ETV Bharat / state

কাজে যোগ দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আবগারি অফিসারের - Kanchanjungha Express Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

Excise Officer Died: রাজ্য পুলিশের চাকরি ছেড়ে আবগারি অফিসার হয়েছিলেন। ভোটের ডিউটির পর বাড়িতে এসেছিলেন ছুটিতে ৷ ছুটি কাটিয়ে সোমবার সকালে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে মালদায় কাজে যোগ দিতে রওনা দিয়েছিলেন ক্যালিব সুব্বা। তা আর হল না ৷ মেধাবি ছেলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ কালিম্পংয়ের গরুবাথান।

Excise Officer Died
মৃত্যু আবগারি অফিসারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 6:11 PM IST

জলপাইগুড়ি, 18 জুন: পুলিশের চাকরি ছেড়ে আবগারি অফিসার হয়েছিলেন। ছুটি শেষে কাজে যোগ দিতে যাবার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্যালিব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে মালদায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন আবগারি দফতরের অফিসার গরুবাথানের বাসিন্দা ক্যালিব সুব্বা।দক্ষ ক্যালিবের মৃত্যুতে শোকের ছায়া আবগারি দফতরে। শোকস্তব্ধ গরুবাথান।

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আবগারি অফিসারের (ইটিভি ভারত)

রাজ্য পুলিশের কনস্টেবল থেকে সাব ইনস্পেকটর পদে পদোন্নতি পেয়েছিলেন ক্যালিব। এরপর পুলিশের চাকরি ছেড়ে আবগারি দফতরের সাব ইনস্পেকটর পদে কাজে যোগ দেন জলপাইগুড়ি ডিভিশনে। সদ্যসমাপ্ত লোকসভা ভোটের সময় তিনি মালদার কালিয়াচকে আবগারি অফিসার পদে কাজে যোগ দিয়েছিলেন। তারপর ছুটিতে গরুবাথানের বাড়িতে এসেছিলেন। ছুটি কাটিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদায় কাজে যোগ দিতে যাওয়ার পথেই ছন্দপতন।

রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের ফলে দুমড়ে-মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ যায় ক্যালিবের। ক্যালিবের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই শোকস্তব্ধ কালিম্পং জেলার গরুবাথানের মাল বস্তি। ক্যালিবের বাবা কুমার সুব্বা যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছেলের অকালমৃত্যুর সংবাদে কুমারবাবু তড়িঘড়ি যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনি জানান, ছুটিতে ক'টা দিন বাড়িতে এসেছিলেন তাঁর ছেলে ৷ এইভাবে ছেলে চলে যাবে তা তিনি মেনে নিতেই পারছেন না।

ক্যালিবের স্ত্রী রুথ অভিশা গুরুং পেশায় নার্স ৷ তিনি শিলিগুড়িতেই থাকেন। তাঁদের বছরের এক সন্তান রয়েছে। গতকাল সকালে শিলিগুড়িতেই স্ত্রী'র সঙ্গে দেখা করে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়েছিলেন ট্রেন ধরতে। প্রতিবেশী জীবন লামা বলেন, "এমন দুর্ঘটনা কখনই কাম্য নয় ৷ পিছন থেকে কেন মালগাড়ি চলে আসবে ? ছুটি সেরে কাজে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল ক্যালিবের।"

জলপাইগুড়ি, 18 জুন: পুলিশের চাকরি ছেড়ে আবগারি অফিসার হয়েছিলেন। ছুটি শেষে কাজে যোগ দিতে যাবার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্যালিব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে মালদায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন আবগারি দফতরের অফিসার গরুবাথানের বাসিন্দা ক্যালিব সুব্বা।দক্ষ ক্যালিবের মৃত্যুতে শোকের ছায়া আবগারি দফতরে। শোকস্তব্ধ গরুবাথান।

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আবগারি অফিসারের (ইটিভি ভারত)

রাজ্য পুলিশের কনস্টেবল থেকে সাব ইনস্পেকটর পদে পদোন্নতি পেয়েছিলেন ক্যালিব। এরপর পুলিশের চাকরি ছেড়ে আবগারি দফতরের সাব ইনস্পেকটর পদে কাজে যোগ দেন জলপাইগুড়ি ডিভিশনে। সদ্যসমাপ্ত লোকসভা ভোটের সময় তিনি মালদার কালিয়াচকে আবগারি অফিসার পদে কাজে যোগ দিয়েছিলেন। তারপর ছুটিতে গরুবাথানের বাড়িতে এসেছিলেন। ছুটি কাটিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদায় কাজে যোগ দিতে যাওয়ার পথেই ছন্দপতন।

রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের ফলে দুমড়ে-মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ যায় ক্যালিবের। ক্যালিবের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই শোকস্তব্ধ কালিম্পং জেলার গরুবাথানের মাল বস্তি। ক্যালিবের বাবা কুমার সুব্বা যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছেলের অকালমৃত্যুর সংবাদে কুমারবাবু তড়িঘড়ি যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনি জানান, ছুটিতে ক'টা দিন বাড়িতে এসেছিলেন তাঁর ছেলে ৷ এইভাবে ছেলে চলে যাবে তা তিনি মেনে নিতেই পারছেন না।

ক্যালিবের স্ত্রী রুথ অভিশা গুরুং পেশায় নার্স ৷ তিনি শিলিগুড়িতেই থাকেন। তাঁদের বছরের এক সন্তান রয়েছে। গতকাল সকালে শিলিগুড়িতেই স্ত্রী'র সঙ্গে দেখা করে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়েছিলেন ট্রেন ধরতে। প্রতিবেশী জীবন লামা বলেন, "এমন দুর্ঘটনা কখনই কাম্য নয় ৷ পিছন থেকে কেন মালগাড়ি চলে আসবে ? ছুটি সেরে কাজে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল ক্যালিবের।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.