ETV Bharat / state

অনুব্রতর বোলপুরে তৃণমূল কার্যালয়ের বিপুল টাকার উৎস জানতে ব্যাংকে হানা দিল ইডি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:36 PM IST

Updated : Mar 6, 2024, 5:17 PM IST

Cattle Smuggling Case: অনুব্রত মণ্ডলের বোলপুরে তৃণমূলের কার্যলয়ের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানতে সেখানকার ইউনিয়ন ব্যাংকের শাখায় হানা দিল ইডি ৷

ETV BHARAT
ETV BHARAT

বোলপুর, 6 মার্চ: ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় ইডির হানা । জানা গিয়েছে, গরু পাচার মামলায় নথি সংগ্রহ করতে ফের আসরে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূলের কার্যালয়টি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল ৷ এই কার্যালয়ের কালী প্রতিমার প্রায় আটশো ভরি সোনার গয়না ছিল ৷ এই টাকার উৎস জানতেই বোলপুরের ব্যাংকে ইডির অফিসাররা হানা দিয়েছে বলে জানা যাচ্ছে ৷

গরু পাচার মামলায় তিহাড়ে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল । আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই মামলা উঠবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ও সুপ্রিম কোর্টে ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের তরফে জামিনের জন্য জোর সওয়াল করা হবে ৷
তাই মামলা সংক্রান্ত আরও নথি সংগ্রহ করতে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

উল্লেখ্য, বোলপুর থানা ও পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছিল অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয় । এই কার্যালয়ে সেন্ট্রাল এসি, লিফট, বিলাসবহুল যাবতীয় ব্যবস্থা রয়েছে । এছাড়া এই কার্যালয়েই কালীপুজো হত ৷ অনুব্রত মণ্ডল নিজে হাতে প্রতিমাকে গয়না পরাতেন ৷ প্রায় আটশো ভরি সোনার গয়না রয়েছে এই কালী প্রতিমার ৷

এই বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই বোলপুরের ব্যাংকে হানা দিয়েছে ইডি ৷ এছাড়া, দলীয় কার্যালয়ে অ্যাকাউন্টের সমস্ত নথি নিতেই ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় যান ইডির অফিসারেরা ৷

আরও পড়ুন:

  1. গরু পাচার মামলায় বোলপুর পৌরসভার কাউন্সিলর-সহ 4 জনকে তলব ইডি'র
  2. 'ঘরের ছেলে' কেষ্টকে আটকে রেখেছে, বীরভূমে 'ভার্চুয়াল' সভা থেকে তোপ দাগলেন মমতা
  3. সুকন্যাকে গ্রেফতার করেও তিন কোটির হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ইডি

বোলপুর, 6 মার্চ: ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় ইডির হানা । জানা গিয়েছে, গরু পাচার মামলায় নথি সংগ্রহ করতে ফের আসরে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূলের কার্যালয়টি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল ৷ এই কার্যালয়ের কালী প্রতিমার প্রায় আটশো ভরি সোনার গয়না ছিল ৷ এই টাকার উৎস জানতেই বোলপুরের ব্যাংকে ইডির অফিসাররা হানা দিয়েছে বলে জানা যাচ্ছে ৷

গরু পাচার মামলায় তিহাড়ে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল । আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই মামলা উঠবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ও সুপ্রিম কোর্টে ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের তরফে জামিনের জন্য জোর সওয়াল করা হবে ৷
তাই মামলা সংক্রান্ত আরও নথি সংগ্রহ করতে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

উল্লেখ্য, বোলপুর থানা ও পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছিল অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয় । এই কার্যালয়ে সেন্ট্রাল এসি, লিফট, বিলাসবহুল যাবতীয় ব্যবস্থা রয়েছে । এছাড়া এই কার্যালয়েই কালীপুজো হত ৷ অনুব্রত মণ্ডল নিজে হাতে প্রতিমাকে গয়না পরাতেন ৷ প্রায় আটশো ভরি সোনার গয়না রয়েছে এই কালী প্রতিমার ৷

এই বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই বোলপুরের ব্যাংকে হানা দিয়েছে ইডি ৷ এছাড়া, দলীয় কার্যালয়ে অ্যাকাউন্টের সমস্ত নথি নিতেই ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় যান ইডির অফিসারেরা ৷

আরও পড়ুন:

  1. গরু পাচার মামলায় বোলপুর পৌরসভার কাউন্সিলর-সহ 4 জনকে তলব ইডি'র
  2. 'ঘরের ছেলে' কেষ্টকে আটকে রেখেছে, বীরভূমে 'ভার্চুয়াল' সভা থেকে তোপ দাগলেন মমতা
  3. সুকন্যাকে গ্রেফতার করেও তিন কোটির হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ইডি
Last Updated : Mar 6, 2024, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.