কলকাতা, 25 অক্টোবর: দানা'র আশঙ্কায় কলকাতা বিমানবন্দরের 15 ঘণ্টা উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল ৷ কিন্তু শুক্রবার সকালে দানা প্রভাব কাটিয়ে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই কলকাতা বিমানবন্দরে শুরু হল বিমান চলাচল ৷ পাশাপাশি সকাল 10টা নাগাদ শিলায়দায় দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয় ৷
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন সকাল 8টা থেকেই বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় ৷ কলকাতা বিমানবন্দর থেকে প্রথম বিমান ছাড়ে ইম্ফলের উদ্দেশ্যে। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ করে সাড়ে আটটা নাগাদ ৷ পাশাপাশি ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি উপর বিচার করে সকাল আটটা থেকেই বিমান পরিষেবা শুরু হয় ৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বুধবার জানানো হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থেকেই বিমান পরিষেবা শুরু হয়ে যায় ৷ ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুত ছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের মালপত্র বহনকারী ট্রলিগুলিও একটি নির্দিষ্ট স্থানে রেখে বেঁধে ফেলা হয়েছিল। ডিপারচার গেটের সামনে বালির বস্তাও বসানো হয়েছে। এছাড়াও ট্রেন পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পরে আজ সকালে শিয়ালদা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল দশটায় ৷ ট্রেনটি ছিল সোনারপুর শিয়ালদা-সোনারপুর লোকাল ৷ এরপর যেমন নির্ধারিত সূচি রয়েছে, তেমনই ট্রেন চলবে ৷ পাশাপাশি, গতকাল থেকে হাওড়া, কলকাতা ও জেলায়, জেলায় ফেরি সার্ভিস পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার কেন্দ্রপাড়ায় দানা'র ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এর ফলে বাংলার উপকূলবর্তী এলাকায় হাওয়ার বেগ তীব্র হলেও কলকাতায় সেভাবে এখনও পর্যন্ত তা দেখা যায়নি ৷ তবে সকাল থেকে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে ৷