ETV Bharat / state

বিশ্বকর্মা পুজোয় টাকা নিয়ে বচসা ! কারখানার বাইরে পিটিয়ে খুন সুপারভাইজারকে - Beaten To Death - BEATEN TO DEATH

Hooghly Beaten to Death: যে পুজোকে ঘিরে উৎসবে ভাসে কলকারখানাগুলি, সেই বিশ্বকর্মা পুজোর আগের দিন বিষাদে ঢাকল ব্যান্ডেলের কারখানা ৷ পুজো প্রস্তুতি শেষে বাইরে আসতেই 15 জন দুষ্কৃতীরা পিটিয়ে মারল সুপারভাইজারকে ৷ বাঁচাতে গিয়ে আহত কারখানার বেশ কিছু শ্রমিক ৷

Hooghly News
পিটিয়ে খুন সুপারভাইজারকে (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 9:21 PM IST

Updated : Sep 16, 2024, 10:54 PM IST

ব্যান্ডেল, 16 সেপ্টেম্বর: রাত পোহালেই বিশ্বকর্মা পুজোকে ঘিরে কলকারখানাজুড়ে উৎসবের মেজাজ ৷ সেই প্রস্তুতি শেষ করে কারখানার বাইরের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে 20 কিলো মাংস অর্ডার দিয়েছিলেন ৷ তখন প্রায় জনা 15 ঘিরে ধরে সুপারভাইজার পাপ্পুকে ৷ তারপর শুরু হয় মারধর ৷ রাস্তায় ফেলে কিল-ঘুষি মারতে থাকে দুষ্কৃতীরা ৷ কারখানার এক শ্রমিক সুপারভাইজারকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয় ৷ এভাবে বেশ কিছুক্ষণ মারামারি চলার পর পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ মৃতপ্রায় পাপ্পুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বিশ্বকর্মা পুজোর আগে খুন কারখানার সুপারভাইজার (ইটিভি ভারত)

বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে ব্যান্ডেলের সাহাগঞ্জের জুপিটার কারখানায় । মৃতের নাম পাপ্পু দাস । রেলের যন্ত্রাংশ তৈরির সুপারভাইজার ছিলেন তিনি । এদিন বিকেলে কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে । তা দেখে শ্রমিক চন্দন দেব-সহ কয়েকজন তাঁকে বাঁচাতে ছুটে যান ৷ কিন্তু অতজন দুষ্কৃতীর মারে তাঁরাও আহত হন ৷ পরে শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে হাসপাতালে যায় চুঁচুড়া থানার পুলিশ । শ্রমিকরাও জড়ো হয় । আবছা হলেও আধো অন্ধকারে মারধরের ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভিতে ৷

তবে কারা মারধর করেছে তা বলতে পারছেন না শ্রমিকরা । পুলিশ জানিয়েছে, ঘটনা কারখানার বাইরে হয়েছে । কিন্তু কী কারণে কারা এই কাজ করল তা দেখা হচ্ছে । প্রাথমিক অনুমান ঠিকা শ্রমিকদের সঙ্গে গণ্ডগোলের জেরে এই ঘটনা হতে পারে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।

জুপিটার কারকাখানার গেটের সামনেই জিটি রোড । গেটের বিপরীত দিকে পুতুল দেবী পাশোয়ানের হোটেল । তিনি বলেন, "ঘটনার সময় তাঁর বাবা নন্দলাল মাঝি ছিলেন দোকানে । পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার । কয়েকজন শ্রমিককে টাকা দেন । আরও টাকার দাবি করে শ্রমিকরা । তা নিয়ে তর্ক শুরু হয় । সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় গেটের সামনে শ্রমিকরা ঘিরে ধরে পাপুকে । মারধর করা হয় । কিন্তু কে মেরেছে কেউ কিছু বলতে চাইছে না । বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে 20 কিলো মাংসেরও অর্ডার দেন সুপারভাইজার । এরপর বটতলায় টেনে নিয়ে গিয়ে মারধর করে । কিন্তু কারা মেরেছে বলতে পারব না ।"

জানা গিয়েছে, মৃত সুপারভাইজার পাপ্পু (40) হাবড়ার বাসিন্দা । এই কারখানাতেই কাজ করেন তাঁর ভাই রাজু দাস । ঘটনা ঘটার পর কারখানা থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয় । ফিরে এসে দেখেন দাদা মারা গিয়েছে । তবে রাজু জানায়, দাদার সঙ্গে সেভাবে কারওর কোনও গন্ডগোল ছিল না । 15 বছর ধরে কাজ করে এখানে । এদিন 2টো নাগাদ বেরিয়ে গিয়েছিল রাজু । জানে না কে বা কারা মারল ।

