কলকাতা, 18 জুলাই: NEET-UG পরীক্ষার দুর্নীতির তদন্ত চলছে। তারই মাঝে একটি অডিয়ো ক্লিপ ঘিরে তোলপাড় রাজ্য। এমনকী সেই অডিয়ো ক্লিপকে সামনে রেখেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল চিকিৎসক সংগঠন (অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস)। সংগঠনের দেওয়া চিঠিতে সম্পূর্ণ বিষয়টির ব্যাখা করা রয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার কাছে।
এলাকার এক পরীক্ষার্থীর কাছে ফোন আসে 16 জুলাই সন্ধ্যায়। তখন ঠিকমতো কথা শুনতে না-পাওয়ায় কিছু সময় পর মেয়েটি নিজেই ওই নম্বরে ফোন করেন। সেই অডিয়ো ক্লিপ বর্তমানে ভাইরাল (যদিও অডিয়ো ক্লিপের সত্যতা বিচার করেনি ইটিভি ভারত)। ক্লিপে শোনা যাচ্ছে পরীক্ষার্থীকে ফোনের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি বলছেন, তাঁরা নিট পিজির পরীক্ষায় ব়্যাঙ্ক টাকার বিনিময়ে পাইয়ে দেন। এমনকী ওই ছাত্রীকে পরীক্ষার হলে গিয়ে কী করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে অডিয়ো ক্লিপে।
ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, 200 নম্বরের পরীক্ষায় 100 নম্বর সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দিতে হবে। বাকি 100 নম্বরে যেখানে পরীক্ষার্থী নিশ্চিত শুধু সেইটুকু উত্তর দেবে। কোনও নেগেটিভ মার্কিংয়ের উত্তর না-দেওয়ার কথা বলা হয়েছে। জনৈক ব্যক্তি পরীক্ষার্থীকে জানান, যেখানে উত্তরপত্র স্ক্যান হয় সেখানে তাদের লোক রয়েছে। রেজাল্ট প্রকাশের সময় পরীক্ষার্থী যথাযথ নম্বর পেয়ে যাবেন বলে আশ্বস্ত করা হয়। এরপরই রয়েছে টাকার গল্প। মেডিসিন ও সার্জারির জন্য 90 লক্ষ, রেডিয়োলজি ও ইএনটির জন্য 70 লক্ষ, স্ত্রীরোগের জন্য 60 লক্ষ টাকা রেজাল্ট প্রকাশের পর দিতে হবে বলে জানা সেই ব্যক্তি। প্রয়োজনীয় টাকা দিলেই নিজের পছন্দের কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবেন পড়ুয়া।
এরপর মেমারি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মেয়েটি। সেখানে পুরো ঘটনা তুলে ধরেছেন অভিযোগকারিণী। তার অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সিং ইটিভি ভারতকে বলেন, "গতকাল এই বিষয় মেমারি থানার আইসি'র সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় আমরা সব রকমের তদন্ত করছি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দ্রুততার সঙ্গে বিষয়টা দেখা হচ্ছে।"