ETV Bharat / state

দমকল পৌঁছল 1 ঘণ্টা পর, পুড়ে ছাই ঐতিহ্যবাহী হলং বন বাংলো - Hollong Bungalow Fire

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 8:27 AM IST

Updated : Jun 19, 2024, 10:20 AM IST

FIRE GUTS HOLLONG TOURIST LODGE: দমকলের আসতে দেরি হওয়াতেই ভষ্মীভূত হয়ে গেল হলং বন বাংলো ৷ এমনটাই অভিযোগ উঠছে ৷ প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণে এসি মেশিনে বিষ্ফোরণ হয় ৷ তার থেকেই এই অগ্নিকাণ্ড !

FIRE GUTS HOLLONG TOURIST LODGE
জ্বলছে ঐতিহ্যবাহী হলং বন বাংলো (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 19 জুন: উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নক্ষত্র পতন ! ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো ৷ অভিযোগ, সময় মতো দমকল বাহিনী না পৌঁছতে পারায় আগুন ছড়িয়ে পড়ে । আগুন লাগার এক ঘণ্টা দশ মিনিট পর এল দমকল বাহিনী। মঙ্গলবার রাত 9টা নাগাদ আগুন লাগে হলং বন বাংলোতে । বন বাংলোটি কাঠের তৈরি হওয়ায় আগুনের লেলিহান শিখা নিমেষে ছড়িয়ে পড়ে । সময় মতো দমকল এলে কিছুটা হলেও ঐতিহ্যবাহী বাংলোটিকে রক্ষা করা যেত বলে মনে করছেন অনেকেই ৷

ডুয়ার্সের হলং বাংলো থেকে 20 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত দু’টি দমকল কেন্দ্র ৷ কিন্তু তা সত্ত্বেও ঘটনাস্থলে পৌঁছতে দমকলের কেন এক ঘণ্টারও বেশি সময় লেগে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ কারণ, রাত ন’টায় আগুন লাগলেও দমকল এসে পৌঁছয় রাত দশটার পর । আগুন লাগার পেছনে কোনও চক্রান্ত আছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ ৷

জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রবীণ কাশোয়ান জানান, রাত নটা নাগাদ আগুন লাগে । বনকর্মীরা আগুন দেখতে পায়।বর্তমানে বন বাংলোটি তিনমাসের জন্য বন্ধ রাখা হয়েছে । প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান শর্ট সার্কিটের কারণে এসি মেশিনে বিষ্ফোরণ হয় ৷ তার থেকেই এই অগ্নিকাণ্ড ৷ বাংলোটি পুরোপুরি কাঠের হওয়ায়, আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বনকর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপরই ফালাকাটা ও হাসিমারা দমকল বিভাগে খবর দেওয়া হয়। প্রায় একঘণ্টা 10 মিনিট পর এসে পৌঁছয় দমকল ৷ ঘটনাস্থলে পৌঁছন মাদারিহাটের বিডিও, ওসি-সহ বনাধিকারিকরা ।

উত্তরবঙ্গের পর্যটনে হলং বাংলো সারা দেশের কাছে একটা পরিচিত নাম। রাজ্য তথা বিভিন্ন জায়গার একাধিক ব্যক্তির কাছে এই বাংলো ছিল অত্য়ন্ত পছন্দের ৷ এক সময়ে উত্তরবঙ্গ সফরে গেলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হলং বাংলোতে থাকতেন ৷ ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী সেই হলং বন বাংলো ৷

জলপাইগুড়ি, 19 জুন: উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নক্ষত্র পতন ! ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো ৷ অভিযোগ, সময় মতো দমকল বাহিনী না পৌঁছতে পারায় আগুন ছড়িয়ে পড়ে । আগুন লাগার এক ঘণ্টা দশ মিনিট পর এল দমকল বাহিনী। মঙ্গলবার রাত 9টা নাগাদ আগুন লাগে হলং বন বাংলোতে । বন বাংলোটি কাঠের তৈরি হওয়ায় আগুনের লেলিহান শিখা নিমেষে ছড়িয়ে পড়ে । সময় মতো দমকল এলে কিছুটা হলেও ঐতিহ্যবাহী বাংলোটিকে রক্ষা করা যেত বলে মনে করছেন অনেকেই ৷

ডুয়ার্সের হলং বাংলো থেকে 20 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত দু’টি দমকল কেন্দ্র ৷ কিন্তু তা সত্ত্বেও ঘটনাস্থলে পৌঁছতে দমকলের কেন এক ঘণ্টারও বেশি সময় লেগে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ কারণ, রাত ন’টায় আগুন লাগলেও দমকল এসে পৌঁছয় রাত দশটার পর । আগুন লাগার পেছনে কোনও চক্রান্ত আছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ ৷

জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রবীণ কাশোয়ান জানান, রাত নটা নাগাদ আগুন লাগে । বনকর্মীরা আগুন দেখতে পায়।বর্তমানে বন বাংলোটি তিনমাসের জন্য বন্ধ রাখা হয়েছে । প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান শর্ট সার্কিটের কারণে এসি মেশিনে বিষ্ফোরণ হয় ৷ তার থেকেই এই অগ্নিকাণ্ড ৷ বাংলোটি পুরোপুরি কাঠের হওয়ায়, আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বনকর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপরই ফালাকাটা ও হাসিমারা দমকল বিভাগে খবর দেওয়া হয়। প্রায় একঘণ্টা 10 মিনিট পর এসে পৌঁছয় দমকল ৷ ঘটনাস্থলে পৌঁছন মাদারিহাটের বিডিও, ওসি-সহ বনাধিকারিকরা ।

উত্তরবঙ্গের পর্যটনে হলং বাংলো সারা দেশের কাছে একটা পরিচিত নাম। রাজ্য তথা বিভিন্ন জায়গার একাধিক ব্যক্তির কাছে এই বাংলো ছিল অত্য়ন্ত পছন্দের ৷ এক সময়ে উত্তরবঙ্গ সফরে গেলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হলং বাংলোতে থাকতেন ৷ ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী সেই হলং বন বাংলো ৷

Last Updated : Jun 19, 2024, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.