ETV Bharat / state

দল চাইলে সব পারে, কাউন্সিলরদের প্রতি কড়া বার্তায় অভিষেকের পাশে ফিরহাদ - Firhad Hakim backs Abhishek - FIRHAD HAKIM BACKS ABHISHEK

Firhad Hakim backs Abhishek: জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, নিষ্ক্রিয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ৷ তাঁর এই মন্তব্যেরই এক সুর শোনা গেল ফিরহাদ হাকিমের গলায় ৷ তিনি অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন ৷

ETV BHARAT
কাউন্সিলরদের প্রতি কড়া বার্তায় অভিষেকের পাশে ফিরহাদ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 3:44 PM IST

Updated : Jul 22, 2024, 7:04 PM IST

কলকাতা, 22 জুলাই: একুশে জুলাই সমাবেশের মঞ্চ থেকে দলের নেতাদের একাংশকে গা-ছাড়া মনোভাব নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি হুঁশিয়ারি দেন যে, এরকম যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবে দল ৷ তাঁর এই বক্তব্যকে সমর্থন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, দল চাইলে সব পারে ৷

কাউন্সিলরদের প্রতি কড়া বার্তায় অভিষেকের পাশে ফিরহাদ (নিজস্ব ভিডিয়ো)

রবিবার একুশে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখার সময় পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিদের শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, কর্মীদের কথা ভাবতে হবে ।"

তিনি বলেন, নিচুতলার কর্মীরা নিজেদের নির্বাচনের সময় প্রচুর পরিশ্রম করেন, অথচ লোকসভা বা বিধানসভা নির্বাচনে তাঁরা গা-ছাড়া মনোভাব দেখান ৷ ভাবেন, দলই সব ব্যবস্থা করবে ৷ এটা ভাবলে নিচুতলার কর্মীদের শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়ে দেন দলের সেকেন্ড ইন কমান্ড ৷ দেড় মাস তিনি ফলাফল পর্যালোচনা করেছেন এবং সেই অনুযায়ী দল ব্যবস্থা নেবে বলে বুঝিয়ে দেন তিনি ৷ বলেন, "তিন মাসের মধ্যেই ফল দেখতে পাবেন ৷ কারওকে রেয়াত করা হবে না ৷"

তাঁর এই হুঁশিয়ারির পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, নির্বাচিত কাউন্সিলরদের কীভাবে পদ থেকে সরাবে দল ? এ প্রসঙ্গে সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দল চাইলে সব পারে । যেখানে আমাদের মেজরিটি আছে, এর আগেও হয়েছে, দল চাইলে সেই চেয়ারম্যানকে ড্রপ করে দিতে পারে । কাউন্সিলর তো নির্বাচিত পদ, সেটা সরানো যায় না ৷ তবে তাঁদের দলীয় যেসব দায়িত্ব দেওয়া রয়েছে, সেটা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে ।"

অভিষেকের সুরেই ফিরহাদ বলেন, "যে অন্যায় করবে দল তাঁর বিরুদ্ধে যাবে । যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, যাঁরা ভেবেছিলেন আমার নির্বাচনটা নির্বাচন, আর বাকিদেরটা নয়, নিশ্চয়ই দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । শুধু কাউন্সিলর নন, অনেক জনপ্রতিনিধি আছেন যাঁরা নিজের নির্বাচনে যেভাবে নামেন বিধানসভা বা লোকসভায় সেভাবে কাজে নামেন না । এইখানে আমাদের আপত্তি নিশ্চিত ভাবেই আছে ।"

কলকাতা, 22 জুলাই: একুশে জুলাই সমাবেশের মঞ্চ থেকে দলের নেতাদের একাংশকে গা-ছাড়া মনোভাব নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি হুঁশিয়ারি দেন যে, এরকম যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবে দল ৷ তাঁর এই বক্তব্যকে সমর্থন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, দল চাইলে সব পারে ৷

কাউন্সিলরদের প্রতি কড়া বার্তায় অভিষেকের পাশে ফিরহাদ (নিজস্ব ভিডিয়ো)

রবিবার একুশে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখার সময় পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিদের শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, কর্মীদের কথা ভাবতে হবে ।"

তিনি বলেন, নিচুতলার কর্মীরা নিজেদের নির্বাচনের সময় প্রচুর পরিশ্রম করেন, অথচ লোকসভা বা বিধানসভা নির্বাচনে তাঁরা গা-ছাড়া মনোভাব দেখান ৷ ভাবেন, দলই সব ব্যবস্থা করবে ৷ এটা ভাবলে নিচুতলার কর্মীদের শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়ে দেন দলের সেকেন্ড ইন কমান্ড ৷ দেড় মাস তিনি ফলাফল পর্যালোচনা করেছেন এবং সেই অনুযায়ী দল ব্যবস্থা নেবে বলে বুঝিয়ে দেন তিনি ৷ বলেন, "তিন মাসের মধ্যেই ফল দেখতে পাবেন ৷ কারওকে রেয়াত করা হবে না ৷"

তাঁর এই হুঁশিয়ারির পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, নির্বাচিত কাউন্সিলরদের কীভাবে পদ থেকে সরাবে দল ? এ প্রসঙ্গে সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দল চাইলে সব পারে । যেখানে আমাদের মেজরিটি আছে, এর আগেও হয়েছে, দল চাইলে সেই চেয়ারম্যানকে ড্রপ করে দিতে পারে । কাউন্সিলর তো নির্বাচিত পদ, সেটা সরানো যায় না ৷ তবে তাঁদের দলীয় যেসব দায়িত্ব দেওয়া রয়েছে, সেটা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে ।"

অভিষেকের সুরেই ফিরহাদ বলেন, "যে অন্যায় করবে দল তাঁর বিরুদ্ধে যাবে । যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, যাঁরা ভেবেছিলেন আমার নির্বাচনটা নির্বাচন, আর বাকিদেরটা নয়, নিশ্চয়ই দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । শুধু কাউন্সিলর নন, অনেক জনপ্রতিনিধি আছেন যাঁরা নিজের নির্বাচনে যেভাবে নামেন বিধানসভা বা লোকসভায় সেভাবে কাজে নামেন না । এইখানে আমাদের আপত্তি নিশ্চিত ভাবেই আছে ।"

Last Updated : Jul 22, 2024, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.