ETV Bharat / state

চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু বাবা-ছেলের - DEATH DUE TO LIGHTNING - DEATH DUE TO LIGHTNING

Lightning Death in Jhargram: বাজ পড়ে প্রাণ গেল বাবা ও ছেলের ৷ বুধবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার কুড়চিবনী গ্রামে ৷

Lightning Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 9:14 PM IST

ঝাড়গ্রাম, 31 জুলাই: চাষের কাজে মাঠে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল বাবা ও নাবালক ছেলের । বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার অন্তর্গত কুড়চিবনী গ্রামে । জানা গিয়েছে, মৃত বাবা ও ছেলে রঞ্জিত হাঁসদা (48) ও বিশ্বজিৎ হাঁসদা (14)। রঞ্জিত হাঁসদা চাষের কাজ করতেন । ছেলে বিশ্বজিৎ নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ধান চাষ করতে জমিতে গিয়েছিলেন রঞ্জিত । লাঙল দিয়ে শুরু করেছিলেন চাষের কাজ ৷ বাবাকে সাহায্য করার জন্য স্কুল থেকে টিফিনে ছুটি করিয়ে মাঠে চলে যায় বিশ্বজিৎ ৷ দু'জন মিলে মাঠে লাঙল দিতে শুরু করে ৷ খাবারের জন্য বাড়ি থেকে শাক ভাজা ও ভাত নিয়ে গিয়েছিল ৷ তবে বৃষ্টি শুরু হওয়ায় গাছতলায় সেই খাবার ঢেকে রেখে মাঠে চলে যায় বাবা ও ছেলে ৷ সেই সময় আচমকা একটি বাজ পড়ে ৷ সেই মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা ৷ দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

এই বিষয়ে মৃত রঞ্জিতের ভাই বানেশ্বর হাঁসদা বলেন, "জমিতে লাঙল দিতে গিয়েছিল দাদা ৷ সঙ্গে ওর ছেলেও ছিল ৷ চাষের কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে মাটিতে পড়ে যায় ওরা ৷ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারলাম না ।"

ঝাড়গ্রাম, 31 জুলাই: চাষের কাজে মাঠে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল বাবা ও নাবালক ছেলের । বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার অন্তর্গত কুড়চিবনী গ্রামে । জানা গিয়েছে, মৃত বাবা ও ছেলে রঞ্জিত হাঁসদা (48) ও বিশ্বজিৎ হাঁসদা (14)। রঞ্জিত হাঁসদা চাষের কাজ করতেন । ছেলে বিশ্বজিৎ নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ধান চাষ করতে জমিতে গিয়েছিলেন রঞ্জিত । লাঙল দিয়ে শুরু করেছিলেন চাষের কাজ ৷ বাবাকে সাহায্য করার জন্য স্কুল থেকে টিফিনে ছুটি করিয়ে মাঠে চলে যায় বিশ্বজিৎ ৷ দু'জন মিলে মাঠে লাঙল দিতে শুরু করে ৷ খাবারের জন্য বাড়ি থেকে শাক ভাজা ও ভাত নিয়ে গিয়েছিল ৷ তবে বৃষ্টি শুরু হওয়ায় গাছতলায় সেই খাবার ঢেকে রেখে মাঠে চলে যায় বাবা ও ছেলে ৷ সেই সময় আচমকা একটি বাজ পড়ে ৷ সেই মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা ৷ দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

এই বিষয়ে মৃত রঞ্জিতের ভাই বানেশ্বর হাঁসদা বলেন, "জমিতে লাঙল দিতে গিয়েছিল দাদা ৷ সঙ্গে ওর ছেলেও ছিল ৷ চাষের কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে মাটিতে পড়ে যায় ওরা ৷ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারলাম না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.