ETV Bharat / state

আরও বিপাকে! পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্রাত্যর দফতরের - Recruitment corruption cases - RECRUITMENT CORRUPTION CASES

Fir on Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্য সরকারের তরফে এফআইআর দায়ের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

Etv Bharat
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার থানায় গেল শিক্ষা দফতর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 7:57 PM IST

কলকাতা, 11 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করল রাজ্য সরকার। শিক্ষা দফতর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগ দায়ের করল। অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগরের উত্তর থানায়। তবে শুধু পার্থ নয়, এই এফআইআরে নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, পাহাড়ের বিনয় তামাং-সহ সাত থেকে আট জনের।

জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এক সরকারি আধিকারিক জিটিএ-র বিষয়ে নিয়ে চিঠি দেন। এমনকী, শিক্ষা দফতরের এক পদস্থ কর্তা বিধাননগর পুলিশের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন বলেই জানা যায়। কিন্তু সেই সময় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তা নিয়ে মঙ্গলবার আদালত পুলিশকে ভর্ৎসনা করেছে। তারপরই বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে আগামী 25 এপ্রিল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ জিটিএ-কেও সে দিন একটি রিপোর্ট দিতে হবে। এমনকী ঠিক তারপর দিন অর্থাৎ বুধবার এই এফআইআরও করে ব্রাত্য বসুর দফতর ।

প্রসঙ্গত, 2022 সালেই প্রকাশ্যে এসেছিল জিটিএ-র অধীন বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। অভিযোগে বলা হয়, জিটিএর প্রশাসনিক বোর্ডে থাকাকালীন অনৈতিকভাবে প্রায় 500 জনকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন তৎকালীন জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা ও বিনয় তামাং। বহু দলীয় কর্মী সমর্থক ও পরিবারের সদস্যদের থেকে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে বলেই অভিযোগ। এই বিষয় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল 'গোর্খা আনপ্লয়েড প্রাইমারি ট্রেইনড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার এই মামলার শুনানির বিচারপতি সিবিআই নির্দেশ দেন। এবার সেই মামলায় পার্থদের বিরুদ্ধে এফআইআর হল ।

আরও পড়ুন

1. অর্পিতার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর পার্থর, তারপরও কাকা-ভাইঝি ! হাইকোর্টে প্রশ্ন ইডির

2. সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর

3. শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা

কলকাতা, 11 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করল রাজ্য সরকার। শিক্ষা দফতর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগ দায়ের করল। অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগরের উত্তর থানায়। তবে শুধু পার্থ নয়, এই এফআইআরে নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, পাহাড়ের বিনয় তামাং-সহ সাত থেকে আট জনের।

জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এক সরকারি আধিকারিক জিটিএ-র বিষয়ে নিয়ে চিঠি দেন। এমনকী, শিক্ষা দফতরের এক পদস্থ কর্তা বিধাননগর পুলিশের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন বলেই জানা যায়। কিন্তু সেই সময় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তা নিয়ে মঙ্গলবার আদালত পুলিশকে ভর্ৎসনা করেছে। তারপরই বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে আগামী 25 এপ্রিল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ জিটিএ-কেও সে দিন একটি রিপোর্ট দিতে হবে। এমনকী ঠিক তারপর দিন অর্থাৎ বুধবার এই এফআইআরও করে ব্রাত্য বসুর দফতর ।

প্রসঙ্গত, 2022 সালেই প্রকাশ্যে এসেছিল জিটিএ-র অধীন বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। অভিযোগে বলা হয়, জিটিএর প্রশাসনিক বোর্ডে থাকাকালীন অনৈতিকভাবে প্রায় 500 জনকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন তৎকালীন জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা ও বিনয় তামাং। বহু দলীয় কর্মী সমর্থক ও পরিবারের সদস্যদের থেকে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে বলেই অভিযোগ। এই বিষয় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল 'গোর্খা আনপ্লয়েড প্রাইমারি ট্রেইনড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার এই মামলার শুনানির বিচারপতি সিবিআই নির্দেশ দেন। এবার সেই মামলায় পার্থদের বিরুদ্ধে এফআইআর হল ।

আরও পড়ুন

1. অর্পিতার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর পার্থর, তারপরও কাকা-ভাইঝি ! হাইকোর্টে প্রশ্ন ইডির

2. সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর

3. শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.