ETV Bharat / state

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বাবা ও দুই ছেলে - 3 feared drowned in Asansol - 3 FEARED DROWNED IN ASANSOL

Father and Son Drowned: মাজার শরিফ ঘুরতে গিয়ে দামোদরের জলে স্নান করতে নেমেছিলেন বাবা ও দুই ছেলে ৷ জলের স্রোতে তলিয়ে গেলেন তিন জনেই ৷ দু'জনের দেহ উদ্ধার করা গেলেও, এখনও নিখোঁজ একজন ৷ চাঞ্চল্য আসানসোলে ৷

Father and Son Drowned
তলিয়ে গেলেন বাব ও ছেলে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 11:37 AM IST

আসানসোল, 4 সেপ্টেম্বর: মাজার শরিফে এসেছিলেন প্রার্থনা করতে ৷ সখ করে স্নান করার জন্য দামোদরের জলে নেমেছিলেন বাবা ও দুই ছেলে ৷ কিন্তু স্নান করতে গিয়েই সব শেষ ! জলের স্রোতে তলিয়ে গেলেন 3 জনেই ৷ মঙ্গলবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় মাজার শরিফের কাছে । রাতভর তল্লাশির পর অবশেষে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করা হয় ৷ এখনও নিখোঁজ আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

রাতভর চলল উদ্ধারকাজ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কলকাতার ইকবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ (43) তাঁর পরিবারকে নিয়ে আসানসোলের ডিসেরগড়ে মাজার শরিফে এসেছিলেন । প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সন্ধ্যায় দুই ছেলে আসিফ (13) এবং তৌসিফকে (15) ও স্ত্রীকে নিয়ে মাজার শরিফের কাছেই দামোদর নদীদে স্নান করতে নামেন মহম্মদ ফিরোজ । কিন্তু অসাবধানতার কারণে প্রথমে ফিরোজের এক ছেলে প্রথমে তলিয়ে যায় । তাঁকে বাঁচাতে গিয়ে আরেক ছেলে ও শেষে মহম্মদ ফিরোজ দামোদরের জলে তলিয়ে যায় । ঘাটে দাঁড়িয়ে থাকা লোকেরা ফিরোজের স্ত্রীকে উদ্ধার করে ।

ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায় । তারাই নদীতে দড়ি ও কাঁটা ফেলে উদ্ধার করে মহম্মদ ফিরোজকে । পরে নিয়ে আসা হয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের উদ্ধারকারী দলকে । উদ্ধারকারী দলের কর্মীরা ভোর রাতে উদ্ধার করে ফিরোজের এক ছেলে তৌসিফের দেহ । যদিও আরেক ছেলে আসিফের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি । তাঁর সন্ধানে তল্লাশি চলছে । তবে আসিফের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে মনে করছেন উদ্ধারকারী কর্মীরা ।

উল্লেখ্য, মাজার শরিফে এসে দামোদরে তলিয়ে যাওয়ার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে । অবৈধভাবে দামোদরে বালি কেটে নেওয়ার কারণেই নদীর বুকে বড় বড় গর্ত তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি । তাই নদীর সামনের দিকে স্নান করতে নেমেও মানুষজন তলিয়ে যাচ্ছে । একই পরিবারের তিনজনের এভাবে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আসানসোল, 4 সেপ্টেম্বর: মাজার শরিফে এসেছিলেন প্রার্থনা করতে ৷ সখ করে স্নান করার জন্য দামোদরের জলে নেমেছিলেন বাবা ও দুই ছেলে ৷ কিন্তু স্নান করতে গিয়েই সব শেষ ! জলের স্রোতে তলিয়ে গেলেন 3 জনেই ৷ মঙ্গলবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় মাজার শরিফের কাছে । রাতভর তল্লাশির পর অবশেষে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করা হয় ৷ এখনও নিখোঁজ আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

রাতভর চলল উদ্ধারকাজ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কলকাতার ইকবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ (43) তাঁর পরিবারকে নিয়ে আসানসোলের ডিসেরগড়ে মাজার শরিফে এসেছিলেন । প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সন্ধ্যায় দুই ছেলে আসিফ (13) এবং তৌসিফকে (15) ও স্ত্রীকে নিয়ে মাজার শরিফের কাছেই দামোদর নদীদে স্নান করতে নামেন মহম্মদ ফিরোজ । কিন্তু অসাবধানতার কারণে প্রথমে ফিরোজের এক ছেলে প্রথমে তলিয়ে যায় । তাঁকে বাঁচাতে গিয়ে আরেক ছেলে ও শেষে মহম্মদ ফিরোজ দামোদরের জলে তলিয়ে যায় । ঘাটে দাঁড়িয়ে থাকা লোকেরা ফিরোজের স্ত্রীকে উদ্ধার করে ।

ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায় । তারাই নদীতে দড়ি ও কাঁটা ফেলে উদ্ধার করে মহম্মদ ফিরোজকে । পরে নিয়ে আসা হয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের উদ্ধারকারী দলকে । উদ্ধারকারী দলের কর্মীরা ভোর রাতে উদ্ধার করে ফিরোজের এক ছেলে তৌসিফের দেহ । যদিও আরেক ছেলে আসিফের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি । তাঁর সন্ধানে তল্লাশি চলছে । তবে আসিফের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে মনে করছেন উদ্ধারকারী কর্মীরা ।

উল্লেখ্য, মাজার শরিফে এসে দামোদরে তলিয়ে যাওয়ার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে । অবৈধভাবে দামোদরে বালি কেটে নেওয়ার কারণেই নদীর বুকে বড় বড় গর্ত তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি । তাই নদীর সামনের দিকে স্নান করতে নেমেও মানুষজন তলিয়ে যাচ্ছে । একই পরিবারের তিনজনের এভাবে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.