মন্তেশ্বর, 3 অগস্ট: দু'দিনের লাগাতার বৃষ্টি ৷ সেই সঙ্গে ডিভিসি জল ছাড়ায় বাঁকা নদী প্লাবিত হয়ে কালনার মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম, আমাটিয়া, বসতপুর, ভান্ডারবাটি, পিয়াগ্রাম ও ভেলিয়া-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে । রাস্তাঘাট ও ধান জমি-সহ আশেপাশের বিশাল এলাকা জলের তলায় চলে গিয়েছে । যার জেরে ধান চাষের পাশাপাশি সবজি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা । তাদের মতে, যেভাবে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে তাতে দিন সাতেকের মধ্যে জল না নামলে ধান জমি নষ্ট হয়ে যাবে ।
গ্রামবাসীদের মতে, একদিকে টানা বৃষ্টির জেরে এলাকা জলমগ্ন । সেই সঙ্গে ডিভিসি জল ছাড়ায় বিপদ বেড়েছে । এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে বাঁকা নদী । যার জলস্তর বেড়ে যাওয়ায় জল উপচে সমস্ত কিছু ভাসিয়ে দিয়েছে । ফলে আমাটিয়া, বসতপুর, পিয়াগ্রাম, ভেলিয়া ও মাঝেরগ্রাম-সহ বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে ৷ গ্রামের মাঠগুলিতে ধান রোপণের পাশাপাশি বিভিন্ন শাকসবজিও চাষ হয় । সমস্ত চাষের জমিই জলের তলায় চলে গিয়েছে । এই অবস্থায় যদি দিন সাতেকের মধ্যে জল না নামে তাহলে চাষে বড় ক্ষতি হয়ে যাবে । নতুন করে যে তাঁরা ধানের বীজ রোপণ করবেম সেই বীজ আর তাঁদের কাছে নেই । তাই এখন প্রশাসনই ভরসা ।
এই বিষয়ে মন্তেশ্বরের ভেলিয়ার বাসিন্দা সন্দীপ ঘোষ বলেন, "একদিকে টানা বৃষ্টির জল আর অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় এলাকা জলমগ্ন । এখানে বেশিরভাগ এলাকায় চাষ করা হয়ে গিয়েছে । এই জল তো দু-একদিনের মধ্যে নামবে না । জল যদি এক সপ্তাহের মধ্যে না নামে তাহলে মাঠে আর কারও ধান থাকবে না । সবচেয়ে বড়ো সমস্যা আমরা যে নতুন করে বীজ রোপণ করব সেই বীজ আর কারও কাছে নেই । এই অবস্থায় সরকার যদি সাহায্য করে তাহলে উপকার হয় ।"
আরেক গ্রামবাসী তাপস কুমার মাঝির বক্তব্য, "যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বাঁকা নদীর জল উপচে গিয়েছে । ফলে মাঝেরগ্রাম-সহ আশেপাশের আমাটিয়া, অশোকপুর ও ভেলিয়া এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । জেলা পরিষদের তরফে যে রাস্তা নির্মাণ করা হয়েছে সেই রাস্তা জলের তলায় । ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে ।"