কলকাতা, 7 ফেব্রুয়ারি: গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কর্মী মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রথীন্দ্রনাথ দে-কে হাজিরা দেওয়ার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একশো দিনের কাজের দুর্নীতির মামলার তদন্তে আগামী শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কেও হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি ৷ দু’জনকেই ইডির অফিসে ওইদিন সকাল 10টায় আসতে বলা হয়েছে বলে খবর ৷ এর আগে মঙ্গলবার রথীন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা ৷ এবার রথীন্দ্রনাথ ও তাঁর বোনকে ব্যাংকের যাবতীয় নথি-সহ একাধিক কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বলে ইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুরের কালীবাড়ি এলাকায় রাজ্য সরকারের দুই আধিকারিকের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা । তাঁদের মধ্যে একজন রথীন্দ্রনাথ দে ৷ তিনি মুর্শিদাবাদের রথীন্দ্রনাথ বেলডাঙা-1 ব্লকের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন ।
2019 সালের 6 সেপ্টেম্বর মুর্শিদাবাদের বেলডাঙা-1 ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র এই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়ার শেষে চাকরি হারাতে হয় রথীন্দ্রনাথকে । তদন্তে নেমে এমনটাই জানা গিয়েছে বলে দাবি ইডির কর্তাদের ।
কিন্তু যে প্রশ্নের উত্তর এখনও ইডি পায়নি, তা হল 2020 সালে কোনও এক অজ্ঞাত কারণে সেই তদন্ত থামিয়ে দেয় সিআইডি । পরে আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার চলে যায় ইডির হাতে । আর সেই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পান তদন্তকারীরা ।
সেগুলি মেলাতেই গত মঙ্গলবার সাতসকালে বহরমপুরে রথীন্দ্রনাথের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা । কিন্তু এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর থেকে গিয়েছে । ফলে এবার রথীন্দ্রনাথ ও তাঁর বোনকে সরাসরি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
আরও পড়ুন: