ETV Bharat / state

বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন! ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন - FIRE BREAKS OUT In KOLKATA

Fire At Barabazar Multi-storied Building: একের পর একের আগুন লাগার ঘটনা শহর কলকাতায় ৷ মঙ্গলবার বিকেল নাগাদ আগুন লাগল বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ৷ এলাকাটি বেশ ঘিঞ্জি। বিকেলের ব্যস্ত সময় আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়েছে। বিল্ডিংয়ের ভিতরে কেউ রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

Fire At Barabazar
মেহেতা বিল্ডিংয়ে আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 5:30 PM IST

Updated : Jun 25, 2024, 7:11 PM IST

কলকাতা, 25 জুন: পার্ক স্ট্রিট, কসবার অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি।

কালো ধোঁয়ায় ঢাকল আকাশ (ইটিভি ভারত)

স্থানীয়রা আরও দাবি করেছেন, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যেতে থাকেন মানুষজন । যাঁরা যতটুকু পারেন তাঁরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিল্ডিং থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু এলাকা ঘিঞ্জি হওয়ায় যানজটের পরিস্থিতি তৈরি হয় । পার্শ্ববর্তী বিল্ডিং, ওলিগলি সমস্ত জায়গায় মানুষ ভিড় করে দাঁড়িয়ে পড়ে ৷ অন্যদিকে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা । যাতে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে না-পড়ে সেই চেষ্টাও দমকলের তরফে চালিয়ে যাওয়া হচ্ছে ।

কী কারণে কোথা থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয় । এই বিল্ডিংয়ে অনেকগুলি ওষুধের দোকান রয়েছে । পার্শ্ববর্তী বিল্ডিংয়ে থাকা ওষুধের দোকানের এক কর্মী পম্পা পাল বলেন, "ওই বিল্ডিংয়ে অনেক ওষুধের দোকান রয়েছে । অন্যান্য সামগ্রীও আছে । কালো ধোঁয়া বের হওয়ার আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি । কিছুক্ষণের মধ্যে দেখা যায় দমকলের কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছয় । দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছুক্ষম পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে কসবার অ্যাক্রোপলিস মলে তিনতলার একটি দোকানে আগুন লাগে । সেখান থেকে মুহূর্তে উপরের তলায় ছড়িয়ে পড়েছিল আগুন। তারও কয়েকদিন আগে আগুন লাগে পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে থাকা একটি ভবনে ৷ ওই ভবনের মধ্যে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে ৷ সেখান থেকে আগুন দ্রুত অন্যত্র ছড়াতে শুরু করেছিল ৷ তবে, দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

কলকাতা, 25 জুন: পার্ক স্ট্রিট, কসবার অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি।

কালো ধোঁয়ায় ঢাকল আকাশ (ইটিভি ভারত)

স্থানীয়রা আরও দাবি করেছেন, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যেতে থাকেন মানুষজন । যাঁরা যতটুকু পারেন তাঁরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিল্ডিং থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু এলাকা ঘিঞ্জি হওয়ায় যানজটের পরিস্থিতি তৈরি হয় । পার্শ্ববর্তী বিল্ডিং, ওলিগলি সমস্ত জায়গায় মানুষ ভিড় করে দাঁড়িয়ে পড়ে ৷ অন্যদিকে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা । যাতে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে না-পড়ে সেই চেষ্টাও দমকলের তরফে চালিয়ে যাওয়া হচ্ছে ।

কী কারণে কোথা থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয় । এই বিল্ডিংয়ে অনেকগুলি ওষুধের দোকান রয়েছে । পার্শ্ববর্তী বিল্ডিংয়ে থাকা ওষুধের দোকানের এক কর্মী পম্পা পাল বলেন, "ওই বিল্ডিংয়ে অনেক ওষুধের দোকান রয়েছে । অন্যান্য সামগ্রীও আছে । কালো ধোঁয়া বের হওয়ার আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি । কিছুক্ষণের মধ্যে দেখা যায় দমকলের কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছয় । দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছুক্ষম পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে কসবার অ্যাক্রোপলিস মলে তিনতলার একটি দোকানে আগুন লাগে । সেখান থেকে মুহূর্তে উপরের তলায় ছড়িয়ে পড়েছিল আগুন। তারও কয়েকদিন আগে আগুন লাগে পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে থাকা একটি ভবনে ৷ ওই ভবনের মধ্যে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে ৷ সেখান থেকে আগুন দ্রুত অন্যত্র ছড়াতে শুরু করেছিল ৷ তবে, দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

Last Updated : Jun 25, 2024, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.