সোদপুর, 27 অগস্ট: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে মুখ খুললেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মা। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এবিষয়ে নির্যাতিতার বাবা বলেন, "ছাত্রদের আন্দোলনে সমর্থন রয়েছে আমাদের। তাঁদের অনেক অভিনন্দন,কৃতজ্ঞতা এবং ভালোবাসা । যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করেছে আমরা তাঁদের পাশে আছি।" মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা ।
এ বিষয়ে তিনি বলেন, "যতদিন না আমরা কোনও সুবিচার পাচ্ছি ততদিন ছাত্রদের বলব, আন্দোলন চালিয়ে যেতে ।" ছাত্র আন্দোলনে পুলিশের দমন-পীড়ন নীতির অভিযোগ তুলে আগামিকাল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সে বিষয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, "বিজেপি বনধ ডেকেছে। এটা ওদের ব্যাপার। এ নিয়ে আমরা কোনও মন্তব্য করব না । কী হবে বনধ ডেকে । আমরা এর পক্ষেও নই । বিপক্ষেও নই । ওরা ওদের মতো করে আন্দোলন করছে । আমরা রাজনীতি চাইছি না । শুধু চাই জাস্টিস । কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে,করবে । তাঁদের তো আমরা বারণ করতে পারব না।"
এই বিষয়ে মুখ খুলেছেন নির্যাতিতার মা-ও। তিনি বলেন, "আমরা কোনও রাজনীতি চাই না। রাজনৈতিক দলের হয়ে কথাও বলব না। মেয়ের মৃত্যুর এতদিন হয়ে গেল অথচ নতুন করে কেউ ধরা পড়ল না। আমরা একমাত্র বিচার চাই । পুলিশ প্রশাসন এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের অভিযোগ । সন্দীপ ঘোষ বারবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছে দেখছি। উনি কেন গ্রেফতার হচ্ছে না। ওঁর নামে তো এফআইআর হয়েছে। সিবিআই কেন ধরছে না,কে জানে।" সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন আক্ষেপের সুর শোনা গিয়েছে নির্যাতিতার বাবার গলাতেও। তাঁর কথায়, "সিবিআই-ও তো কিছুই করছে না। তাঁরা কাজ করছে ঠিকই । কিন্তু কোনও রেজাল্ট তো আমরা দেখতে পাচ্ছি না ।"