ETV Bharat / state

ক্লাস রুমে পড়ুয়াকে ছোবল মারতে গেল সাপ ! তুমুল বিক্ষোভ অভিভাবকদের - Fear of Snake in Classroom

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 8:24 PM IST

Snake Tries to bite Student in Classroom: ক্লাস রুমে সাপের আতঙ্ক ৷ ঘটনার প্রতিবাদে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা ৷

Snake Tries to bite Student
ছোবল মারতে গেল সাপ ! (ইটিভি ভারত)

গাইঘাটা, 31 অগস্ট: স্কুলের ক্লাসরুম অপরিচ্ছন্ন । সঠিক সময়ে শিক্ষিকারা স্কুলে আসেন না । মিড-ডে মিলে দেওয়া হয় খারাপ খাবার । এর উপর ক্লাসঘরে বিষাক্ত সাপের ঘোরাফেরা ! এমনই একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা রত্না সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তালা লাগিয়ে দেওয়া হল স্কুলের গেটে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এফপি স্কুলে।

ক্লাসরুমে সাপের আতঙ্ক (ইটিভি ভারত)

অভিভাবকদের অভিযোগ, শনিবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাসরুমে ব্যাগ রাখতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারতে আসে । ভয়ে সে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে । এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্কুলে। এরপরই অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন স্কুলে ৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ ক্লাসরুম এবং স্কুল গেটে তালাও দিয়ে দেন । খবর পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকা এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা ।

অভিভাবকদের দাবি, স্কুল এবং ক্লাসঘর অপরিচ্ছন্ন ৷ পরিষ্কার করতে বলা হলেও তা করা হয় না। সঠিক সময়ে স্কুলে আসেন না শিক্ষিকারা। এমনকী পোকাধরা চালের খাবার দেওয়া হয় মিড-ডে মিলে । প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা । এদিন স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা । দাবি করেন, প্রধান শিক্ষিকার অপসারণেরও। এই ঘটনায় এদিন কার্যত বন্ধ হয়ে যায় স্কুলে পঠন পাঠন।

খবর পেয়ে স্কুলে আসেন গাইঘাটা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। তারা প্রায় এক ঘন্টার উপরে বিভিন্নভাবে তল্লাশিও চালায় স্কুলে। যদিও ক্লাস ঘরে কোনও সাপ পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ ৷ ক্লাসরুমের অপরিচ্ছন্নতার কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তিনি জানান, প্রতিদিন সঠিক সময়েই শিক্ষিকারা স্কুলে আসেন। ক্লাসরুমের সংখ্যা কম ৷ কিন্তু লোকের অভাবে ক্লাসরুম পরিষ্কার করা যাচ্ছে না ।

গাইঘাটা, 31 অগস্ট: স্কুলের ক্লাসরুম অপরিচ্ছন্ন । সঠিক সময়ে শিক্ষিকারা স্কুলে আসেন না । মিড-ডে মিলে দেওয়া হয় খারাপ খাবার । এর উপর ক্লাসঘরে বিষাক্ত সাপের ঘোরাফেরা ! এমনই একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা রত্না সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তালা লাগিয়ে দেওয়া হল স্কুলের গেটে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এফপি স্কুলে।

ক্লাসরুমে সাপের আতঙ্ক (ইটিভি ভারত)

অভিভাবকদের অভিযোগ, শনিবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাসরুমে ব্যাগ রাখতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারতে আসে । ভয়ে সে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে । এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্কুলে। এরপরই অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন স্কুলে ৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ ক্লাসরুম এবং স্কুল গেটে তালাও দিয়ে দেন । খবর পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকা এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা ।

অভিভাবকদের দাবি, স্কুল এবং ক্লাসঘর অপরিচ্ছন্ন ৷ পরিষ্কার করতে বলা হলেও তা করা হয় না। সঠিক সময়ে স্কুলে আসেন না শিক্ষিকারা। এমনকী পোকাধরা চালের খাবার দেওয়া হয় মিড-ডে মিলে । প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা । এদিন স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা । দাবি করেন, প্রধান শিক্ষিকার অপসারণেরও। এই ঘটনায় এদিন কার্যত বন্ধ হয়ে যায় স্কুলে পঠন পাঠন।

খবর পেয়ে স্কুলে আসেন গাইঘাটা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। তারা প্রায় এক ঘন্টার উপরে বিভিন্নভাবে তল্লাশিও চালায় স্কুলে। যদিও ক্লাস ঘরে কোনও সাপ পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ ৷ ক্লাসরুমের অপরিচ্ছন্নতার কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তিনি জানান, প্রতিদিন সঠিক সময়েই শিক্ষিকারা স্কুলে আসেন। ক্লাসরুমের সংখ্যা কম ৷ কিন্তু লোকের অভাবে ক্লাসরুম পরিষ্কার করা যাচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.