নয়াদিল্লি, 11 এপ্রিল: আজ খুশির ঈদ ৷ দেশ তথা বিশ্বজুড়ে মানুষ মেতে উঠেছে ঈদের আনন্দে ৷ এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনেদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ রমজানের পবিত্র মাসের পর এই উৎসব পালন করা হয় ৷ এই উৎসবে একতা, সদ্ভাব এবং ভ্রাতৃত্ববোধের ভাবনা ছড়িয়ে পড়ে ৷ খুশি ভাগ করে নেওয়ার এই উৎসব ক্ষমা ও দান করার প্রেরণা দেয় ৷ এই পবিত্র সময়ে কামনা করি, দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায় এবং দেশবাসী সবসময় সুখে শান্তিতে থাকুক ৷"
বুধবার ভারতে ঈদের চাঁদ দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ঈদ মোবারক! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি, খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷"
লোকসভা নির্বাচনের আগে এই ঈদ উৎসবে দেশজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এদিন সকালে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা, জামা মসজিদে বিশাল সংখ্যায় মানুষ নমাজ পাঠে অংশ নেন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি নমাজ পাঠ করেন ৷ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দেশ তথা বিশ্ববাসীর নিরাপত্তা ও উন্নতির জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন ৷ এদিকে ঈদকে সবচেয়ে খুশির দিন বলে উল্লেখ করেছেন প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবী আজাদ ৷ তিনি সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ পালিত হয় ৷
দিল্লিতে ঈদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গ্রাসেত্তি ৷ সোশাল মিডিয়ায় তিনিও ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "আমি আমার বন্ধু, সহকর্মীদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছিলাম ৷ বিভিন্ন স্বাদের কাবাবর থেকে শুরু করে শাহি টুকরার মতো মিষ্টিও ছিল ৷"
আরও পড়ুন: