ETV Bharat / state

100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা - minority cell officer

ED Raids in Jhargram and Berhampore: ঝাড়গ্রাম শহরে মাইনোরিটি সেলের আধিকারিকের কোয়ার্টারে ইডির হানা ৷ 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ৷ পাশাপাশি সকাল সকাল বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতেও হানা দিল ইডি ৷

ED raid
ইডির হানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:09 AM IST

Updated : Feb 6, 2024, 11:42 AM IST

সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা

ঝাড়গ্রাম ও বহরমপুর, 6 ফেব্রুয়ারি: এবার ঝাড়গ্রাম শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান । মঙ্গলবার সকাল আটটার দিকে ঝাড়গ্রামের বাছুরডোবায় একটি সরকারি আবাসনে হানা দিলেন ইডির তদন্তকারী আধিকারিকেরা । সরকারি আবাসনের ব্লগ-বি ব্লিডিংয়ের দোতলায় রয়েছে ঝাড়গ্রাম জেলার মাইনোরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টার ৷ সেখানেই অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা বলে জানা গিয়েছে । মাইনোরিটি সেলের দায়িত্বে আসার আগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সচিব পদে নিযুক্ত ছিলেন শুভ্রাংশু । আগে কয়েকগুলি ঘটনায় হামলার সম্মুখীন হয়েছে তদন্তকারীরা ৷ এর ফলে আজকের ইডির অভিযানকে ঘিরে সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা 100 দিনের কাজের দুর্নীতি, এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে হানা দিয়েছে । যদিও, ইডি কী বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশুর বাড়িতে এসেছে তা এখনও পরিষ্কারভাবে তদন্তকারীদের তরফে কিছু জানা যায়নি ।

সরকারি আবাসনে ইডির হানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার । শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাফ জানিয়ে দেন, ইডির কোনও আধিকারিকের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভিতরে কাউকেই যেতে দেওয়া হবে না । আইসি বলেন, "কী কারণে এখানে তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাকে জানাতে হবে ৷ আমি এখানকার স্থানীয় অথরিটি ।" তারপরেই ইডির আধিকারিকরা ফোন মারফত আইসিকে জানান যে কেন এখানে তদন্ত করা হচ্ছে, মেল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হবে ।

ঝাড়গ্রামের পাশাপাশি মঙ্গলবার ইডির হানা বহরমপুরে ৷ এ দিন সকাল ন'টার দিকে হঠাৎই এক পঞ্চায়ত কর্মীর বাড়িতে হানা দিলেন তদন্তকারী আধিকারিকেরা । বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ি পঞ্চায়েত কর্মী রথীন দে'র । সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ এই অভিযানকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়িটিকে ।

সূত্রের খবর, নওদা পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে কর্মরত রথীন দে । নির্মাণ সহায়ক হিসাবে সেখানে কাজ করেন তিনি ৷ তবে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন রথীন দে । গত 2 বছর আগে তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ওঠে ৷ যার জন্য তাঁকে সাসপেন্ড করা হয় । অভিযোগ, 100 দিনের কাজের প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং তাঁর বোনের অ্যকাউন্টে স্থানান্তর করেছেন রথীন ।

আরও পড়ুন:

  1. ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি
  2. ভুয়ো জাতিগত শংসাপত্র দিলে মহকুমাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  3. নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় 10 জায়গায় ইডি'র হানা

সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা

ঝাড়গ্রাম ও বহরমপুর, 6 ফেব্রুয়ারি: এবার ঝাড়গ্রাম শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান । মঙ্গলবার সকাল আটটার দিকে ঝাড়গ্রামের বাছুরডোবায় একটি সরকারি আবাসনে হানা দিলেন ইডির তদন্তকারী আধিকারিকেরা । সরকারি আবাসনের ব্লগ-বি ব্লিডিংয়ের দোতলায় রয়েছে ঝাড়গ্রাম জেলার মাইনোরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টার ৷ সেখানেই অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা বলে জানা গিয়েছে । মাইনোরিটি সেলের দায়িত্বে আসার আগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সচিব পদে নিযুক্ত ছিলেন শুভ্রাংশু । আগে কয়েকগুলি ঘটনায় হামলার সম্মুখীন হয়েছে তদন্তকারীরা ৷ এর ফলে আজকের ইডির অভিযানকে ঘিরে সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা 100 দিনের কাজের দুর্নীতি, এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে হানা দিয়েছে । যদিও, ইডি কী বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশুর বাড়িতে এসেছে তা এখনও পরিষ্কারভাবে তদন্তকারীদের তরফে কিছু জানা যায়নি ।

সরকারি আবাসনে ইডির হানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার । শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাফ জানিয়ে দেন, ইডির কোনও আধিকারিকের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভিতরে কাউকেই যেতে দেওয়া হবে না । আইসি বলেন, "কী কারণে এখানে তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাকে জানাতে হবে ৷ আমি এখানকার স্থানীয় অথরিটি ।" তারপরেই ইডির আধিকারিকরা ফোন মারফত আইসিকে জানান যে কেন এখানে তদন্ত করা হচ্ছে, মেল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হবে ।

ঝাড়গ্রামের পাশাপাশি মঙ্গলবার ইডির হানা বহরমপুরে ৷ এ দিন সকাল ন'টার দিকে হঠাৎই এক পঞ্চায়ত কর্মীর বাড়িতে হানা দিলেন তদন্তকারী আধিকারিকেরা । বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ি পঞ্চায়েত কর্মী রথীন দে'র । সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ এই অভিযানকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়িটিকে ।

সূত্রের খবর, নওদা পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে কর্মরত রথীন দে । নির্মাণ সহায়ক হিসাবে সেখানে কাজ করেন তিনি ৷ তবে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন রথীন দে । গত 2 বছর আগে তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ওঠে ৷ যার জন্য তাঁকে সাসপেন্ড করা হয় । অভিযোগ, 100 দিনের কাজের প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং তাঁর বোনের অ্যকাউন্টে স্থানান্তর করেছেন রথীন ।

আরও পড়ুন:

  1. ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি
  2. ভুয়ো জাতিগত শংসাপত্র দিলে মহকুমাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  3. নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় 10 জায়গায় ইডি'র হানা
Last Updated : Feb 6, 2024, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.