জলপাইগুড়ি, 9 জুলাই: মনের আনন্দে জাতীয় সড়কের মাঝে খেলা করছে হস্তিশাবক ৷ কোনও গাড়ি এসে যাতে আঘাত না করে শাবককে চারিদিক থেকে ঘিরে রেখেছে হাতির দল ৷ বাচ্চাকে আগলে আগলে রাখছে মা হাতিও ৷ রাতের অন্ধকারে মজার ঘটনার সাক্ষী পর্যটকেরা ৷ এই দৃশ্যের দেখা মিলেছে সোমবার রাতে 31 নম্বর জাতীয় সড়কে ৷ যদিও গরুমারা জাতীয় উদ্যানের গেট ও মহাকাল ধামের মাঝে হাতির পালের পথ অবরোধের ফলে বিপাকেও কম পড়তে হয়নি পর্যটকদের ৷ প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল 31 নম্বর জাতীয় সড়ক ৷
জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যান থেকে ও লাটাগুড়ির জঙ্গল থেকে এক পাল হাতির দল জাতীয় সড়কে চলে আসে । রাস্তার দু'পাশে খাবার খেতে থাকে তারা । এরই মাঝে একটি হস্তিশাবক খেলা শুরু করে দেয় । বাচ্চাকে আগলে রাখতে রাস্তার দু'পাশ ধরে হাতি চলতে থাকে । অগত্যা লাটাগুড়ির দিক থেকে মালবাজারের দিকে এবং মালবাজারের দিক থেকে লাটাগুড়ির দিকে আসা গাড়িগুলি রাস্তায় একের পর এক দাঁড়িয়ে পড়তে হয় । কিছু চালক পরিস্থিতি বেগতিক দেখে গাড়িও ঘুরিয়ে নিতে বাধ্য হয় । হাতিল দল রাস্তা থেকে না সরায় নিমেষের মধ্যে বন্ধ হয়ে যায় লাটাগুড়ি থেকে মালবাজারে মধ্যে যান চলাচল ।
পাশাপাশি হাতির ভিডিয়ো মোবাইলবন্দি করতে থাকেন পর্যটকেরা । হঠাৎ করে এইভাবে হাতির পালের দর্শন পাওয়ায় পর্যটকদের মুখে হাসি দেখা যায় । তবে ঘণ্টাখানেক হাতির পালের রাস্তা অবরোধের ফলে অনেকে ভয়ও পান । একসঙ্গে এত হাতি দেখে রাস্তার মাঝে কারও ক্ষমতা হয়নি হস্তিশাবকটিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করবে । সামনে গেলেই যে বিপদ । তাই খবর দেওয়া হয় লাটাগুড়ি বনবিভাগের কর্মীদের ৷ যদিও তাঁরা আসার আগেই রাস্তা থেকে সরে যায় গজরাজের দল । হাতির পালটি নিজে থেকেই লাটাগুড়ির জঙ্গলের দিকে চলে যায় । ঘন্টাখানেক পর হাতিদের থেকে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক ।