দুর্গাপুর, 3 সেপ্টেম্বর: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে চিকিৎসকদের সঙ্গে বচসাতে উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল ৷ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছাল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ৷
দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকার শিশু (2) বর্ষা রায় ৷ সে মৌমাছির হুলে বিদ্ধ হয় ৷ সোমবার আশঙ্কাজনক অবস্থায় বর্ষাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয় বর্ষার মৃত্যু হয়েছে ৷
এরপরেই হাসপাতালের ভিতর ঢুকে শিশুকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ৷ শুরু হয় চিকিৎসকদের সঙ্গে বচসা ৷ এমনকী নার্সদের ধাওয়া করার অভিযোগ উঠেছে পরিবার পরিজনের বিরুদ্ধে ৷ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী ৷
সেখানে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ, শুরু হয় ধস্তাধস্তি ৷ মৃত শিশুর দিদিমা শিবানী সিংহ অভিযোগ করেন, "ওরা বলছে শিশুকে মৌমাছি কামড়িয়েছে ৷ তাকে ইনজেকশন দিয়েছি বলে ঘুমোচ্ছে ৷ মৌমাছির হুলে বিদ্ধ হয়ে আমাদের ছোট্ট শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলাম ৷ মঙ্গলবার শিশুটিকে দেখতে চাইলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন চিকিৎসকরা ৷ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা বলছেন, শিশু মারা গিয়েছে ৷ যে চিকিৎসক এই ঘটনা ঘটিয়েছে, আমরা তাঁর শাস্তি চাইছি ৷" এই বিষয়ে কোনও কথা বলতে চাননি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডাঃ ধীমান মণ্ডল ৷