ETV Bharat / state

দল জিতলে সুকান্তর বাড়িতে চা খাবেন, বালুরঘাটে প্রচারে এসে বললেন দেব - Lok Sabha Election 2024

Dev Road Show: বালুরঘাটে শেষ প্রচারের দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থন রোড-শো করলেন দেব। উপচে পড়ল ভিড় ৷ সকলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন অভিনেতা-সাংসদ ৷

Dev Road Show
বালুরঘাটে দেবের রোড-শো
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 9:24 PM IST

Updated : Apr 24, 2024, 10:36 PM IST

বালুরঘাটে দেবের রোড শো

গঙ্গারামপুর, 24 এপ্রিল: "ভোটের ফলপ্রকাশের পর জানা যাবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কত ভোটে জেতেন ৷ তখন এসে আগে সুকান্তদার বাড়িতে চা খেয়ে তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে এসে এমনটাই বললেন দেব ৷ বুধবার গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে রোড-শো শুরু করেন তিনি । অভিনেতার রোড শো-য়ের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় গঙ্গারামপুর শহর । রাস্তার দু'ধারে দেবকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । রোড-শো থেকে বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, "দু'দিন ধরে আমি বিপ্লবদার সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ঘুরছি । যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তাতে বলা মুশকিল যে কত ভোটের ব্যবধানে বিপ্লবদা জিতবেন । আগামী জুন মাসে তা প্রমাণ হয়ে যাবে । ভোটে জিতলে তখন এসে প্রথমে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে চা খেয়ে আসব ৷ তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" এছাড়াও তিনি বলেন,"যারা ভোটার হয়েছেন সকলেই ভোট দিন ৷ শতাংশের নিরিখে প্রথম দফায় ভোট কমেছে ৷ তাই আপনারা সকলে ভোট দিন ৷"

প্রসঙ্গত, 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন ৷ শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে সকল রাজনৈতিক দল । সেই মতো বুধবার নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেগা রোড-শো করেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এদিন গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে কালীতলা পর্যন্ত রোড-শো করার কথা থাকলেও সময় কম থাকায় তা গঙ্গারামপুর চৌপথি পর্যন্ত যায় ।এদিন অভিনেতার রোড-শো ঘিরে কয়েক হাজার মানুষের ঢল নামে গঙ্গারামপুর শহরে ।

আরও পড়ুন :

  1. জয় শ্রীরামের পালটা 'জাদু কি ঝাপ্পি', বিমানবন্দরে বিজেপি কর্মীকে সৌজন্যের পাঠ দেবের
  2. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের'
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব

বালুরঘাটে দেবের রোড শো

গঙ্গারামপুর, 24 এপ্রিল: "ভোটের ফলপ্রকাশের পর জানা যাবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কত ভোটে জেতেন ৷ তখন এসে আগে সুকান্তদার বাড়িতে চা খেয়ে তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে এসে এমনটাই বললেন দেব ৷ বুধবার গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে রোড-শো শুরু করেন তিনি । অভিনেতার রোড শো-য়ের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় গঙ্গারামপুর শহর । রাস্তার দু'ধারে দেবকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । রোড-শো থেকে বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, "দু'দিন ধরে আমি বিপ্লবদার সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ঘুরছি । যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তাতে বলা মুশকিল যে কত ভোটের ব্যবধানে বিপ্লবদা জিতবেন । আগামী জুন মাসে তা প্রমাণ হয়ে যাবে । ভোটে জিতলে তখন এসে প্রথমে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে চা খেয়ে আসব ৷ তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" এছাড়াও তিনি বলেন,"যারা ভোটার হয়েছেন সকলেই ভোট দিন ৷ শতাংশের নিরিখে প্রথম দফায় ভোট কমেছে ৷ তাই আপনারা সকলে ভোট দিন ৷"

প্রসঙ্গত, 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন ৷ শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে সকল রাজনৈতিক দল । সেই মতো বুধবার নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেগা রোড-শো করেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এদিন গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে কালীতলা পর্যন্ত রোড-শো করার কথা থাকলেও সময় কম থাকায় তা গঙ্গারামপুর চৌপথি পর্যন্ত যায় ।এদিন অভিনেতার রোড-শো ঘিরে কয়েক হাজার মানুষের ঢল নামে গঙ্গারামপুর শহরে ।

আরও পড়ুন :

  1. জয় শ্রীরামের পালটা 'জাদু কি ঝাপ্পি', বিমানবন্দরে বিজেপি কর্মীকে সৌজন্যের পাঠ দেবের
  2. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের'
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব
Last Updated : Apr 24, 2024, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.