ETV Bharat / state

'সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হবেই, পুনর্বাসন নয়', স্পষ্ট করলেন ডিভিসি'র চেয়ারম্যান - ডিভিসির চেয়ারম্যান

DVC Chairman: পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন না, সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হবেই, স্পষ্ট করলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার। সরাসরি 700 মানুষের কর্মসংস্থান হবে। সবমিলিয়ে প্রায় 3-4 হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি ৷

দুর্গাপুরে জানালেন ডিভিসি'র চেয়ারম্যান
DVC Chairman
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 3:53 PM IST

ডিভিসি চেয়ারম্যানের সাক্ষাৎকার

দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: আগামিদিনে 2000 মেগাওয়াট সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন না, তবে সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হবেই; স্পষ্ট করলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার। শুক্রবার বিকেলে ডিটিপিএস এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ডিভিসির চেয়ারম্যান। এরপরই এ বিষয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন ইটিভি ভারতকে ৷

দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার এবং বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও এই বিষয়ে কথা বলেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, "দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের পাঁচ নম্বর ইউনিট তৈরি হচ্ছে। 400 একর জমি লাগবে। 800 মেগা ওয়াটের নতুন ইউনিটের জন্য খরচ হচ্ছে 7 হাজার 972 কোটি 9 লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই কাজ শুরুও হয়েছে।"

তিনি আরও বলেন, "আগামী 2028-এর মধ্যে উৎপাদন শুরু হবে। 19.1 কোটি গ্যালন জল লাগবে প্রতিদিন। সরাসরি 700 মানুষের কর্মসংস্থান হবে। সবমিলিয়ে প্রায় 3-4 হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে কারখানা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারও সাহায্য করছেন বলেও জানান। 400 একর জমির মধ্যে বেশ কিছু মানুষ দখল করে রয়েছেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং আসন্ন নির্বাচনের জন্য ধীর গতিতে চলছে সম্প্রসারণের কাজ।"

দুর্গাপুরের ডিটিপিএস-এর নতুন ইউনিট প্রতিস্থাপনের আগে স্থানীয় বস্তিবাসীরা ধারাবাহিক আন্দোলনে নামেন ৷ তাঁরা পুনর্বাসনের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন ৷ শাসকদলের কিছু কিছু নেতা তাঁদেরকে সমর্থন করলেও ডিভিসির চেয়ারম্যান তা নিয়ে বিশেষ ভাবছেন না। ডিভিসির তাপবিদ্যুৎ কারখানাগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য আপাতত ঝাড়খণ্ডের একটি কয়লা খনি থেকে জোগান মেটাচ্ছে, এমন কথা বলার পাশাপাশি ডিভিসি'র চেয়ারম্যান বলেন, "আমরা কোল ইন্ডিয়ার সঙ্গে নতুন একটি কয়লার ব্লক দেখতে গিয়েছিলাম। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কিছু চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।" আগামিদিনে তাপবিদ্যুৎ ছাড়াও সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়াতে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

আরও পড়ুন:

  1. ডিটিপিএস কারখানা সম্প্রসারণে বস্তি উচ্ছেদ, আন্দোলনকারীদের পাশে তৃণমূল
  2. ডিভিসির পর বাধার মুখে ডিএসপি, শিল্পনগরীতেই প্রশ্নচিহ্নের মুখে শিল্পের ভবিষ্যত
  3. ডিভিসি'র জমি খালি করার নোটিশকে ঘিরে উত্তাল দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ড

ডিভিসি চেয়ারম্যানের সাক্ষাৎকার

দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: আগামিদিনে 2000 মেগাওয়াট সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন না, তবে সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হবেই; স্পষ্ট করলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার। শুক্রবার বিকেলে ডিটিপিএস এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ডিভিসির চেয়ারম্যান। এরপরই এ বিষয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন ইটিভি ভারতকে ৷

দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার এবং বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও এই বিষয়ে কথা বলেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, "দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের পাঁচ নম্বর ইউনিট তৈরি হচ্ছে। 400 একর জমি লাগবে। 800 মেগা ওয়াটের নতুন ইউনিটের জন্য খরচ হচ্ছে 7 হাজার 972 কোটি 9 লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই কাজ শুরুও হয়েছে।"

তিনি আরও বলেন, "আগামী 2028-এর মধ্যে উৎপাদন শুরু হবে। 19.1 কোটি গ্যালন জল লাগবে প্রতিদিন। সরাসরি 700 মানুষের কর্মসংস্থান হবে। সবমিলিয়ে প্রায় 3-4 হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে কারখানা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারও সাহায্য করছেন বলেও জানান। 400 একর জমির মধ্যে বেশ কিছু মানুষ দখল করে রয়েছেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং আসন্ন নির্বাচনের জন্য ধীর গতিতে চলছে সম্প্রসারণের কাজ।"

দুর্গাপুরের ডিটিপিএস-এর নতুন ইউনিট প্রতিস্থাপনের আগে স্থানীয় বস্তিবাসীরা ধারাবাহিক আন্দোলনে নামেন ৷ তাঁরা পুনর্বাসনের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন ৷ শাসকদলের কিছু কিছু নেতা তাঁদেরকে সমর্থন করলেও ডিভিসির চেয়ারম্যান তা নিয়ে বিশেষ ভাবছেন না। ডিভিসির তাপবিদ্যুৎ কারখানাগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য আপাতত ঝাড়খণ্ডের একটি কয়লা খনি থেকে জোগান মেটাচ্ছে, এমন কথা বলার পাশাপাশি ডিভিসি'র চেয়ারম্যান বলেন, "আমরা কোল ইন্ডিয়ার সঙ্গে নতুন একটি কয়লার ব্লক দেখতে গিয়েছিলাম। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কিছু চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।" আগামিদিনে তাপবিদ্যুৎ ছাড়াও সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়াতে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

আরও পড়ুন:

  1. ডিটিপিএস কারখানা সম্প্রসারণে বস্তি উচ্ছেদ, আন্দোলনকারীদের পাশে তৃণমূল
  2. ডিভিসির পর বাধার মুখে ডিএসপি, শিল্পনগরীতেই প্রশ্নচিহ্নের মুখে শিল্পের ভবিষ্যত
  3. ডিভিসি'র জমি খালি করার নোটিশকে ঘিরে উত্তাল দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.