মালদা, 14 নভেম্বর: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সহযোগিতায় জোড়া সাফল্য মালদা জেলা পুলিশের ৷ লক্ষ টাকার জালনোট-সহ কারবারের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যদিকে, ব্রাউন সুগার তৈরির কাঁচামাল-সহ গ্রেফতার হয়েছে ত্রিপুরার দুই বাসিন্দাকে ৷ ধৃতদের জেরা করে এই দুই চক্রে জড়িত অন্যান্যদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা ৷
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, রাজ্য পুলিশের এসটিএফ ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে এক লক্ষ টাকার জালনোট-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে । উদ্ধার হওয়া সমস্ত নোট 500 টাকার । ধৃতদের নাম অসীম মণ্ডল (51) ও বিপ্লব মণ্ডল (25) । ধৃতদের বাড়ি কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় । ধৃতদের বিরুদ্ধে জালনোট কারবারের সঙ্গে যুক্ত থাকার পুরোনো মামলা রয়েছে ।
পুলিশ সুপার বলেন, "গত কয়েকটি জালনোট উদ্ধারের ঘটনার সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি । কারণ, ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে উদ্ধার হওয়া জালনোট ও এই ঘটনায় উদ্ধার হওয়া জালনোটের সিরিয়াল নম্বরের সিরিজের মিল রয়েছে । অর্থাৎ উদ্ধার হওয়া জালনোটগুলি একই জায়গা থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে ৷ যে গুণগত মানের জালনোট উদ্ধার হয়েছে, তাতে বলা যেতে পারে উদ্ধার হওয়া জালনোট মালদায় ছাপা হয়নি ৷ ধৃতদের জেরা করে আমরা এই চক্রের আরও পাণ্ডাদের খোঁজ চালাচ্ছি ।"
এছাড়াও প্রদীপকুমার যাদব আরও জানান, এসটিএফ কলকাতা ও গাজোল থানার পুলিশ 500 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম রতন দেবনাথ (53) ও মহেশ সরকার (31)। ধৃতরা ত্রিপুরার বাসিন্দা । উদ্ধার হওয়া কাঁচমালের আনুমানিক বাজারমূল্য 50 লক্ষ টাকা । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া কাঁচামাল নদিয়ায় নিয়ে যাচ্ছিল । এই চক্রের সঙ্গে মালদার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জেরা করে এই চক্রের খোঁজ চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।