কারখানার আরেক শ্রমিক এসকে নজরুল ইসলাম বলেন,"আমরা কারখানার বাইরে আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম । সেই সময় শুনি জনা 15 জন মারধর করতে থাকে । আমরা বাঁচাতে গিয়ে কয়েকজন মার খেয়েছি ।"

ব্যান্ডেল, 16 সেপ্টেম্বর: রাত পোহালেই বিশ্বকর্মা পুজোকে ঘিরে কলকারখানাজুড়ে উৎসবের মেজাজ ৷ সেই প্রস্তুতি শেষ করে কারখানার বাইরের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে 20 কিলো মাংস অর্ডার দিয়েছিলেন ৷ তখন প্রায় জনা 15 ঘিরে ধরে সুপারভাইজার পাপ্পুকে ৷ তারপর শুরু হয় মারধর ৷ রাস্তায় ফেলে কিল-ঘুষি মারতে থাকে দুষ্কৃতীরা ৷ কারখানার এক শ্রমিক সুপারভাইজারকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয় ৷ এভাবে বেশ কিছুক্ষণ মারামারি চলার পর পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ মৃতপ্রায় পাপ্পুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বিশ্বকর্মা পুজোর আগে খুন কারখানার সুপারভাইজার (ইটিভি ভারত)

বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে ব্যান্ডেলের সাহাগঞ্জের জুপিটার কারখানায় । মৃতের নাম পাপ্পু দাস । রেলের যন্ত্রাংশ তৈরির সুপারভাইজার ছিলেন তিনি । এদিন বিকেলে কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে । তা দেখে শ্রমিক চন্দন দেব-সহ কয়েকজন তাঁকে বাঁচাতে ছুটে যান ৷ কিন্তু অতজন দুষ্কৃতীর মারে তাঁরাও আহত হন ৷ পরে শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে হাসপাতালে যায় চুঁচুড়া থানার পুলিশ । শ্রমিকরাও জড়ো হয় । আবছা হলেও আধো অন্ধকারে মারধরের ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভিতে ৷

তবে কারা মারধর করেছে তা বলতে পারছেন না শ্রমিকরা । পুলিশ জানিয়েছে, ঘটনা কারখানার বাইরে হয়েছে । কিন্তু কী কারণে কারা এই কাজ করল তা দেখা হচ্ছে । প্রাথমিক অনুমান ঠিকা শ্রমিকদের সঙ্গে গণ্ডগোলের জেরে এই ঘটনা হতে পারে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।

জুপিটার কারকাখানার গেটের সামনেই জিটি রোড । গেটের বিপরীত দিকে পুতুল দেবী পাশোয়ানের হোটেল । তিনি বলেন, "ঘটনার সময় তাঁর বাবা নন্দলাল মাঝি ছিলেন দোকানে । পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার । কয়েকজন শ্রমিককে টাকা দেন । আরও টাকার দাবি করে শ্রমিকরা । তা নিয়ে তর্ক শুরু হয় । সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় গেটের সামনে শ্রমিকরা ঘিরে ধরে পাপুকে । মারধর করা হয় । কিন্তু কে মেরেছে কেউ কিছু বলতে চাইছে না । বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে 20 কিলো মাংসেরও অর্ডার দেন সুপারভাইজার । এরপর বটতলায় টেনে নিয়ে গিয়ে মারধর করে । কিন্তু কারা মেরেছে বলতে পারব না ।"

জানা গিয়েছে, মৃত সুপারভাইজার পাপ্পু (40) হাবড়ার বাসিন্দা । এই কারখানাতেই কাজ করেন তাঁর ভাই রাজু দাস । ঘটনা ঘটার পর কারখানা থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয় । ফিরে এসে দেখেন দাদা মারা গিয়েছে । তবে রাজু জানায়, দাদার সঙ্গে সেভাবে কারওর কোনও গন্ডগোল ছিল না । 15 বছর ধরে কাজ করে এখানে । এদিন 2টো নাগাদ বেরিয়ে গিয়েছিল রাজু । জানে না কে বা কারা মারল ।

কারখানার আরেক শ্রমিক এসকে নজরুল ইসলাম বলেন,"আমরা কারখানার বাইরে আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম । সেই সময় শুনি জনা 15 জন মারধর করতে থাকে । আমরা বাঁচাতে গিয়ে কয়েকজন মার খেয়েছি ।"

Last Updated : Sep 16, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.