ETV Bharat / state

রাজ্যে বন্যা পরিস্থিতি ! তলিয়ে গেলেন পুরোহিত, ত্রাণ নিতে গিয়ে মৃত্যু নাবালিকার - Flood Situation in West Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 8:01 PM IST

Flood Like Situation in WB: ডিভিসি জল ছাড়ার পরেই ভাসছে বঙ্গের একাধিক অঞ্চল ৷ বীরভূমের লাভপুর, হুগলির আরামবাগ, খানাকুল, মুর্শিদাবাদের বড়ঞা, মেদিনীপুর, দুর্গাপুরের একাধিক জায়গা প্লাবিত ৷

Flood Like Situation in WB
ভাসছে বঙ্গের একাধিক অঞ্চল (ইটিভি ভারত)

কলকাতা, 17 সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি ৷ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি বরাকরে ৷ বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ৷ ভাসছে বীরভূমের একাধিক এলাকা ৷ ইতিমধ্যেই লাভপুর ও ইলামবাজার প্লাবিত ৷ জলে ভাসছে হুগলির আরামবাগ, মুর্শিদাবাদের বড়ঞাও ৷ নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায় ৷

তলিয়ে গেলেন পুরোহিত, ত্রাণ নিতে গিয়ে মৃত্যু নাবালিকার (ইটিভি ভারত)
বীরভূমে বন্যা: উদ্ধার পুরোহিত, ভেসে গেল বাইক

লাভপুর ও ইলামবাজার: বিশ্বকর্মা পুজো করতে যাওয়ার সময় লাভপুরে ভেসে যাওয়া পুরোহিতকে উদ্ধার করলেন গ্রামবাসীরা । অন্যদিকে, ইলামবাজারে শাল নদীর জলের তোড়ে ভেসে গেল বাইক ৷ মাইথন, পাঞ্চেত, তিলপাড়া, সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূম জেলার বহু জায়গা প্লাবিত ৷ কুয়ে নদীর বাঁধ ভেঙে লাভপুরের 15টি গ্রাম প্লাবিত । বহু বাড়ি, বিস্তীর্ণ ধানজমি জলের তলায় ৷

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে 3 দিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বীরভূমে ৷ স্বাভাবিকভাবেই ফুঁসছে কোপাই, অজয়, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকা নদ ৷ লাভপুরের শীলতগ্রাম থেকে বুনিয়া গ্রামে পুজো করতে যাচ্ছিলেন এক পুরোহিত ৷ হঠাৎই জলের তোড়ে ভেসে যান তিনি ৷ তড়িঘড়ি স্থানীয় মানুষজন বড় টিউবের সাহায্যে তাঁকে উদ্ধার করেন ৷

বীরভূমের এই বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যকে রিপোর্ট দিয়েছেন জেলাশাসক বিধান রায় । প্রশাসনের তরফে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে । শুকনো খাবার ও পলিথিনের ব্যবস্থা করা হয়েছে । মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল ৷ পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন সংশ্লিষ্ট থানার পুলিশ ও বিডিও ।

আরামবাগে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল

আরামবাগ: নিচু এলাকাগুলি প্রায় পুরোটাই প্লাবিত হয়েছে এই মুহূর্তে । জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে । খানাকুলে ফের বন্যা, রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে নদীর জল । ফাটল দেখা যাচ্ছে নদী বাঁধে । যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা । প্রশাসনের উদ্যোগে চলছে বাঁধ বাঁচানোর কাজ । পাশাপাশি চলছে সচেতন করতে মাইকিং ।

Flood Like Situation in WB
জলে ভাসছে হুগলির আরামবাগ, মুর্শিদাবাদের বড়ঞাও (ইটিভি ভারত)

খানাকুলে রূপনারায়ণ নদীর জল বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে । জলমগ্ন বাজার । ঝুঁকি নিয়ে চলছে স্থানীয় মানুষের যাতায়াত । সেই নিয়েই প্রশাসনিক বৈঠক হল আরামবাগে এসডিও অফিসে । উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ৷

আরও পড়ুন:

বিপদসীমা দিয়ে বইছে অজয় ও টুমনি নদীর জল

দুর্গাপুর: অজয়ের নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা শুরু করেছে রাজ্য প্রশাসন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নদের ধারে না-যাওয়ার কথা । অজয়ের জল বাড়ায় টুমনি নদীর জল অজয়ের মিশতে বাধা পাচ্ছে । সেজন্য টুমনির জলে প্লাবিত বিদবিহার ও মলানদিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি । চরম ক্ষতির মুখে চাষিরা ।

এক কৃষক বলেন, ‘‘জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে । চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের । ধান জমি সব এখন নদীর জলের তলায় । সরকার যদি বীমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হব ।’’

বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু

মেদিনীপুর: তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 1 নাবালক । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের 4 বন্ধু মিলে মঙ্গলবার বেলা 11টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় ।

বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক-ওদিক ঘোরাফেরা করে । হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় 4 নাবালক । তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি ।

Flood Like Situation in WB
বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায় (ইটিভি ভারত)
বন্যাত্রাণ নিতে এসে জলের তোড়ে মৃত্যু নাবালিকার

বড়ঞা: মায়ের সঙ্গে ত্রাণ নিতে বেড়িয়ে জলের তোড়ে মৃত্যু হল নাবালিকার । দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার সোনাভারুই গ্রামে । এক ঘণ্টার চেষ্টার পর স্থানীয় বাসিন্দারা মৃত নাবালিকার দেহ উদ্ধার করে । জানা গিয়েছে, বন্যার জল পেরিয়ে গ্রাম থেকে রাজ্য সড়কের ত্রাণ শিবিরে আসছিল সে । বড়ঞা ব্লকের বিডিও গোবিন্দ দাস বলেন, ‘‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’’

চারদিনের টানা বৃষ্টিতে কুয়ো নিদীর দুকুল ছাপিয়ে বন্যা কিবলিত হয়ে পড়েছে বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকা । কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন । গ্রামের মানুষের অভিযোগ, টানা চারদিন ধরে গ্রামের রাস্তা জলে ডুবে আছে । প্রশাসনের কাছে বারবার দরবার করা হয়েছে নৌকা চালানোর । তবে প্রশাসন তাতে কর্ণপাত না-করায় প্রাণ হারাতে হল একরত্তি মেয়েকে ।

আরও পড়ুন:

কলকাতা, 17 সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি ৷ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি বরাকরে ৷ বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ৷ ভাসছে বীরভূমের একাধিক এলাকা ৷ ইতিমধ্যেই লাভপুর ও ইলামবাজার প্লাবিত ৷ জলে ভাসছে হুগলির আরামবাগ, মুর্শিদাবাদের বড়ঞাও ৷ নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায় ৷

তলিয়ে গেলেন পুরোহিত, ত্রাণ নিতে গিয়ে মৃত্যু নাবালিকার (ইটিভি ভারত)
বীরভূমে বন্যা: উদ্ধার পুরোহিত, ভেসে গেল বাইক

লাভপুর ও ইলামবাজার: বিশ্বকর্মা পুজো করতে যাওয়ার সময় লাভপুরে ভেসে যাওয়া পুরোহিতকে উদ্ধার করলেন গ্রামবাসীরা । অন্যদিকে, ইলামবাজারে শাল নদীর জলের তোড়ে ভেসে গেল বাইক ৷ মাইথন, পাঞ্চেত, তিলপাড়া, সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূম জেলার বহু জায়গা প্লাবিত ৷ কুয়ে নদীর বাঁধ ভেঙে লাভপুরের 15টি গ্রাম প্লাবিত । বহু বাড়ি, বিস্তীর্ণ ধানজমি জলের তলায় ৷

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে 3 দিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বীরভূমে ৷ স্বাভাবিকভাবেই ফুঁসছে কোপাই, অজয়, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকা নদ ৷ লাভপুরের শীলতগ্রাম থেকে বুনিয়া গ্রামে পুজো করতে যাচ্ছিলেন এক পুরোহিত ৷ হঠাৎই জলের তোড়ে ভেসে যান তিনি ৷ তড়িঘড়ি স্থানীয় মানুষজন বড় টিউবের সাহায্যে তাঁকে উদ্ধার করেন ৷

বীরভূমের এই বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যকে রিপোর্ট দিয়েছেন জেলাশাসক বিধান রায় । প্রশাসনের তরফে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে । শুকনো খাবার ও পলিথিনের ব্যবস্থা করা হয়েছে । মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল ৷ পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন সংশ্লিষ্ট থানার পুলিশ ও বিডিও ।

আরামবাগে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল

আরামবাগ: নিচু এলাকাগুলি প্রায় পুরোটাই প্লাবিত হয়েছে এই মুহূর্তে । জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে । খানাকুলে ফের বন্যা, রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে নদীর জল । ফাটল দেখা যাচ্ছে নদী বাঁধে । যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা । প্রশাসনের উদ্যোগে চলছে বাঁধ বাঁচানোর কাজ । পাশাপাশি চলছে সচেতন করতে মাইকিং ।

Flood Like Situation in WB
জলে ভাসছে হুগলির আরামবাগ, মুর্শিদাবাদের বড়ঞাও (ইটিভি ভারত)

খানাকুলে রূপনারায়ণ নদীর জল বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে । জলমগ্ন বাজার । ঝুঁকি নিয়ে চলছে স্থানীয় মানুষের যাতায়াত । সেই নিয়েই প্রশাসনিক বৈঠক হল আরামবাগে এসডিও অফিসে । উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ৷

আরও পড়ুন:

বিপদসীমা দিয়ে বইছে অজয় ও টুমনি নদীর জল

দুর্গাপুর: অজয়ের নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা শুরু করেছে রাজ্য প্রশাসন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নদের ধারে না-যাওয়ার কথা । অজয়ের জল বাড়ায় টুমনি নদীর জল অজয়ের মিশতে বাধা পাচ্ছে । সেজন্য টুমনির জলে প্লাবিত বিদবিহার ও মলানদিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি । চরম ক্ষতির মুখে চাষিরা ।

এক কৃষক বলেন, ‘‘জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে । চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের । ধান জমি সব এখন নদীর জলের তলায় । সরকার যদি বীমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হব ।’’

বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু

মেদিনীপুর: তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 1 নাবালক । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের 4 বন্ধু মিলে মঙ্গলবার বেলা 11টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় ।

বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক-ওদিক ঘোরাফেরা করে । হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় 4 নাবালক । তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি ।

Flood Like Situation in WB
বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায় (ইটিভি ভারত)
বন্যাত্রাণ নিতে এসে জলের তোড়ে মৃত্যু নাবালিকার

বড়ঞা: মায়ের সঙ্গে ত্রাণ নিতে বেড়িয়ে জলের তোড়ে মৃত্যু হল নাবালিকার । দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার সোনাভারুই গ্রামে । এক ঘণ্টার চেষ্টার পর স্থানীয় বাসিন্দারা মৃত নাবালিকার দেহ উদ্ধার করে । জানা গিয়েছে, বন্যার জল পেরিয়ে গ্রাম থেকে রাজ্য সড়কের ত্রাণ শিবিরে আসছিল সে । বড়ঞা ব্লকের বিডিও গোবিন্দ দাস বলেন, ‘‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’’

চারদিনের টানা বৃষ্টিতে কুয়ো নিদীর দুকুল ছাপিয়ে বন্যা কিবলিত হয়ে পড়েছে বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকা । কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন । গ্রামের মানুষের অভিযোগ, টানা চারদিন ধরে গ্রামের রাস্তা জলে ডুবে আছে । প্রশাসনের কাছে বারবার দরবার করা হয়েছে নৌকা চালানোর । তবে প্রশাসন তাতে কর্ণপাত না-করায় প্রাণ হারাতে হল একরত্তি মেয়েকে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.