ETV Bharat / state

উত্তরবঙ্গে রেলে জঙ্গি নাশকতার আশঙ্কা ! নিরাপত্তা বৃদ্ধিতে পদক্ষেপ ডিআরএমের - Terrorist Attack Fear - TERRORIST ATTACK FEAR

Terrorist Attack Fear in Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলে জঙ্গি নাশকতার আশঙ্কা ৷ নিরাপত্তা জোরদার করলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ৷ প্রত্যেকটা স্টেশন মাস্টার থেকে আরপিএফকে সচেতন করা হয়েছে ৷

Terrorist Attack Fear in Railway
রেলে জঙ্গি নাশকতার আশঙ্কা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 4:14 PM IST

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: উত্তরবঙ্গ রেলের পরিকাঠামোতে জঙ্গি নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে । এই আশঙ্কা থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে সতর্ক করলেন এসআরপি শিলিগুড়ি । ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন ।

জিআরপি থেকে জানানো হয়েছে, অসমর্থিত সূত্রে খবর আসে উত্তরবঙ্গে রেলের পরিকাঠামোতে নাশকতা হতে পারে । এমন পরিস্থিতিতে জিআরপি ও আরপিএফ-এর সঙ্গে রেলওয়ে ট্রাকে যৌথ পেট্রোলিং করা প্রয়োজন । প্রত্যেকটি স্টেশন মাস্টার ও স্টেশন ম্যানেজারকে সতর্ক করার জন্য বলা হয়েছে । পাশাপাশি স্নিফার ডগকে বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিরাপত্তার কাজে লাগানোর কথা বলা হয়েছে । বিভিন্ন সেতু স্টেশন অ্যান্টি সাবোতাজ টিমকে অ্যালার্ট করার বার্তা জিআরপি থেকে জানানো হয়েছে রেল দফতরকে । রেলকে জিআরপিকে ইনপুট দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, "আমাদেরকে জিআরপি শিলিগুড়ি থেকে মেইল করে জানানো হয়েছে রেলের পরিকাঠামোতে নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে । আমরা সতর্ক রয়েছি । প্রত্যেকটা স্টেশন মাস্টার থেকে আরপিএফকে আমরা সচেতন করেছি । বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে । যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সর্বদা সতর্ক রয়েছি ।"

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রেললাইনে পাথর, লোহার পাইপ থেকে সিলিন্ডার রেখে ট্রেন লাইনচ্যূত করার চেষ্টা চলছে । সম্প্রতি মংপু এলাকাতেই রেললাইনে ড্রাম ফেলে রাখার ঘটনা ঘটে । সেপ্টেম্বর মাসের শুরুর দিকে শিবরাজপুর এলাকায় রেললাইনের উপর একটি এলপিজি সিলিন্ডার রেখে প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে আসা কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে ৷

অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) হরিশ চন্দ্র জানিয়েছিলেন, লোকো পাইলট দেখেন যে, একটি এলপিজি সিলিন্ডার রেল লাইনের উপর রাখা হয়েছে ৷ দেখা মাত্রই জরুরি ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করেন তিনি । তবে, ব্রেক ধরার আগেই ট্রেনটি সিলিন্ডারে ধাক্কা মারে ৷ ফলে গ্যাস সিলিন্ডারটি লাইন থেকে দূরে গিয়ে ছিটকে পড়ে ।

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: উত্তরবঙ্গ রেলের পরিকাঠামোতে জঙ্গি নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে । এই আশঙ্কা থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে সতর্ক করলেন এসআরপি শিলিগুড়ি । ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন ।

জিআরপি থেকে জানানো হয়েছে, অসমর্থিত সূত্রে খবর আসে উত্তরবঙ্গে রেলের পরিকাঠামোতে নাশকতা হতে পারে । এমন পরিস্থিতিতে জিআরপি ও আরপিএফ-এর সঙ্গে রেলওয়ে ট্রাকে যৌথ পেট্রোলিং করা প্রয়োজন । প্রত্যেকটি স্টেশন মাস্টার ও স্টেশন ম্যানেজারকে সতর্ক করার জন্য বলা হয়েছে । পাশাপাশি স্নিফার ডগকে বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিরাপত্তার কাজে লাগানোর কথা বলা হয়েছে । বিভিন্ন সেতু স্টেশন অ্যান্টি সাবোতাজ টিমকে অ্যালার্ট করার বার্তা জিআরপি থেকে জানানো হয়েছে রেল দফতরকে । রেলকে জিআরপিকে ইনপুট দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, "আমাদেরকে জিআরপি শিলিগুড়ি থেকে মেইল করে জানানো হয়েছে রেলের পরিকাঠামোতে নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে । আমরা সতর্ক রয়েছি । প্রত্যেকটা স্টেশন মাস্টার থেকে আরপিএফকে আমরা সচেতন করেছি । বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে । যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সর্বদা সতর্ক রয়েছি ।"

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রেললাইনে পাথর, লোহার পাইপ থেকে সিলিন্ডার রেখে ট্রেন লাইনচ্যূত করার চেষ্টা চলছে । সম্প্রতি মংপু এলাকাতেই রেললাইনে ড্রাম ফেলে রাখার ঘটনা ঘটে । সেপ্টেম্বর মাসের শুরুর দিকে শিবরাজপুর এলাকায় রেললাইনের উপর একটি এলপিজি সিলিন্ডার রেখে প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে আসা কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে ৷

অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) হরিশ চন্দ্র জানিয়েছিলেন, লোকো পাইলট দেখেন যে, একটি এলপিজি সিলিন্ডার রেল লাইনের উপর রাখা হয়েছে ৷ দেখা মাত্রই জরুরি ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করেন তিনি । তবে, ব্রেক ধরার আগেই ট্রেনটি সিলিন্ডারে ধাক্কা মারে ৷ ফলে গ্যাস সিলিন্ডারটি লাইন থেকে দূরে গিয়ে ছিটকে পড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.