তাজপুর, 10 অগস্ট: তাজপুরকাণ্ডে রেঞ্জার মনীষা সাউ ও বিট অফিসার কৌশল সিং সর্দার-সহ আরও 10-15 জনের বিরুদ্ধে মান্দারমনি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করল এসসি সম্প্রদায়ের ভুক্ত নাগরিকরা ৷ চলতি মাসের 2 অগস্ট রাতে পূর্ব মেদিনীপুরের মন্দারমনি কোস্টাল থানার তাজপুর সমুদ্র সৈকতে অভিযান চলে ৷ উপস্থিত ছিলেন রেঞ্জার অফিসার মণীষা সাউ ৷
অভিযোগ, এসসি মহিলাদের দোকান বাড়ি ভাঙচুর করে ও পুড়িয়ে দেওয়ার ৷ তাঁদের বাধা দিতে গেলে রেঞ্জার অফিসার ও বিট অফিসার-সহ আরও বনদফতরের অন্যান্য় কর্মীরা স্থানীয় উপজাতি পরিবারের মহিলাদের জাতপাত তুলে কটুক্তি করে ৷ শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এপরই তাঁরা মন্দারমনি থানার দারস্থ হন ৷
প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে পূর্ণিমার ভরা কোটালে জলে 22টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাসিন্দারা স্থানীয় বিধায়ক, বনদফতরের আধিকারিক-সহ বিডিও-কে বিষয়টি জানিয়েছিলেন ৷ এরপরই সিদ্ধান্ত হয় 15-20 ফুট পিছনে বনদফতরের জায়গার উপর অস্থায়ী ছাউনি করে তাঁরা থাকতে পারবেন। তবে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে গেলে, আবার দোকানদাররা নিজেদের জায়গায় উঠে যেতে হবে। সেইমতো 22টি পরিবার বন দফতরের জায়গার উপর অস্থায়ী ছাউনি তৈরি করে। বন দফতরের আধিকারিকরা 22টি পরিবারের কাছ থেকে টাকা চায় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করতেই অশান্তির শুরু ৷
অভিযোগ, ওই 22টি পরিবার রাতের অন্ধকারে রেঞ্জার অফিসার ও এলাকার বিট অফিসার-সহ বনদফতরের অন্যান্য কর্মীরা জড়ো হয় ৷ তারপর বন দফতরের জায়গায় তৈরি হওয়া অস্থায়ী ছাউনিগুলি করাত দিয়ে কেটে দেয় বলে অভিযোগ। এমনকী ছাউনি গুলো ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তফশিলি সম্পদায় ভুক্ত মানুষরা । যদিও এ বিষয়ে রেঞ্জার অফিসার মানষী সাউ এর সঙ্গে বারেবার যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