কলকাতা, 28 মার্চ: আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন । সেদিন ভোট হবে রাজ্যের তিন কেন্দ্রে ৷ সেই কেন্দ্রগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ৷ এই কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার শেষ হয়ে গেল স্ক্রুটিনির কাজ ৷
কোচবিহারে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও বিএসপি-সহ 17 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এঁদের মধ্যে ন’জন নির্দল প্রার্থী রয়েছেন ৷ আলিপুরদুয়ারে 11 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৷ এই কেন্দ্রে নির্দল প্রার্থীর সংখ্য়া ছয় ৷ জলপাইগুড়িতে চারজন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৷ মোট প্রার্থীর সংখ্যা 13 ৷
অন্যদিকে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন পত্র জমা পড়ার কাজ শুরু হয়েছে । দ্বিতীয় দফার নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা আসনে । এই আসনগুলির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 4 এপ্রিল ৷ মনোনয়নপত্র স্ক্রুটিনির কাজ হবে আগামী 5 এপ্রিল ৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল ।
মনোনয়ন প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন কমিশন বিভিন্ন সংসদীয় এলাকা থেকে আসা একাধিক অভিযোগের নিষ্পত্তির কাজও করছে ৷ কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত কোচবিহারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 30 হাজার 324টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । অন্যদিকে আলিপুরদুয়ারে আদর্শ আচরণবিধির ভঙ্গের প্রায় 5 হাজার 671টি অভিযোগের মীমাংসা করা হয়েছে । জলপাইগুড়িতে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 12 হাজার 262টি ।
দার্জিলিংয়ে অভিযোগ নিষ্পত্তির সংখ্য়া 9 হাজার 902 । উত্তর দিনাজপুরে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 8 হাজার 142টি । দক্ষিণ দিনাজপুরে মীমাংসা হয়েছে 12 হাজার 293টি অভিযোগের । আর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় 4 লক্ষ 94 হাজার 799টি ক্ষেত্রে ।
আরও পড়ুন: