ETV Bharat / state

শেষ প্রথম দফার নির্বাচনের স্ক্রুটিনি, শুরু দ্বিতীয় পর্বের মনোনয়ন প্রক্রিয়া - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন হবে সাত দফায় ৷ প্রতি দফাতেই বাংলার কোনও না কোনও আসনে ভোট রয়েছে ৷ প্রথম দুই দফায় বাংলার তিনটি করে আসনে ভোট ৷ প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট ৷ দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ৷

ECI
ECI
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:34 PM IST

কলকাতা, 28 মার্চ: আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন । সেদিন ভোট হবে রাজ্যের তিন কেন্দ্রে ৷ সেই কেন্দ্রগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ৷ এই কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার শেষ হয়ে গেল স্ক্রুটিনির কাজ ৷

কোচবিহারে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও বিএসপি-সহ 17 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এঁদের মধ্যে ন’জন নির্দল প্রার্থী রয়েছেন ৷ আলিপুরদুয়ারে 11 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এই কেন্দ্রে নির্দল প্রার্থীর সংখ্য়া ছয় ৷ জলপাইগুড়িতে চারজন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৷ মোট প্রার্থীর সংখ্যা 13 ৷

অন্যদিকে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন পত্র জমা পড়ার কাজ শুরু হয়েছে । দ্বিতীয় দফার নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা আসনে । এই আসনগুলির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 4 এপ্রিল ৷ মনোনয়নপত্র স্ক্রুটিনির কাজ হবে আগামী 5 এপ্রিল ৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল ।

মনোনয়ন প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন কমিশন বিভিন্ন সংসদীয় এলাকা থেকে আসা একাধিক অভিযোগের নিষ্পত্তির কাজও করছে ৷ কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত কোচবিহারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 30 হাজার 324টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । অন্যদিকে আলিপুরদুয়ারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 5 হাজার 671টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । জলপাইগুড়িতে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 12 হাজার 262টি ।

দার্জিলিংয়ে অভিযোগ নিষ্পত্তির সংখ্য়া 9 হাজার 902 । উত্তর দিনাজপুরে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 8 হাজার 142টি । দক্ষিণ দিনাজপুরে মীমাংসা হয়েছে 12 হাজার 293টি অভিযোগের । আর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় 4 লক্ষ 94 হাজার 799টি ক্ষেত্রে ।

আরও পড়ুন:

  1. রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে
  2. লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের
  3. কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে তো? গতিবিধিতে নজর রাখবে কমিশন

কলকাতা, 28 মার্চ: আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন । সেদিন ভোট হবে রাজ্যের তিন কেন্দ্রে ৷ সেই কেন্দ্রগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ৷ এই কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার শেষ হয়ে গেল স্ক্রুটিনির কাজ ৷

কোচবিহারে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও বিএসপি-সহ 17 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এঁদের মধ্যে ন’জন নির্দল প্রার্থী রয়েছেন ৷ আলিপুরদুয়ারে 11 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এই কেন্দ্রে নির্দল প্রার্থীর সংখ্য়া ছয় ৷ জলপাইগুড়িতে চারজন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৷ মোট প্রার্থীর সংখ্যা 13 ৷

অন্যদিকে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন পত্র জমা পড়ার কাজ শুরু হয়েছে । দ্বিতীয় দফার নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা আসনে । এই আসনগুলির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 4 এপ্রিল ৷ মনোনয়নপত্র স্ক্রুটিনির কাজ হবে আগামী 5 এপ্রিল ৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল ।

মনোনয়ন প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন কমিশন বিভিন্ন সংসদীয় এলাকা থেকে আসা একাধিক অভিযোগের নিষ্পত্তির কাজও করছে ৷ কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত কোচবিহারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 30 হাজার 324টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । অন্যদিকে আলিপুরদুয়ারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 5 হাজার 671টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । জলপাইগুড়িতে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 12 হাজার 262টি ।

দার্জিলিংয়ে অভিযোগ নিষ্পত্তির সংখ্য়া 9 হাজার 902 । উত্তর দিনাজপুরে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 8 হাজার 142টি । দক্ষিণ দিনাজপুরে মীমাংসা হয়েছে 12 হাজার 293টি অভিযোগের । আর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় 4 লক্ষ 94 হাজার 799টি ক্ষেত্রে ।

আরও পড়ুন:

  1. রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে
  2. লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের
  3. কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে তো? গতিবিধিতে নজর রাখবে কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.