ভাঙড়, দক্ষিণ 24 পরগনা: প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন ! রবিবার ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরের অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় মানুষরা এগিয়ে আসেন আগুন নেভাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ৷
জানা গিয়েছ, কারখানাটিতে প্লাস্টিকের ট্রে তৈরি হয় ৷ তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অনন্তপুর এলাকার একটি কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ঘটনাটি এলাকাবাসীর প্রথম নজরে পড়ে ৷ তাঁরাই দমকলে খবর দেন ৷ তবে দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে ৷ স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেন ৷ দমকল দেরিতে আসায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় ৷
ঘটনা প্রসঙ্গেই এক দমকলের আধিকারিক জানান, আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোনও 'ফায়ার পকেট' আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকেরা। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগে যায় প্লাস্টিকের ট্রে তৈরির মজুত দাহ্য পদার্থে ৷ সেই সময় কারখানায় কোনও কর্মী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে কারখানাটির অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ৷ কারখানার মালিকের কথায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে ৷
আরও পড়ুন: