কলকাতা, 4 মার্চ: এবার সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহানের এক সময়ের ডানহাত ও বাঁ-হাত বলে পরিচিত উত্তম সর্দার ও শিবু হাজরাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতস কাঁচের তলায়। উত্তম ও শিবুর কোটি টাকার সম্পত্তির আভাসও পেয়েছে ইডি। সেই সূত্র ধরে ইতিমধ্যেই পুলিশের হাতে ধৃত এই দু'জনকে নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়ে দিল্লির ইডি সদর দফতরের আধিকারিকদের সঙ্গে এবং লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা করছেন ইডি আধিকারিকরা।
উত্তম সর্দার এবং শিবুর হাজরার সম্পত্তির খতিয়ানের তথ্য যাচাই করার পর রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে তাদের সুবিধা হবে। সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই সরাসরি মামলা দায়ের করেছে ইডি। সেই সূত্র ধরে, শাহজাহানের টাকার লেনদেনের খোঁজে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে ইডি তল্লাশিও চালিয়েছে ৷ একইসঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে উত্তর 24 পরগনার ন্যাজাট থানায় হওয়া মোট চারটি মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আছে।
এছাড়াও আরও দু'টি মামলার উপরও নজর রেখেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, গত 8 ও 12 ফেব্রুয়ারিতে সন্দেশখালি থানায় দায়ের হয়েছে দু'টি মামলা। গণধর্ষণের মামলার মধ্যে একটিতে অভিযোগ সুশান্ত সর্দার ওরফে উত্তম ও শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এবং অপরক্ষেত্রে অভিযোগ সুশান্ত সর্দার ওরফে উত্তমের বিরুদ্ধে। এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় সন্দেশখালি থানার পুলিশ। সেই সূত্র ধরে ইডির আধিকারিকরা নিশ্চিত যে শুধু উত্তম ও শিবু, শাহজাহানের বিভিন্ন দুষ্কর্মের সঙ্গীই নয়, তাঁর নামে ও বেনামে বিভিন্ন একাধিক কারবার আছে। আয় বহির্ভূত টাকার টাকা লেনদেনের তথ্যও রয়েছে উত্তম এবং শিবুর কাছ।
আরও পড়ুন: