গাইঘাটা, 31 অগস্ট: স্কুলের ক্লাসরুম অপরিচ্ছন্ন । সঠিক সময়ে শিক্ষিকারা স্কুলে আসেন না । মিড-ডে মিলে দেওয়া হয় খারাপ খাবার । এর উপর ক্লাসঘরে বিষাক্ত সাপের ঘোরাফেরা ! এমনই একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা রত্না সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তালা লাগিয়ে দেওয়া হল স্কুলের গেটে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এফপি স্কুলে।
অভিভাবকদের অভিযোগ, শনিবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাসরুমে ব্যাগ রাখতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারতে আসে । ভয়ে সে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে । এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্কুলে। এরপরই অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন স্কুলে ৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ ক্লাসরুম এবং স্কুল গেটে তালাও দিয়ে দেন । খবর পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকা এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা ।
অভিভাবকদের দাবি, স্কুল এবং ক্লাসঘর অপরিচ্ছন্ন ৷ পরিষ্কার করতে বলা হলেও তা করা হয় না। সঠিক সময়ে স্কুলে আসেন না শিক্ষিকারা। এমনকী পোকাধরা চালের খাবার দেওয়া হয় মিড-ডে মিলে । প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা । এদিন স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা । দাবি করেন, প্রধান শিক্ষিকার অপসারণেরও। এই ঘটনায় এদিন কার্যত বন্ধ হয়ে যায় স্কুলে পঠন পাঠন।
খবর পেয়ে স্কুলে আসেন গাইঘাটা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। তারা প্রায় এক ঘন্টার উপরে বিভিন্নভাবে তল্লাশিও চালায় স্কুলে। যদিও ক্লাস ঘরে কোনও সাপ পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ ৷ ক্লাসরুমের অপরিচ্ছন্নতার কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তিনি জানান, প্রতিদিন সঠিক সময়েই শিক্ষিকারা স্কুলে আসেন। ক্লাসরুমের সংখ্যা কম ৷ কিন্তু লোকের অভাবে ক্লাসরুম পরিষ্কার করা যাচ্ছে না ।