ETV Bharat / state

রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর - Eid 2024 - EID 2024

Eid 2024: বুধবার ভারতে ঈদের চাঁদ দেখা গিয়েছে ৷ গতকালই রাজ্য তথা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ দেশজুড়ে আজ উৎসবের আবহ ৷

ETV Bharat
ঈদে জামা মসজিদে নমাজ পাঠ
author img

By ANI

Published : Apr 11, 2024, 9:43 AM IST

Updated : Apr 11, 2024, 12:37 PM IST

দিল্লির জামা মসজিদে নমাজ পাঠে অংশ নিয়েছে লক্ষ লক্ষ মুসলিম

নয়াদিল্লি, 11 এপ্রিল: আজ খুশির ঈদ ৷ দেশ তথা বিশ্বজুড়ে মানুষ মেতে উঠেছে ঈদের আনন্দে ৷ এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনেদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ রমজানের পবিত্র মাসের পর এই উৎসব পালন করা হয় ৷ এই উৎসবে একতা, সদ্ভাব এবং ভ্রাতৃত্ববোধের ভাবনা ছড়িয়ে পড়ে ৷ খুশি ভাগ করে নেওয়ার এই উৎসব ক্ষমা ও দান করার প্রেরণা দেয় ৷ এই পবিত্র সময়ে কামনা করি, দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায় এবং দেশবাসী সবসময় সুখে শান্তিতে থাকুক ৷"

বুধবার ভারতে ঈদের চাঁদ দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ঈদ মোবারক! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি, খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷"

লোকসভা নির্বাচনের আগে এই ঈদ উৎসবে দেশজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এদিন সকালে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা, জামা মসজিদে বিশাল সংখ্যায় মানুষ নমাজ পাঠে অংশ নেন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি নমাজ পাঠ করেন ৷ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দেশ তথা বিশ্ববাসীর নিরাপত্তা ও উন্নতির জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন ৷ এদিকে ঈদকে সবচেয়ে খুশির দিন বলে উল্লেখ করেছেন প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবী আজাদ ৷ তিনি সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ পালিত হয় ৷

দিল্লিতে ঈদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গ্রাসেত্তি ৷ সোশাল মিডিয়ায় তিনিও ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "আমি আমার বন্ধু, সহকর্মীদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছিলাম ৷ বিভিন্ন স্বাদের কাবাবর থেকে শুরু করে শাহি টুকরার মতো মিষ্টিও ছিল ৷"

আরও পড়ুন:

  1. মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে
  2. শেষ মুহূর্তে কেনাকাটা, ঈদে ভিড়ের চেনা ছবি নিউ মার্কেটে

দিল্লির জামা মসজিদে নমাজ পাঠে অংশ নিয়েছে লক্ষ লক্ষ মুসলিম

নয়াদিল্লি, 11 এপ্রিল: আজ খুশির ঈদ ৷ দেশ তথা বিশ্বজুড়ে মানুষ মেতে উঠেছে ঈদের আনন্দে ৷ এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনেদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ রমজানের পবিত্র মাসের পর এই উৎসব পালন করা হয় ৷ এই উৎসবে একতা, সদ্ভাব এবং ভ্রাতৃত্ববোধের ভাবনা ছড়িয়ে পড়ে ৷ খুশি ভাগ করে নেওয়ার এই উৎসব ক্ষমা ও দান করার প্রেরণা দেয় ৷ এই পবিত্র সময়ে কামনা করি, দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায় এবং দেশবাসী সবসময় সুখে শান্তিতে থাকুক ৷"

বুধবার ভারতে ঈদের চাঁদ দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ঈদ মোবারক! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি, খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷"

লোকসভা নির্বাচনের আগে এই ঈদ উৎসবে দেশজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এদিন সকালে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা, জামা মসজিদে বিশাল সংখ্যায় মানুষ নমাজ পাঠে অংশ নেন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি নমাজ পাঠ করেন ৷ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দেশ তথা বিশ্ববাসীর নিরাপত্তা ও উন্নতির জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন ৷ এদিকে ঈদকে সবচেয়ে খুশির দিন বলে উল্লেখ করেছেন প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবী আজাদ ৷ তিনি সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ পালিত হয় ৷

দিল্লিতে ঈদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গ্রাসেত্তি ৷ সোশাল মিডিয়ায় তিনিও ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "আমি আমার বন্ধু, সহকর্মীদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছিলাম ৷ বিভিন্ন স্বাদের কাবাবর থেকে শুরু করে শাহি টুকরার মতো মিষ্টিও ছিল ৷"

আরও পড়ুন:

  1. মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে
  2. শেষ মুহূর্তে কেনাকাটা, ঈদে ভিড়ের চেনা ছবি নিউ মার্কেটে
Last Updated : Apr 11, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.