কলকাতা, 1 এপ্রিল: সন্দেশখালিতে নাকি শেখ শাহাজাহান এবং তার দলবল বেছে বেছে আদিবাসীদের জমি গায়ের জোরে দখল করত। পাশাপাশি কয়েকটি সংস্থার সাহায্যে কোটি কোটি টাকা পাচারও করত এই প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা। তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি। কয়েকদিন আগেই শাহজাহানকে সরকারিভাবে গ্রেফতার করে ইডি ৷ দীর্ঘক্ষণ জেরা করে সন্দেশখালির বেতাজ বাদশার কুকীর্তির একাধিক নমুনা তদন্তকারীদের হাতে এসেছে ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এখনও পর্যন্ত শেখ শাহজাহানের নামে যে সকল সংস্থা এবং কোম্পানির খোঁজ তারা পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো "এসকে সাবিনা"। খুব সম্ভবত শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ কারুর নাম দিয়েই এই সংস্থাটি খোলা হয়েছে বলে দাবি ইডির ৷ পাশাপাশি দাবি করা হয়েছে এই সংস্থার মাধ্যমেই বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছে শেখ শাহজাহান । এ ব্যাপারে আরও কয়েকটি সূত্র ইডির হাতে এসে পৌঁছেছে ৷ টাকা পাচারের বিষয়টির সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারেন তার প্রাথমিক হদিশও পেয়েছেন তদন্তকারীরা ৷
অন্যদিকে, সন্দেশখালিতে কি ঘটনা ঘটত এবং শেখ শাহজাহান ও তার দলবলেরা কিভাবে অত্যাচার চালাতো? তা জানার জন্যই সন্দেশখালিতে বসিরহাট আদালতে সইফুদ্দিনের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, ইডির উপর হামলার ঘটনায় ধৃত সুকোমল সর্দার, মাহাবুর মোল্লাকেও গোপন জবানবন্দির জন্য বসিরহাট মহকুমা আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এদিকে, সোমবার সন্দেশখালি ঘটনায় মোট তিনজনের গোপন জবানবন্দী নিয়েছেন ইডির তদন্তকারীরা।
গত দুমাসের কিছুটা বেশি সময় একাধিকবার শিরোনামে এসেছে সন্দেশখালি ৷ দীর্ঘদিন পালিয়ে থাকার পর শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ তারপর প্রথমে তাকে গ্রেফতার করে সিবিআই ৷ পরে হেফাজতে নেয় ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হাতে তদন্তভার যাওয়ার পর থেকেই একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে ৷ স্বভবতই প্রবল অস্বস্তিতে পড়ছে শাহজাহানের প্রাক্তন দল তৃণমূল ৷
আরও পড়ুন
1. ভেড়ির আড়ালে পাচার 31 কোটি, শাহজাহানকে জমি দখল সিন্ডিকেটের 'কিংপিন' বলল ইডি
2. বিশ্বভারতীর 'নাইট-স্টে' মেসেজ কাণ্ডে অভিযুক্ত অধ্যাপকের ঘরে তালা, বিক্ষোভ পড়ুয়াদের
3. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি