ETV Bharat / state

বয়ানে অসঙ্গতি! জ্যোতিপ্রিয়র হাতের লেখা-সই ফরেন্সিক পরীক্ষার দাবি ইডির - Jyotipriya Mallick

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 6:44 AM IST

ED on Jyotipriya Mallick: একই প্রশ্নের উত্তরে কখনও হ্যাঁ তো কখনও না বলছেন ৷ এই অবস্থায় রেশন দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও সই ফরেন্সিক টেস্টের দাবি করল ইডি ৷ কোন বিষয়ে ধন্দ এড়াতে ফরেন্সিক টেস্ট করাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ?

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয়র হাতের লেখা ও সই পরীক্ষার দাবি ইডির (ইটিভি ভারত)

কলকাতা, 12 জুন: রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা-সহ তাঁর সই পরীক্ষা করতে চায় ইডি । ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই বিষয়ে ইডির বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে ।

রেশন দুর্নীতি মামলায় যখন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন ঠিক তারপরই তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । ইডির দাবি, হাসপাতালে থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন তিনি ৷ যেখানে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে টাকার বিষয় নিয়ে লেখা ছিল ৷ সেই চিঠি মন্ত্রী নিজের মেয়েকে দিতে চেয়েছিলেন ।

দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি

পরবর্তী সময়ে ইডি এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করে নেন যে, চিঠিটি তাঁর লেখা । আবার তার পরবর্তী সময়ে জেরা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন । ফলে তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

মূলত, এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চান যে চিঠিটি কে লিখেছেন । যদি জ্যোতিপ্রিয় মল্লিক এই চিঠি লিখে থাকেন তিনি কেন ইডির জেরায় বিষয়টি অস্বীকার করলেন ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার সঙ্গে সংশ্লিষ্ট চিঠির হাতের লেখাটি মিলিয়ে দেখতে চান ইডির তদন্তকারীরা । এর জন্য তাঁরা মন্ত্রীর হাতের লেখা ও সই ফরেন্সিক পরীক্ষার দাবি জানিয়েছেন বলে ইডি সূত্রের খবর ।

এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত একজনকে গ্রেফতার করে । তাঁকে জেরা করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । পরে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে তাঁকেও গ্রেফতার করে ইডির তদন্তকারীরা ৷

বালু'র টাকা বিদেশে পাঠিয়ে মোটা অংকের কমিশন ডাকুর ! অতিরিক্ত চার্জশিটে দাবি ইডির

কলকাতা, 12 জুন: রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা-সহ তাঁর সই পরীক্ষা করতে চায় ইডি । ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই বিষয়ে ইডির বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে ।

রেশন দুর্নীতি মামলায় যখন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন ঠিক তারপরই তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । ইডির দাবি, হাসপাতালে থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন তিনি ৷ যেখানে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে টাকার বিষয় নিয়ে লেখা ছিল ৷ সেই চিঠি মন্ত্রী নিজের মেয়েকে দিতে চেয়েছিলেন ।

দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি

পরবর্তী সময়ে ইডি এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করে নেন যে, চিঠিটি তাঁর লেখা । আবার তার পরবর্তী সময়ে জেরা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন । ফলে তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

মূলত, এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চান যে চিঠিটি কে লিখেছেন । যদি জ্যোতিপ্রিয় মল্লিক এই চিঠি লিখে থাকেন তিনি কেন ইডির জেরায় বিষয়টি অস্বীকার করলেন ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার সঙ্গে সংশ্লিষ্ট চিঠির হাতের লেখাটি মিলিয়ে দেখতে চান ইডির তদন্তকারীরা । এর জন্য তাঁরা মন্ত্রীর হাতের লেখা ও সই ফরেন্সিক পরীক্ষার দাবি জানিয়েছেন বলে ইডি সূত্রের খবর ।

এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত একজনকে গ্রেফতার করে । তাঁকে জেরা করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । পরে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে তাঁকেও গ্রেফতার করে ইডির তদন্তকারীরা ৷

বালু'র টাকা বিদেশে পাঠিয়ে মোটা অংকের কমিশন ডাকুর ! অতিরিক্ত চার্জশিটে দাবি ইডির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.