কলকাতা, 10 এপ্রিল: রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, সংশ্লিষ্ট চার্জশিটে নাম থাকবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তাঁর একাধিক সংস্থার ৷ জানা গিয়েছে, শঙ্কর আঢ্যর পাশাপাশি এই বিশ্বজিৎ দাসও জ্যোতিপ্রিয়র রেশন বণ্টন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন ৷ সেই তথ্যও, ইডির তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ থাকতে পারে ৷
ইডি সূত্রের খবর, ধৃত বিশ্বজিৎ পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারের কাজ করত ৷ তৃতীয় সাপ্লিমেন্টরি চার্জশিটে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিশ্বজিৎ দাসের নাম অভিযুক্ত হিসেবে থাকতে চলেছে ৷ তদন্তকারীদের দাবি বিশ্বজিৎ একসময় শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ছিলেন ৷ তাঁর সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ ৷ পরে নিজেই ব্যবসা শুরু করেন ৷
উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে ইডি ৷ সকলের বাড়িতে তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷
অভিযোগ, 2014-2015 সালে রাজ্যে এই রেশন দুর্নীতির প্রায় সাড়ে তিনশো কোটি টাকা দেশের বাইরে বিভিন্নভাবে পাচার হয়ে গিয়েছে । ইডি সূত্রে খবর, একাধিক এজেন্ট দিয়ে জ্যোতিপ্রিয়র রেশন দুর্নীতির নগদ টাকা পৌঁছে যেত এই ব্যবসায়ীর কাছে ৷ এরপর তিনি সেই টাকা বিদেশে পাঠিয়ে দিতেন হাওয়ালার মাধ্যমে ৷ সেই তথ্যও ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা ৷ গোয়েন্দা আধিকারিকরা জানতে পেরেছেন, শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিতের বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে ৷
গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় তিন ইডি অফিসারের ৷ যে ঘটনায় ইডি ডিরেক্টের নিজে রাজ্যে এসে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ পরবর্তী সময়ে সন্দেশখালিকাণ্ডে এই শেখ শাহজাহান গ্রেফতার হয় সিআইডি-র হাতে ৷ পরে মামলাটি সিবিআইয়ের হাতে যায় ৷ এই মুহূর্তে ইডি তাঁকে হেফাজতে নিয়ে রেশন দুর্নীতিতে মামলা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷
আরও পড়ুন: