কাকদ্বীপ, 17 সেপ্টেম্বর: অবশেষে তিনদিন পর খোঁজ মিলল তিনটি ট্রলার-সহ 49 জন মৎস্যজীবীর । তাঁদের সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে ৷ বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিনটি ট্রলার । ওই ট্রলারেই ছিলেন মোট 49 জন মৎস্যজীবী । সোমবার বঙ্গোপসাগরে তিনটি ট্রলার উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হয় ৷ এরপর মঙ্গলবার সবকটি ট্রলার উদ্ধার হয়েছে ৷
কাকদ্বীপের দুটি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি বলেন, "সোমবার রাত পর্যন্ত ডায়মন্ড হারবারের দুটি ট্রলারের খোঁজ পাওয়া গিয়েছিল । একটি হল এফবি শ্রীহরি ও অপর ট্রলারটির নাম এফবি মা রিয়া । এফবি শ্রীহরি ট্রলারের 19 জন ও এফবি মা রিয়া ট্রলারের 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে । কিন্তু কাকদ্বীপের এফবি বাবা নীলকন্ঠ নামক ট্রলারের 16 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । মঙ্গলবার সকালে এফবি বাবা নীলকণ্ঠ নামে ট্রলারের সন্ধান পেয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ।"
জানা গিয়েছে, সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে এই ট্রলারটির সন্ধান পাওয়া যায় । ভারত-বাংলাদেশ জলসীমান্তে ভাসতে দেখা যায় ওই ট্রলারটিকে । সেটি হল এফবি বাবা নীলকন্ঠ ট্রলার ৷ বিএসএফ ট্রলারটির সন্ধান পায় ৷ ট্রলারের সকল মৎস্যজীবী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য, শুক্রবার বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছিল । যার কারণে গভীর সমুদ্র থেকে সকল মৎস্যজীবীকে বন্দরে ফিরে আসার নির্দেশিকা জারি করেছিল মৎস্য দফতর । মৎস্য দফতরের নির্দেশ পাওয়ার পর একে একে বঙ্গোপসাগর থেকে ট্রলার বন্দরের দিকে ফিরে আসছিল । সেই সময় উত্তাল সমুদ্রের কারণে নিখোঁজ হয়ে যান তিনটি ট্রলার-সহ 49 জন মৎস্যজীবী । নিখোঁজ হয়ে যাওয়া তিনটি ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এরপর উৎকণ্টার মধ্যে দিন কাটাচ্ছিল নিখোঁজ মৎস্যজীবীর পরিবারগুলি । অবশেষে ট্রলারগুলির উদ্ধার হওয়ায় উৎসবের দিনে হাসি ফুটল নিখোঁজ মৎস্যজীবীর পরিবারগুলির মুখে ।