ETV Bharat / state

বিদেশের মতো দোষীদের জনসমক্ষে শাস্তির দাবি ফিরহাদের, আইন মেনে চলার পরামর্শ সুজনের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 9:04 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজিকর-কাণ্ডে বিদেশের মতো দোষীদের জনসমক্ষে শাস্তির দাবি জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁকে দেশের আইন মেনে চলার পরামর্শ দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

Firhad Hakim
দোষীদের শাস্তির দাবি নিয়ে তরজায় জড়ালেন ফিরহাদ ও সুজন (ইটিভি ভারত)

কলকাতা, 18 অগস্ট: আরজি করে মহিলা চিকিৎসক হত্যার ঘটনায় দোষীদের জনসমক্ষে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ দোষীদের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি রবিবার চেতলার অহিন্দ্র মঞ্চের সামনে ধরনায় বসেন । সঙ্গে ছিলেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিমও । সেখান থেকেই রাজ্যের মন্ত্রী দাবি করেন, "শুধু ফাঁসি নয়, জনসমক্ষে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের, যেমন অন্যান্য বিভিন্ন দেশে দেওয়া হয় । তাহলে যারা এই অপরাধমূলক মানসিকতা রাখে তারা ভয় পাবে ।"

ফিরহাদের মন্তব্যের পালটা সুজন চক্রবর্তী বলেন, "ফিরহাদ যা বলছেন, তাঁর কথা ভালো ঠেকছে না । উনি হয়তো সেসব দেশকে পছন্দ করেন যেখানে পাথর মেরে মেরে ফেলার নিদান রয়েছে । সেটা ওনার পছন্দ ৷ আমাদের দেশের আইনে নেই । উনি মন্ত্রী ও আইনসভার সদস্য, তাঁকে আইন মেনে চলা উচিত । মুখ্যমন্ত্রী বুঝুন, ফিরহাদ হাকিম কিন্তু সেটা রক্ষা করতে পারছেন না । আমাদের দেশের আইনে নেই অথচ জনসমক্ষে শাস্তি দেওয়া উচিত, এটা বলা মানে সংবিধান ও আইন বিরোধী মনোভাবের প্রতিফলন ।"

পাশাপাশি এদিন কলকাতায় মেয়র বলেন, "আরজি কর-কাণ্ড নিয়ে যারা সোশাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন । পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি চক্রান্ত করেই রাজ্যে এই পরিস্থিতি তৈরি করছে । না জেনে কোনও কিছু বলা উচিত নয়, আমি তো ইচ্ছা করলে পাঁচটা আলটপকা কথা বলতে পারি, সেটা তো বলছি না । সিবিআই-এর উপরে আদালত যখন আস্থা রাখছে, তখন আমার একটাই দাবি তদন্ত তাড়াতাড়ি করুন ৷ যে দোষী তাঁকে আদালতের সামনে নিয়ে আসুন ।"

আরজি কর-কাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ধরনায় বসেছেন তৃণমূল কর্মীরা । রাসবিহারী মোড়ে এবং দক্ষিণ কলকাতায় ধরনা করেন সাংসদ মালা রায় । রাসবিহারীতে বিধায়ক দেবাশিস কুমার ধরনায় উপস্থিত ছিলেন ৷ চেতলায় অহিন্দ্র মঞ্চের ও বন্দর এলাকায় ধরনায় ছিলেন ফিরহাদ হাকিম ।

আরজিকর-কাণ্ডে সিবিআইকে তদন্তে শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার অর্থাৎ আজ পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি সিবিআইকে । এ দিন ধরনা মঞ্চ থেকে এ বিষয়ে ফিরহাদ বলেন,"আমাদের একটাই দাবি, আজ সিবিআইকে চার্জশিট পেশ করতে হবে । কলকাতা পুলিশ হলে আজ চার্জশিট পেশ করত । আমরা দাবি করেছি, ফাঁসির সাজা ।"

