কলকাতা, 4 মার্চ: কলকাতার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডে পানীয় জলের পাইপ লাইনে লাগত না ফেরুল পরিষ্কারের খরচ। তবে একই কর্পোরেশন এলাকার সংযুক্ত এলাকা পথ 101-144 নম্বর ওয়ার্ডে নামমাত্র 100 টাকা বরাদ্দ ছিল। সেই ফি বাড়িয়ে করা হয় 500 টাকা। এর প্রতিবাদে সরব হন তৃণমূলেরই সংযুক্ত এলাকার প্রতিনিধি বরো চেয়ারম্যান রত্না সুর। চাপে পড়ে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন এখন আর কলকাতার কোনও ওয়ার্ডেই ফেরুলের জন্য টাকা খরচ করতে হবে না নাগরিকদের।
কলকাতা কর্পোরেশনের এত দিন 100 নম্বর ওয়ার্ড পর্যন্ত নাগরিকদের বাড়ি বাড়ি পানীয় জলের যে পাইপ লাইন আছে সেখানে ফেরুলে সমস্যা দেখা দিলে বিনামূল্যেই সেই সমস্যার সমাধান করে দিত কলকাতা কর্পোরেশন। তবে একই কর্পোরেশনের আওতাধীন হলেও 101-144 এই 44টি ওয়ার্ডে 100 টাকা ফি হিসেবে দিতে হত। সম্প্রতি, 2024-2025 অর্থবর্ষের বাজেট পেশ করেন ফিরহাদ হাকিম। তাতেই সেই 100 টাকা ফি বৃদ্ধি করে এক ধাক্কায় করা হয় 500 টাকা। এই নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানান তৃণমূল পৌর প্রতিনিধি ও বরো চেয়ারম্যান রত্না সুর।
রত্না সুর বলেন, "এই বৈষম্য কেন করা হয়। অনেক বছর হল কলকাতা কর্পোরেশনের আওতাধীন হয়েছে সংযুক্ত এলাকার 44টি ওয়ার্ড। তাদের কেন পানীয় জলের পাইপ লাইনের ফি সংক্রান্ত বিষয় টাকা দিতে হবে? এই টাকা কেন কাউন্সিলর তহবিল বা কেন্দ্রীয়ভাবে পানীয় জল সরবরাহ বিভাগ দেবে না? উলটে সেই টাকা এক ধাক্কায় বাড়িয়ে 500 করে দেওয়া হল। এই সিদ্ধান্ত বিবেচনা করার আবেদন করেন তিনি। মেয়র ফিরহাদ হাকিম এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবশ্য মানেননি। তাঁর কথায় ওটা ছাপানোর ভুল। তাই ওটা বাড়বে না। তবে আরও একটি ঘোষণা তিনি করেন।"
তিনি আরও বলেন, "সেটা হল এখন আর কলকাতার কোনও অংশের নাগরিককেও এই সংক্রান্ত বিষয় একটাকাও খরচ করতে হবে না। তার এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন বছরের পর চলে আসা কলকাতার দুই অংশের নাগরিকদের মধ্যে বৈষম্যের সমাপ্তি হল বলেই মনে করছেন নাগরিক মহল।"
আরও পড়ুন: