ETV Bharat / state

'আইন মানছেন না আচার্য', রাজভবনের ভূমিকায় উদ্বিগ্ন এডুকেশনিস্ট ফোরাম - Educationist Forum unhappy with Guv - EDUCATIONIST FORUM UNHAPPY WITH GUV

Educationist Forum unhappy with Guv: রাজভবনের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে প্রেস বিবৃতি জারি করল এডুকেশনিস্ট ফোরাম ৷ তাদের অভিযোগ, আইন মানছেন না আচার্য ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 3:22 PM IST

Updated : Apr 5, 2024, 7:46 PM IST

রাজভবনের ভূমিকায় উদ্বিগ্ন এডুকেশনিস্ট ফোরাম

কলকাতা, 5 এপ্রিল: রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাতের মাঝেই এ বার সরব হল পশ্চিমবঙ্গের দ্য এডুকেশনিস্ট ফোরাম । শুক্রবার এডুকেশনিস্ট ফোরামের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলা হয়েছে । এই ফোরাম দাবি করেছে যে, পরিকল্পিতভাবে রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে । এ দিন তাদের আক্রমণের মূল নিশানা যে রাজ্যপাল, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা । মূলত 9টি পয়েন্ট তুলে তারা এই উদ্ভূত পরিস্থিতির সমালোচনা করেছে ।

এ দিন এই সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, রাজভবনের তরফ থেকে 2023 সালের শুরু থেকেই রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষার পরিকাঠামোকে দুর্বল করার প্রয়াস চালাচ্ছেন আচার্য । তাদের এও অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে পরিকাঠামোকে ভেঙে ফেলা, রাজ্যের প্রবীণ শিক্ষাবিদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা, হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের সামনে রাজ্যকে ভুলভাল ভাবে উপস্থাপন করা হয়েছে ।

এ দিন এই সংগঠনের তরফ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলিতে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগও তুলেছেন ফোরাম । এ দিন প্রেস রিলিজে তারা এও দাবি করেছে, আচার্যের পদ নামসর্বস্ব হলেও তিনি একদম ইচ্ছামতো বিশ্ববিদ্যালয়ের বিধি লংঘন করছেন ।

ইটিভি ভারত এই প্রেস রিলিজ নিয়ে আলাদা করে কথা বলেছে এই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য তথা শিক্ষাবিদ রঞ্জন চক্রবর্তীর সঙ্গে । তিনি স্পষ্ট ভাষায় আমাদের জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে যা ঘটছে তা কোনওভাবেই ছাত্রছাত্রীদের ভালোর জন্য হচ্ছে এমন নয় । রাজ্যপালের আচার্য পদ সাংবিধানিক ক্ষমতা । তবে তাঁকে কাজ করতে হবে সবসময় বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই । কিন্তু বাস্তব হল এটা যে, তিনি কোনও বিধি মানছেন না । তার বদলে তিনি স্বেচ্ছাচারিতা চালানোর চেষ্টা করছেন । আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম একাধিক রাজ্যপালের সঙ্গে কাজ করেছি । কিন্তু কখনও এ ধরনের ঘটনা দেখিনি । এই মুহূর্তে যাদবপুর এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যেভাবে উপাচার্যহীন হয়ে পড়েছে সবটার জন্যই দায়ী রাজ্যপাল । আর সে কারণেই আমরা উদ্বিগ্ন । আর সেই উদ্বেগ থেকেই এ ধরনের পদক্ষেপ ৷"

আরও পড়ুন:

ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের

শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা?

উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছেই, ফের রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্যপাল

রাজভবনের ভূমিকায় উদ্বিগ্ন এডুকেশনিস্ট ফোরাম

কলকাতা, 5 এপ্রিল: রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাতের মাঝেই এ বার সরব হল পশ্চিমবঙ্গের দ্য এডুকেশনিস্ট ফোরাম । শুক্রবার এডুকেশনিস্ট ফোরামের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলা হয়েছে । এই ফোরাম দাবি করেছে যে, পরিকল্পিতভাবে রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে । এ দিন তাদের আক্রমণের মূল নিশানা যে রাজ্যপাল, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা । মূলত 9টি পয়েন্ট তুলে তারা এই উদ্ভূত পরিস্থিতির সমালোচনা করেছে ।

এ দিন এই সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, রাজভবনের তরফ থেকে 2023 সালের শুরু থেকেই রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষার পরিকাঠামোকে দুর্বল করার প্রয়াস চালাচ্ছেন আচার্য । তাদের এও অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে পরিকাঠামোকে ভেঙে ফেলা, রাজ্যের প্রবীণ শিক্ষাবিদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা, হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের সামনে রাজ্যকে ভুলভাল ভাবে উপস্থাপন করা হয়েছে ।

এ দিন এই সংগঠনের তরফ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলিতে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগও তুলেছেন ফোরাম । এ দিন প্রেস রিলিজে তারা এও দাবি করেছে, আচার্যের পদ নামসর্বস্ব হলেও তিনি একদম ইচ্ছামতো বিশ্ববিদ্যালয়ের বিধি লংঘন করছেন ।

ইটিভি ভারত এই প্রেস রিলিজ নিয়ে আলাদা করে কথা বলেছে এই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য তথা শিক্ষাবিদ রঞ্জন চক্রবর্তীর সঙ্গে । তিনি স্পষ্ট ভাষায় আমাদের জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে যা ঘটছে তা কোনওভাবেই ছাত্রছাত্রীদের ভালোর জন্য হচ্ছে এমন নয় । রাজ্যপালের আচার্য পদ সাংবিধানিক ক্ষমতা । তবে তাঁকে কাজ করতে হবে সবসময় বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই । কিন্তু বাস্তব হল এটা যে, তিনি কোনও বিধি মানছেন না । তার বদলে তিনি স্বেচ্ছাচারিতা চালানোর চেষ্টা করছেন । আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম একাধিক রাজ্যপালের সঙ্গে কাজ করেছি । কিন্তু কখনও এ ধরনের ঘটনা দেখিনি । এই মুহূর্তে যাদবপুর এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যেভাবে উপাচার্যহীন হয়ে পড়েছে সবটার জন্যই দায়ী রাজ্যপাল । আর সে কারণেই আমরা উদ্বিগ্ন । আর সেই উদ্বেগ থেকেই এ ধরনের পদক্ষেপ ৷"

আরও পড়ুন:

ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের

শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা?

উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছেই, ফের রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্যপাল

Last Updated : Apr 5, 2024, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.