সিপিএম ও বিজেপির আন্দোলন প্রসঙ্গে তাঁর সাফ কথা, "এখন রাজনৈতিকভাবে এসে তৃণমূল খারাপ ও ভালো এসব বলার সময় নয় । সেটা নির্বাচনের সময় দেখা যাবে । এখন মূল কথা হল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ এই কাজ যাতে আর কেউ না করে, তেমনই দৃষ্টান্তমূলক শাস্তি চাই । এটাই আদালতের কাছে আর্জি জানাচ্ছি ।"

কলকাতা, 18 অগস্ট: আরজি করে মহিলা চিকিৎসক হত্যার ঘটনায় দোষীদের জনসমক্ষে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ দোষীদের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি রবিবার চেতলার অহিন্দ্র মঞ্চের সামনে ধরনায় বসেন । সঙ্গে ছিলেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিমও । সেখান থেকেই রাজ্যের মন্ত্রী দাবি করেন, "শুধু ফাঁসি নয়, জনসমক্ষে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের, যেমন অন্যান্য বিভিন্ন দেশে দেওয়া হয় । তাহলে যারা এই অপরাধমূলক মানসিকতা রাখে তারা ভয় পাবে ।"

ফিরহাদের মন্তব্যের পালটা সুজন চক্রবর্তী বলেন, "ফিরহাদ যা বলছেন, তাঁর কথা ভালো ঠেকছে না । উনি হয়তো সেসব দেশকে পছন্দ করেন যেখানে পাথর মেরে মেরে ফেলার নিদান রয়েছে । সেটা ওনার পছন্দ ৷ আমাদের দেশের আইনে নেই । উনি মন্ত্রী ও আইনসভার সদস্য, তাঁকে আইন মেনে চলা উচিত । মুখ্যমন্ত্রী বুঝুন, ফিরহাদ হাকিম কিন্তু সেটা রক্ষা করতে পারছেন না । আমাদের দেশের আইনে নেই অথচ জনসমক্ষে শাস্তি দেওয়া উচিত, এটা বলা মানে সংবিধান ও আইন বিরোধী মনোভাবের প্রতিফলন ।"

পাশাপাশি এদিন কলকাতায় মেয়র বলেন, "আরজি কর-কাণ্ড নিয়ে যারা সোশাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন । পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি চক্রান্ত করেই রাজ্যে এই পরিস্থিতি তৈরি করছে । না জেনে কোনও কিছু বলা উচিত নয়, আমি তো ইচ্ছা করলে পাঁচটা আলটপকা কথা বলতে পারি, সেটা তো বলছি না । সিবিআই-এর উপরে আদালত যখন আস্থা রাখছে, তখন আমার একটাই দাবি তদন্ত তাড়াতাড়ি করুন ৷ যে দোষী তাঁকে আদালতের সামনে নিয়ে আসুন ।"

আরজি কর-কাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ধরনায় বসেছেন তৃণমূল কর্মীরা । রাসবিহারী মোড়ে এবং দক্ষিণ কলকাতায় ধরনা করেন সাংসদ মালা রায় । রাসবিহারীতে বিধায়ক দেবাশিস কুমার ধরনায় উপস্থিত ছিলেন ৷ চেতলায় অহিন্দ্র মঞ্চের ও বন্দর এলাকায় ধরনায় ছিলেন ফিরহাদ হাকিম ।

আরজিকর-কাণ্ডে সিবিআইকে তদন্তে শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার অর্থাৎ আজ পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি সিবিআইকে । এ দিন ধরনা মঞ্চ থেকে এ বিষয়ে ফিরহাদ বলেন,"আমাদের একটাই দাবি, আজ সিবিআইকে চার্জশিট পেশ করতে হবে । কলকাতা পুলিশ হলে আজ চার্জশিট পেশ করত । আমরা দাবি করেছি, ফাঁসির সাজা ।"

সিপিএম ও বিজেপির আন্দোলন প্রসঙ্গে তাঁর সাফ কথা, "এখন রাজনৈতিকভাবে এসে তৃণমূল খারাপ ও ভালো এসব বলার সময় নয় । সেটা নির্বাচনের সময় দেখা যাবে । এখন মূল কথা হল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ এই কাজ যাতে আর কেউ না করে, তেমনই দৃষ্টান্তমূলক শাস্তি চাই । এটাই আদালতের কাছে আর্জি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.