ETV Bharat / state

প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন! বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে - Fire at Factory

Fire at Factory: ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরের একটি প্লাস্টিক বিধ্বংসী আগুন লাগে । সবজি রাখার প্লাস্টিক ট্রে তৈরি হয় ওই কারখানায় ৷

Fire at Factory
প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 5:04 PM IST

Updated : Apr 28, 2024, 5:38 PM IST

ভাঙড়, দক্ষিণ 24 পরগনা: প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন ! রবিবার ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরের অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় মানুষরা এগিয়ে আসেন আগুন নেভাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ৷

জানা গিয়েছ, কারখানাটিতে প্লাস্টিকের ট্রে তৈরি হয় ৷ তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অনন্তপুর এলাকার একটি কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ঘটনাটি এলাকাবাসীর প্রথম নজরে পড়ে ৷ তাঁরাই দমকলে খবর দেন ৷ তবে দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেন ৷ দমকল দেরিতে আসায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় ৷

ঘটনা প্রসঙ্গেই এক দমকলের আধিকারিক জানান, আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোনও 'ফায়ার পকেট' আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকেরা। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগে যায় প্লাস্টিকের ট্রে তৈরির মজুত দাহ্য পদার্থে ৷ সেই সময় কারখানায় কোনও কর্মী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে কারখানাটির অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ৷ কারখানার মালিকের কথায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে ৷

আরও পড়ুন:

  1. ফরাক্কা ব্রিজে ভস্মীভূত পণ্যবাহী লরি, উত্তরের সঙ্গে বিঘ্নিত রেল পরিষেবা
  2. ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
  3. রান্নাঘরের আগুনে পুড়ে ছাই 12 বাড়ি, খোলা আকাশের নীচে পরিযায়ীদের পরিবার

ভাঙড়, দক্ষিণ 24 পরগনা: প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন ! রবিবার ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরের অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় মানুষরা এগিয়ে আসেন আগুন নেভাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ৷

জানা গিয়েছ, কারখানাটিতে প্লাস্টিকের ট্রে তৈরি হয় ৷ তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অনন্তপুর এলাকার একটি কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ঘটনাটি এলাকাবাসীর প্রথম নজরে পড়ে ৷ তাঁরাই দমকলে খবর দেন ৷ তবে দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেন ৷ দমকল দেরিতে আসায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় ৷

ঘটনা প্রসঙ্গেই এক দমকলের আধিকারিক জানান, আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোনও 'ফায়ার পকেট' আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকেরা। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগে যায় প্লাস্টিকের ট্রে তৈরির মজুত দাহ্য পদার্থে ৷ সেই সময় কারখানায় কোনও কর্মী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে কারখানাটির অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ৷ কারখানার মালিকের কথায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে ৷

আরও পড়ুন:

  1. ফরাক্কা ব্রিজে ভস্মীভূত পণ্যবাহী লরি, উত্তরের সঙ্গে বিঘ্নিত রেল পরিষেবা
  2. ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
  3. রান্নাঘরের আগুনে পুড়ে ছাই 12 বাড়ি, খোলা আকাশের নীচে পরিযায়ীদের পরিবার
Last Updated : Apr 28, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.