ETV Bharat / state

আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ট্যাবের টাকা ‘জালিয়াতি’তে সাফাই শিক্ষামন্ত্রীর

নির্বাচনী প্রচারে এসে ট্যাবের টাকা গায়েব নিয়ে সাফাই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ওই টাকা জেলার ছাত্রছাত্রীরাই ঠিকই পাবে বলে দাবি তাঁর ৷

Education minister Bratya Basu
তালডাংরায় নির্বাচনী প্রচারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 4:43 PM IST

বাঁকুড়া (তালডাংরা), 9 নভেম্বর: পড়ুয়াদের বদলে ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে ৷ ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

তিনি বলেন, "অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে । সরকারি কোনও আধিকারিকের ভুল থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু এটা নিয়ে আর কোনও গোলযোগ নেই । যাঁদের নামে ট্যাবের টাকা ওই জেলার ছাত্রছাত্রীরাই পাবে ।"

ট্যাবের টাকা জালিয়াতি নিয়ে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী (ইটিভি ভারত)

প্রসঙ্গত, রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবির্ধাথে তাদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে দেয় ৷ ট্যাব কেনার জন্য মূলত দেওয়া হয় এই টাকা ৷ তবে যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা অন্যের অ্যাকউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ ৷ যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার প্রসঙ্গ এবার সাফাই দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন । এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার তালডাংরা । আগামী 13 নভেম্বর এই বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপ-নির্বাচন । আর এই উপনির্বাচনের আগে বিভিন্ন হেভিওয়েটদের দিয়ে চলছে শাসক-বিরোধী উভয়পক্ষের প্রচার ৷ শুক্রবার তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে একটি নির্বাচনী সভা করতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বিভিন্ন প্রসঙ্গে খোলা মঞ্চে বক্তব্য রাখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই ট্যাবের টাকার বিষয়ে তিনি মন্তব্য করেন ৷

Education minister Bratya Basu
ব্রাত্য বসুকে সংবর্ধনা তালডাংরায় (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন । হেভিওয়েটদের দিয়ে প্রচার চালানোর পর এই বিধানসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ।

বাঁকুড়া (তালডাংরা), 9 নভেম্বর: পড়ুয়াদের বদলে ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে ৷ ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

তিনি বলেন, "অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে । সরকারি কোনও আধিকারিকের ভুল থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু এটা নিয়ে আর কোনও গোলযোগ নেই । যাঁদের নামে ট্যাবের টাকা ওই জেলার ছাত্রছাত্রীরাই পাবে ।"

ট্যাবের টাকা জালিয়াতি নিয়ে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী (ইটিভি ভারত)

প্রসঙ্গত, রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবির্ধাথে তাদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে দেয় ৷ ট্যাব কেনার জন্য মূলত দেওয়া হয় এই টাকা ৷ তবে যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা অন্যের অ্যাকউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ ৷ যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার প্রসঙ্গ এবার সাফাই দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন । এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার তালডাংরা । আগামী 13 নভেম্বর এই বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপ-নির্বাচন । আর এই উপনির্বাচনের আগে বিভিন্ন হেভিওয়েটদের দিয়ে চলছে শাসক-বিরোধী উভয়পক্ষের প্রচার ৷ শুক্রবার তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে একটি নির্বাচনী সভা করতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বিভিন্ন প্রসঙ্গে খোলা মঞ্চে বক্তব্য রাখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই ট্যাবের টাকার বিষয়ে তিনি মন্তব্য করেন ৷

Education minister Bratya Basu
ব্রাত্য বসুকে সংবর্ধনা তালডাংরায় (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন । হেভিওয়েটদের দিয়ে প্রচার চালানোর পর এই বিধানসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.