ETV Bharat / state

দুয়ারে ফিরহাদ, ভোট মিটতেই ফের গেলেন জনতার দ্বারে দ্বারে - Firhad Hakim - FIRHAD HAKIM

Firhad Hakim Thanks Public: ভোট মিটলেই আর নাকি দেখা যায় না নেতা-মন্ত্রীদের ৷ সেই ধারণা ভুল বলে প্রমাণিত করলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানালেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ ৷

Firhad Hakim
জনগণের দরবারে মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 8:51 PM IST

কলকাতা, 16 জুন: বাংলা থেকে বিরোধীদের হঠাতে মানুষের সমর্থন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে সাধারণ মানুষ। সেই সকল মানুষদেরে ধন্যবাদ জানালেন কলকাতার মেয়র তথা বন্দর এলাকার বিধায়ক-মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকাও ঘুরে দেখেন ফিরহাদ ৷

কর্মসূচি প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র বলেন, "নির্বাচনের আগে আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম মালা রায়ের হয়ে ভোট চাইতে। এদিন আবার বাড়ি বাড়ি যাচ্ছি তাঁদের ধন্যবাদ জানাতে। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য। যাঁরা বাংলা বিরোধী, যাঁরা বাঙালি বিরোধী, যাঁরা বারবার বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের পাশে দাঁড়ান না। তাঁদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।" তিনি আরও জানান, মানুষ যেমন মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন, তেমনই 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেনও ৷

কলকাত দক্ষিণ কেন্দ্রে জয়ের পর জনতার দরবারে ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এদিন 82 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার মেয়র। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে জয়ী করার জন্যই এদিন ফিরহাদ এই কর্মসূচি নেন বলে জানা গিয়েছে । এদিন ভোট পরবর্তী হিংসা নিয়েও ফিরহাদকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "বাংলায় কোনও হিংসা হচ্ছে না।"

তাঁর মতে, "হিংসার অভিযোগ আসলে বিরোধীদের বেঁচে থাকার রসদ ৷ কেউ অনশন করছেন, কেউ অবস্থান করছেন, কেউ কোচবিহার যাচ্ছেন, এসব করে আসলে সংবাদমাধ্যমের নজরে আসার চেষ্টা করছেন বিরোধীরা ৷ এসব না করলে সংবাদমাধ্যম তো হেরোপার্টিদের দেখাবে না ৷" বিরোধীরা টিভির পর্দায় বেঁচে থাকার জন্যই এসব করছেন বলে মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা, 16 জুন: বাংলা থেকে বিরোধীদের হঠাতে মানুষের সমর্থন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে সাধারণ মানুষ। সেই সকল মানুষদেরে ধন্যবাদ জানালেন কলকাতার মেয়র তথা বন্দর এলাকার বিধায়ক-মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকাও ঘুরে দেখেন ফিরহাদ ৷

কর্মসূচি প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র বলেন, "নির্বাচনের আগে আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম মালা রায়ের হয়ে ভোট চাইতে। এদিন আবার বাড়ি বাড়ি যাচ্ছি তাঁদের ধন্যবাদ জানাতে। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য। যাঁরা বাংলা বিরোধী, যাঁরা বাঙালি বিরোধী, যাঁরা বারবার বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের পাশে দাঁড়ান না। তাঁদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।" তিনি আরও জানান, মানুষ যেমন মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন, তেমনই 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেনও ৷

কলকাত দক্ষিণ কেন্দ্রে জয়ের পর জনতার দরবারে ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এদিন 82 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার মেয়র। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে জয়ী করার জন্যই এদিন ফিরহাদ এই কর্মসূচি নেন বলে জানা গিয়েছে । এদিন ভোট পরবর্তী হিংসা নিয়েও ফিরহাদকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "বাংলায় কোনও হিংসা হচ্ছে না।"

তাঁর মতে, "হিংসার অভিযোগ আসলে বিরোধীদের বেঁচে থাকার রসদ ৷ কেউ অনশন করছেন, কেউ অবস্থান করছেন, কেউ কোচবিহার যাচ্ছেন, এসব করে আসলে সংবাদমাধ্যমের নজরে আসার চেষ্টা করছেন বিরোধীরা ৷ এসব না করলে সংবাদমাধ্যম তো হেরোপার্টিদের দেখাবে না ৷" বিরোধীরা টিভির পর্দায় বেঁচে থাকার জন্যই এসব করছেন বলে মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.