বারাসত, 17 ফেব্রুয়ারি: অন্তরালে থেকেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান। সেই মামলার শুনানি রয়েছে আগামী 26 ফেব্রুয়ারি। যদিও শুনানির আগেই ফেরার তৃণমূল নেতার জামিন রুখতে তৎপর হল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলায় যুক্ত হতে চেয়ে ইডি'র তরফে আবেদন করা হল বারাসত আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদনে জানিয়েছে, তাঁদের বক্তব্য না-শুনে যেন একতরফা শাহজাহানের জামিন মঞ্জুর করা না-হয়। একইসঙ্গে এই মামলায় তাদের পার্টি করার আবেদন জানিয়েছে ইডি ৷
শুধু তাই নয় ৷ আবেদনপত্রে ইডি'র আদালতের কাছে এও অভিযোগ যে, জামিন সংক্রান্ত মামলার কোনও কপি সার্ভ করা হয়নি শাহজাহানের আইনজীবীর তরফে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা ন্যাজাট থানার পুলিশের বক্তব্য শুনে শাহজাহানের জামিন মঞ্জুর করে দিতে পারে বারাসত আদালত। সেই আশঙ্কা থেকেই এবার বারাসত আদালতে পালটা আবেদন ইডি'র আইনজীবীদের ৷ জামিন সংক্রান্ত মামলায় যুক্ত হতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বক্তব্য শোনারও আরজি জানিয়েছে ।
এর আগেও অন্তরালে থেকে ইডি'র বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান। সেই মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরই বারাসত আদালতে জেলা বিচারকের এজলাসে ফের আগাম জামিনের আবেদন করেন তিনি। প্রায় একমাস আগে 'ফেরার' তৃণমূল নেতা শাহজাহানের হয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। মামলার শুনানির দিন ধার্য হয় 26 ফেব্রুয়ারি। জেলার (উত্তর 24 পরগনা) মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বোস বলেছিলেন, "এটি ন্যাজাট থানা এলাকার কেস। তাই কেস ডায়েরি চাওয়া হয়েছে পুলিশের থেকে। কেস ডায়রিতে যদি দেখা যায়,শাহজাহানের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে তাহলে তাঁর জামিনের বিরোধিতা করা হবে।"
এরপরই পুলিশের থেকে মামলার কেস ডায়েরি এবং নথি সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠায় আদালত। তারই মধ্যে এবার শাহজাহানের জামিন রুখতে তৎপর হল ইডি। এদিকে, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর 44 দিন কেটে যাওয়ার পরেও অধরা সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান।ফলে,রীতিমতো ক্ষোভ ফুঁসছেন গ্রামবাসীরা।শাহজাহান ও তাঁর দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সরদারের কড়া শাস্তির দাবিতেও পথে নেমেছে গ্রামের মহিলারা। তাদের আন্দোলনে গত কয়েকদিন উত্তাল সন্দেশখালি।
আরও পড়ুন: