ETV Bharat / state

50তম বিবাহ বার্ষিকী, ফুল দিয়ে সাজানো বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: পথ চলতে চলতে 50 বছর পার ৷ বিবাহ বার্ষিকীতে বুথের প্রথম ভোটার হয়ে গেলেন সিনহা দম্পতি ৷ ফুল ও নতুন কাপড় দিয়ে সুসজ্জিত পিঙ্কি ওমেন পোলিং স্টেশনে দেখে বিয়ের মেজাজ তাঁদের মধ্যে ৷

Lok Sabha Election 2024
বিবাহ বার্ষিকীতে ভোট প্রবীণ দম্পতির (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 3:06 PM IST

50তম বিবাহ বার্ষিকীতে বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি (ইটিভি ভারত)

দুর্গাপুর, 13 মে: চতুর্থ দফার ভোটে মন ভালো করা ছবি ধরা পড়ল দুর্গাপুরের বুথে ৷ সোমবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে প্রথম ভোট দিলেন প্রবীণ দম্পতি ৷ সকলের কাছে কেবল নির্বাচন হলেও তাঁদের কাছে এই ভোটটা খুবই 'স্পেশাল' ৷ কারণ, আজ তাঁদের 50তম বিবাহ বার্ষিকী ৷ তাই সকাল সকাল জোড়ায় এসে ভোট দিয়ে গেলেন বুথে ৷

সালটা ছিল 1974 ৷ দিনটা ছিল 13 মে ৷ চারহাত এক হয়েছিল এই সিনহা দম্পতির ৷ তারপর থেকেই হাতে হাত রেখে চলছে জীবন ৷ সোমবারও তার ব্যতিক্রম হল না ৷ ঘুম থেকে উঠে চটপট তৈরি হয়ে হাত ধরে ভোট দিতে চলে এলেন ঋষিকেশ ও গোপা সিনহা ৷ দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে 156 নম্বর বুথে প্রথম ভোট শুরু হল তাঁদের দিয়েই ৷ উৎসবের মেজাজে পিঙ্কি ওমেন পোলিং স্টেশনে ভোট দিতে পেরে খুশি এই দম্পতিও ৷

ইটিভি ভারতের ক্যামেরার সামনে দাঁড়িয়ে 50 বছরের আগের স্মৃতিতে ডুব দিলেন ঋষিকেশ সিনহা ৷ তিনি বললেন, "1974 সালের এই দিনেই বিয়ে হয়েছিল আমাদের । সেদিন ছিল ভারত বনধ ।" অতি কষ্টে, বনধের বাধা পেরিয়ে তাঁদের চার হাত এক হয়েছিল সেদিন ৷ এমন কথাই শোনা গেল গোপা সিনহার মুখে । তিনি বলেন, "ফুল দিয়ে, নতুন কাপড় দিয়ে প্যান্ডেল, সুসজ্জিত গেট অতিক্রম করে বুথে ঢোকার মুহূর্তেই আমার মনে পড়ে গেল সেদিনের সেই কথা । এমন সুসজ্জিত এক মণ্ডপ পার করে আমার হাত ধরেছিলেন উনি (ঋষিকেশ) ।"

জানা গিয়েছে, সিনহা দম্পতির ছেলেরা কর্মসূত্রে সবাই বাইরে থাকেন । তবে দূরে থাকলেও মা-বাবার এমন স্মরণীয় দিন ভোলেলনি তাঁরা ৷ ছেলেরা মাকে আজ একদম রান্না করতে বারন করেছেন । অনলাইনে মা-বাবার জন্য খাবার বুকিং করে দিয়েছেন ছেলেরা ৷ জানালেন গোপা সিনহা নিজেই । সকাল সকাল ভোট দিয়ে তাই কর্তা গিন্নি হাসিমুখে সেলফি জন্য দাঁড়িয়ে পড়লেন । নিজেদের 50 বছরের বিবাহ বার্ষিকীতে স্মরণীয় ভোটদান কর্মসূচিতে অংশ নেওয়াটাও তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই জানালেন ঋষিকেশ । তাঁর কথায়, 1974 সালের পর থেকে বহুবার এমন দিন এসেছে তাঁদের জীবনে ৷ কিন্তু 18তম লোকসভা নির্বাচন আর বিবাহ বার্ষিকী এক দিনেই, এটা খানিকটা কাকতালীয় সিনহা দম্পতির কাছে ।

আরও পড়ুন:

  1. অত্যধিক গরমে বীরভূমে কর্মরত জওয়ানের মৃত্যু, দেখা হতেই কোলাকুলি দিলীপ-কীর্তির
  2. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  3. বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা, অভিযোগের তির তৃণমূলের দিকে

50তম বিবাহ বার্ষিকীতে বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি (ইটিভি ভারত)

দুর্গাপুর, 13 মে: চতুর্থ দফার ভোটে মন ভালো করা ছবি ধরা পড়ল দুর্গাপুরের বুথে ৷ সোমবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে প্রথম ভোট দিলেন প্রবীণ দম্পতি ৷ সকলের কাছে কেবল নির্বাচন হলেও তাঁদের কাছে এই ভোটটা খুবই 'স্পেশাল' ৷ কারণ, আজ তাঁদের 50তম বিবাহ বার্ষিকী ৷ তাই সকাল সকাল জোড়ায় এসে ভোট দিয়ে গেলেন বুথে ৷

সালটা ছিল 1974 ৷ দিনটা ছিল 13 মে ৷ চারহাত এক হয়েছিল এই সিনহা দম্পতির ৷ তারপর থেকেই হাতে হাত রেখে চলছে জীবন ৷ সোমবারও তার ব্যতিক্রম হল না ৷ ঘুম থেকে উঠে চটপট তৈরি হয়ে হাত ধরে ভোট দিতে চলে এলেন ঋষিকেশ ও গোপা সিনহা ৷ দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে 156 নম্বর বুথে প্রথম ভোট শুরু হল তাঁদের দিয়েই ৷ উৎসবের মেজাজে পিঙ্কি ওমেন পোলিং স্টেশনে ভোট দিতে পেরে খুশি এই দম্পতিও ৷

ইটিভি ভারতের ক্যামেরার সামনে দাঁড়িয়ে 50 বছরের আগের স্মৃতিতে ডুব দিলেন ঋষিকেশ সিনহা ৷ তিনি বললেন, "1974 সালের এই দিনেই বিয়ে হয়েছিল আমাদের । সেদিন ছিল ভারত বনধ ।" অতি কষ্টে, বনধের বাধা পেরিয়ে তাঁদের চার হাত এক হয়েছিল সেদিন ৷ এমন কথাই শোনা গেল গোপা সিনহার মুখে । তিনি বলেন, "ফুল দিয়ে, নতুন কাপড় দিয়ে প্যান্ডেল, সুসজ্জিত গেট অতিক্রম করে বুথে ঢোকার মুহূর্তেই আমার মনে পড়ে গেল সেদিনের সেই কথা । এমন সুসজ্জিত এক মণ্ডপ পার করে আমার হাত ধরেছিলেন উনি (ঋষিকেশ) ।"

জানা গিয়েছে, সিনহা দম্পতির ছেলেরা কর্মসূত্রে সবাই বাইরে থাকেন । তবে দূরে থাকলেও মা-বাবার এমন স্মরণীয় দিন ভোলেলনি তাঁরা ৷ ছেলেরা মাকে আজ একদম রান্না করতে বারন করেছেন । অনলাইনে মা-বাবার জন্য খাবার বুকিং করে দিয়েছেন ছেলেরা ৷ জানালেন গোপা সিনহা নিজেই । সকাল সকাল ভোট দিয়ে তাই কর্তা গিন্নি হাসিমুখে সেলফি জন্য দাঁড়িয়ে পড়লেন । নিজেদের 50 বছরের বিবাহ বার্ষিকীতে স্মরণীয় ভোটদান কর্মসূচিতে অংশ নেওয়াটাও তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই জানালেন ঋষিকেশ । তাঁর কথায়, 1974 সালের পর থেকে বহুবার এমন দিন এসেছে তাঁদের জীবনে ৷ কিন্তু 18তম লোকসভা নির্বাচন আর বিবাহ বার্ষিকী এক দিনেই, এটা খানিকটা কাকতালীয় সিনহা দম্পতির কাছে ।

আরও পড়ুন:

  1. অত্যধিক গরমে বীরভূমে কর্মরত জওয়ানের মৃত্যু, দেখা হতেই কোলাকুলি দিলীপ-কীর্তির
  2. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  3. বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা, অভিযোগের তির তৃণমূলের দিকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.