবে ৷’’ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রমৃত্যু নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.