ETV Bharat / state

ধীরে ধীরে নামছে জল, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বানভাসি ঘাটাল - Ghatal Flood situation

Ghatal Flood Situation: বন্যা কবলিত ঘাটালে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল ৷ শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে ফেরার কাজ ৷ ব্লিচিং দিয়ে পরিষ্কার করা চলছে থানার ভিতর ও বাইরে ৷ তবে এখনও জলের নীচে ঘাটালের একাধিক এলাকা ৷

Ghatal Flood Situation
ঘাটাল থানা থেকে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 3:39 PM IST

ঘাটাল, 22 সেপ্টেম্বর: কিছু কিছু এলাকায় ধীরগতিতে জল কমছে ঘাটালে ৷ জল নামতেই ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ শুরু করেছে পুরসভা । ঘাটাল থানা থেকেও নামছে জল ৷ স্বাভাবিক ছন্দে ফিরতে তৎপরতা শুরু ঘাটাল থানায় ৷ চলছে পরিষ্কারের কাজও । তবে এখনও জলমগ্ন ঘাটাল পুর এলাকা ও ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷

প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ভিডিয়ো)

গত কয়েকদিনের টানা বৃষ্টি, সঙ্গে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে পড়েছিল পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশনের শেষ প্রান্ত ঘাটাল এলাকা । শুধু ঘাটাল নয়, সেই সঙ্গে ডুবে যায় দাসপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকা । গ্রামীণ এলাকার সঙ্গে ডুবে ছিল ঘাটাল থানাও । অবশেষে তিনদিন পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে জল নামতে শুরু করেছে সেখানে ৷ তাতে স্বস্তির ছায়া সংশ্লিষ্ট এলাকায় ।

Ghatal Flood Situation
চলছে ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ (নিজস্ব ছবি)
Ghatal Flood Situation
নৌকাই ভরসা নাগরিকদের (নিজস্ব ছবি)

উল্লেখ্য, ঘাটাল থানা ও পুরসভা জলমগ্ন হয়ে পড়ায় অন্যত্র চলছিল দুটি দফতরের সমস্ত কাজ । জল নামায় দুটি দফতরের কাজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করা হচ্ছে । যদিও এখনও পর্যন্ত থানা চত্বরে অল্প বিস্তর রয়েছে জল ৷ ডুবে রয়েছে বাইক থেকে শুরু করে গাড়ি । ডুবে থাকা রাজ্য সড়কগুলি থেকে জল নামায় স্বাভাবিক হয়েছে যান চলাচল । কিন্তু ঘাটাল পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ও ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে । সেসব জায়গা থেকে ধীর গতিতে কমছে জল । তবে কবে সম্পূর্ণভাবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, তার কোনও সদুত্তর নেই প্রশাসনের কাছে ।

Ghatal Flood Situation
প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ছবি)
Ghatal Flood Situation
এখনও জলের নীচে একাধিক এলাকা (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, বন্যা কবলিত ঘাটালে রাজ্য সড়কের উপরও জল উঠে গিয়েছিল ৷ যার ফলে যান চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন । তবে ধীরে ধীরে জল নামায় আবার পুনরায় সচল হতে চলেছে জেলার কাজকর্ম । তবে এই বছর প্রথম নয়, ফি বছর বর্ষার জলে প্লাবিত হয় ঘাটাল ৷ চিরতরে সমস্যা থেকে বাঁচতে এখনও মাস্টারপ্ল্যানের দিকে তাকিয়ে ঘাটালবাসী ৷

Ghatal Flood Situation
জলে ডুবে ঘাটাল থানার একাংশ (নিজস্ব ছবি)

ঘাটাল, 22 সেপ্টেম্বর: কিছু কিছু এলাকায় ধীরগতিতে জল কমছে ঘাটালে ৷ জল নামতেই ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ শুরু করেছে পুরসভা । ঘাটাল থানা থেকেও নামছে জল ৷ স্বাভাবিক ছন্দে ফিরতে তৎপরতা শুরু ঘাটাল থানায় ৷ চলছে পরিষ্কারের কাজও । তবে এখনও জলমগ্ন ঘাটাল পুর এলাকা ও ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷

প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ভিডিয়ো)

গত কয়েকদিনের টানা বৃষ্টি, সঙ্গে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে পড়েছিল পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশনের শেষ প্রান্ত ঘাটাল এলাকা । শুধু ঘাটাল নয়, সেই সঙ্গে ডুবে যায় দাসপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকা । গ্রামীণ এলাকার সঙ্গে ডুবে ছিল ঘাটাল থানাও । অবশেষে তিনদিন পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে জল নামতে শুরু করেছে সেখানে ৷ তাতে স্বস্তির ছায়া সংশ্লিষ্ট এলাকায় ।

Ghatal Flood Situation
চলছে ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ (নিজস্ব ছবি)
Ghatal Flood Situation
নৌকাই ভরসা নাগরিকদের (নিজস্ব ছবি)

উল্লেখ্য, ঘাটাল থানা ও পুরসভা জলমগ্ন হয়ে পড়ায় অন্যত্র চলছিল দুটি দফতরের সমস্ত কাজ । জল নামায় দুটি দফতরের কাজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করা হচ্ছে । যদিও এখনও পর্যন্ত থানা চত্বরে অল্প বিস্তর রয়েছে জল ৷ ডুবে রয়েছে বাইক থেকে শুরু করে গাড়ি । ডুবে থাকা রাজ্য সড়কগুলি থেকে জল নামায় স্বাভাবিক হয়েছে যান চলাচল । কিন্তু ঘাটাল পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ও ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে । সেসব জায়গা থেকে ধীর গতিতে কমছে জল । তবে কবে সম্পূর্ণভাবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, তার কোনও সদুত্তর নেই প্রশাসনের কাছে ।

Ghatal Flood Situation
প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ছবি)
Ghatal Flood Situation
এখনও জলের নীচে একাধিক এলাকা (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, বন্যা কবলিত ঘাটালে রাজ্য সড়কের উপরও জল উঠে গিয়েছিল ৷ যার ফলে যান চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন । তবে ধীরে ধীরে জল নামায় আবার পুনরায় সচল হতে চলেছে জেলার কাজকর্ম । তবে এই বছর প্রথম নয়, ফি বছর বর্ষার জলে প্লাবিত হয় ঘাটাল ৷ চিরতরে সমস্যা থেকে বাঁচতে এখনও মাস্টারপ্ল্যানের দিকে তাকিয়ে ঘাটালবাসী ৷

Ghatal Flood Situation
জলে ডুবে ঘাটাল থানার একাংশ (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.