ETV Bharat / state

সন্দীপের পৈতৃক বাড়ি-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডি'র - RG Kar Hospital Corruption Probe

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 10:47 AM IST

Updated : Sep 12, 2024, 11:24 AM IST

RG Kar Corruption: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি । বৃহস্পতিবার সকাল থেকেই সন্দীপ ঘোষ ও তাঁর 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । পাশাপাশি তল্লাশি অভিযান চলছে একটি মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসে ।

RG Kar Corruption
আরজি কর দুর্নীতি-কাণ্ডে ইডির হানা (ইটিভি ভারত)

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বৃহস্পতিবার সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়ি-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ।

বৃহস্পতিবার সকাল সাড়ে 6টা নাগাদ উত্তর কলকাতার টালা এলাকায় একটি বহুতল আবাসনে প্রথমে হানা দেন ইডির আধিকারিকেরা । জানা গিয়েছে, ওই আবাসনেরই পাঁচতলায় থাকেন RG Kar Hospital দুর্নীতি-কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী চন্দন লৌহ । তাঁর ফ্ল্যাটেই তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা ।

RG Kar Corruption
সন্দীপ ঘোষের বাড়িতে ফিরলেন বাবা (নিজস্ব ছবি)

ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযান চলছে দমদমের কালিন্দীর একটি ঠিকানাতেও । কালিন্দিতে তল্লাশি অভিযান চলছে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অক্টেন মেডিক্যালের অফিসে । মূলত আরজি কর হাসপাতালে যে সকল মেডিক্যাল সামগ্রী বাইরে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে কালিন্দির এই অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । পাশাপাশি দুর্নীতি মামলার তদন্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়িতেও এ দিন সকালে হানা দেন ইডির আধিকারিকরা ।

সেসময় তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন না ৷ তবে বিকেলের দিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাবা মা ফিরেন তাঁদের হাতিশালার বাড়িতে । তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা । তদন্তের জন্য সন্দীপের মা-বাবাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই । জানা গিয়েছে, সন্দীপের বাবা-মা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছিলেন । আজ তাঁরা বাড়ি ফিরেন ৷ এরপর তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে 6টা নাগাদ চন্দন লৌহের ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল বাজান ইডির আধিকারিকেরা । সেসময় ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন ব্যবসায়ী । তিনিই দরজা খুলে দেন । এর আগে গত 25 অগস্টও চন্দনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেসময় তল্লাশি চালিয়েছিল সিবিআই । বৃহস্পতিবার সকালে ফের সেখানে গেল আর এক তদন্তকারী সংস্থা ইডি ।

কে এই চন্দন লৌহ?

তিনি মূলত ব্যবসায়ী ৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত । জানা গিয়েছে, সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাধিক কাজের বরাত চন্দন লৌহকে পাইয়ে দিতেন 'গুণধর' সন্দীপ । একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন, চন্দনের স্ত্রীর নামেও বিভিন্ন সংস্থা রয়েছে । তার মধ্যে একটি হল অক্টেন মেডিক্যাল ৷ সেই জন্যই ওই সংস্থার অফিসেও এ দিন তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ৷ এই দুর্নীতির বিষয়টি সামনে এনেছিলেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী । তিনি 2023 সালে দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয় চলতি বছরের 9 অগস্টের পর ৷ ওই দিন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় সেখানকারী চিকিৎসক ছাত্রীর দেহ । এই ঘটনায় ওই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷

প্রথমে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে এক সিভিক ভলান্টিয়ার । তবে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই ঘটনার তদন্ত নামে সিবিআই । শুধু তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন নয়, বরং আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে । চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে সমান্তরালভাবে আরজি করে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই । এবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার পাশাপাশি আর্থিক তছরুপের মামলায় কোমর বেঁধে তদন্ত নামল ইডিও ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বৃহস্পতিবার সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়ি-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ।

বৃহস্পতিবার সকাল সাড়ে 6টা নাগাদ উত্তর কলকাতার টালা এলাকায় একটি বহুতল আবাসনে প্রথমে হানা দেন ইডির আধিকারিকেরা । জানা গিয়েছে, ওই আবাসনেরই পাঁচতলায় থাকেন RG Kar Hospital দুর্নীতি-কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী চন্দন লৌহ । তাঁর ফ্ল্যাটেই তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা ।

RG Kar Corruption
সন্দীপ ঘোষের বাড়িতে ফিরলেন বাবা (নিজস্ব ছবি)

ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযান চলছে দমদমের কালিন্দীর একটি ঠিকানাতেও । কালিন্দিতে তল্লাশি অভিযান চলছে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অক্টেন মেডিক্যালের অফিসে । মূলত আরজি কর হাসপাতালে যে সকল মেডিক্যাল সামগ্রী বাইরে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে কালিন্দির এই অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । পাশাপাশি দুর্নীতি মামলার তদন্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়িতেও এ দিন সকালে হানা দেন ইডির আধিকারিকরা ।

সেসময় তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন না ৷ তবে বিকেলের দিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাবা মা ফিরেন তাঁদের হাতিশালার বাড়িতে । তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা । তদন্তের জন্য সন্দীপের মা-বাবাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই । জানা গিয়েছে, সন্দীপের বাবা-মা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছিলেন । আজ তাঁরা বাড়ি ফিরেন ৷ এরপর তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে 6টা নাগাদ চন্দন লৌহের ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল বাজান ইডির আধিকারিকেরা । সেসময় ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন ব্যবসায়ী । তিনিই দরজা খুলে দেন । এর আগে গত 25 অগস্টও চন্দনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেসময় তল্লাশি চালিয়েছিল সিবিআই । বৃহস্পতিবার সকালে ফের সেখানে গেল আর এক তদন্তকারী সংস্থা ইডি ।

কে এই চন্দন লৌহ?

তিনি মূলত ব্যবসায়ী ৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত । জানা গিয়েছে, সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাধিক কাজের বরাত চন্দন লৌহকে পাইয়ে দিতেন 'গুণধর' সন্দীপ । একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন, চন্দনের স্ত্রীর নামেও বিভিন্ন সংস্থা রয়েছে । তার মধ্যে একটি হল অক্টেন মেডিক্যাল ৷ সেই জন্যই ওই সংস্থার অফিসেও এ দিন তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ৷ এই দুর্নীতির বিষয়টি সামনে এনেছিলেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী । তিনি 2023 সালে দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয় চলতি বছরের 9 অগস্টের পর ৷ ওই দিন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় সেখানকারী চিকিৎসক ছাত্রীর দেহ । এই ঘটনায় ওই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷

প্রথমে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে এক সিভিক ভলান্টিয়ার । তবে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই ঘটনার তদন্ত নামে সিবিআই । শুধু তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন নয়, বরং আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে । চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে সমান্তরালভাবে আরজি করে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই । এবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার পাশাপাশি আর্থিক তছরুপের মামলায় কোমর বেঁধে তদন্ত নামল ইডিও ।

Last Updated : Sep 12, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.