কলকাতা, 20 জানুয়ারি: প্রবীণ-নবীন দ্বন্দ্বে তোলপাড় রাজ্যের শাসকদল তৃণমূল ৷ এক সময় এই সমস্যা দলের অভ্যন্তরে থাকলেও এখন প্রকাশ্যেই কাদা ছোডাছুড়ি চলছে ৷ আর এই পরিস্থিতির মধ্যেই ধূপগুড়িকে মহকুমা পরিষদের তকমা দেওয়া হল ৷ এ নিয়ে দলের প্রবীণ মুখ হিসেবে চিহ্নিত পৌর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল নবীন ব্রিগেডের মুখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি ৷
বেশ কয়েক মাস আগে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নির্বাচনী জনসভায় বলেছিলেন, "ভোটে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করলে ধূপগুড়ির জনগণের দীর্ঘ দিনের দাবি মহকুমা হিসেবে ঘোষণা করা হবে ৷" কথা রেখেছেন তিনি ৷ ভোটে তৃণমূল প্রার্থী জয়ের বেশ কিছু দিন পর রাজ্যের তরফে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয় ৷ রাজ্য সরকারের তরফে সরকারি ভাবে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও বিষয়টি সামাজিক মাধ্যমে জানানো হয়েছে ৷ তিনি উল্লেখ করেন, এর ফলে ওই এলাকার বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য-সহ নানা ক্ষেত্রে উন্নতি হবে ৷
এই প্রসঙ্গে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ধূপগুড়ি মহকুমা বিষয়টি হাইকোর্টে আটকে ছিল ৷ অনুমতি দিয়েছে আদালত ৷ তাই এবার বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷" এরপরেই তিনি বলেন, "খুব ভালো হয়েছে ৷ অভিষেক মানুষের আবেগ বুঝে এটা বলে এসেছিল ৷ মহকুমা হলে সার্বিক উন্নতি আরও বাড়বে ৷ আমরা আশাবাদী, সেখানে উন্নয়ন হবে ৷"
এদিকে বিগত কয়েকদিন ধরে টাকি পৌরসভায় অচলাবস্থা চলছে ৷ পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কাউন্সিলররা ৷ এই প্রসঙ্গে হাকিম বলেন, "আমি ওখানে দলকে বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে বলেছি ৷ বিষয়টা দলের আলোচনায় সমস্যার সমাধান হবে, এটা আশা রাখছি ৷"
আরও পড়ুন: